পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] স্বরবালা তখনো , জাগিয়া ছিল। ক্ষীণ কণ্ঠে সে কছিল,--আনেক রাত হ’য়ে গেছে। প্রকাশ বিছানা পাতির শয়ন করিল। স্বরবালা বলিল,-বাদল রাত, এই ঝড়-বৃষ্টি। আমি তোমার জন্ত ভেবে বঁচি না—কোথা গেলে, ফিরতে দেরি হচ্ছে কেন । প্রকাশ হাসিল,—কহিল, তবু ভাল। দেখছি আমার কথা তুমি ভাব । আমি মনে করতাম—যাক্ ! সুরবালার অন্তরে তীক্ষ কুচের মত কথা ক'টি বিঁধিল । তাহার চোখে জল দেখা দিল। অভিমান-ফুদ্ধ-কণ্ঠে সে কহিল,—আমি কি বুঝি না তোমার কি কষ্ট ? এর চেয়ে যদি আমার মরণ হ’ত ! বিছানার উপর চক্ষু মুদিয়া প্রকাশ অসাড়ের মত পড়িয়া রছিল । - সুরবালা বলিতে লাগিল,—তুমি আমাকে বিয়ে করেছিলে বলেই ত তোমার এই কষ্ট । নৈলে তোমার অভাব কিসের ? হা ভগবান, একটি দিনের জন্তও যদি আমি তোমায় মুখী করতে পারতাম ! এ কথা.মনে ক’রে আমি ষে মরেও বাচ বো না । বাহিরে আবার বড় উঠিয়াছিল। সেই বাতাসের সঙ্গে একটি কর্ণভেদী করুণ শব্দ কাদিয়া ফিরিতে লাগিল । উঠিয়া বসিয়া প্রকাশ ডাকিল,—মুরবালা । এ কি স্বর | সুরবালা চমকিয়া ফিরিয়া চাহিল। দেখিল, অমুজ্জল আলোকে হিংস্ৰ জন্তুর মত প্রকাশের চক্ষুদ্ধৰ্ব জল জল করিতেছে। সে কছিল,--বেঁচে থেকে তোমার লাভ নেই। তোমার মরণই ভাল।

  1. ीठेो

ees উৎসারিত অশ্রু সুরবালার চোখে নিমেষে শুকাইয়া গেল। সে ভয় পাইয়াছিল। - - অস্বাভাবিক দৃঢ় কণ্ঠে প্রকাশ কছিল-মতে চাও? পারবে ? মুরবালা থর থর করিয়া কঁাপিতেছিল, প্রকাশ डांश अछूउरु कब्रिज । সে হাসিল—বলিল, ঢের হয়েছে। কথায় আর মরণকে ডেকো না। মরা অত সোজা নয়। বুক-ভাঙ্গা কারা স্বরবালার কণ্ঠ ঠেলিয়া বাহির হইতে চাহিল। ফুপাইতে ফু পাইতে সে কহিল—ও গো তোমার পায়ে পড়ি-অমন ক’রে ব’ল না। আমায় বিশ্বাস কর। আমি সত্যি মরুতে চাই। আমার আর সহ হয় না। প্রকাশের মাথায় রক্ত চড়িয়া গিয়াছিল। সে উঠিয়া দাড়াইল। টেবিলের উপর কয়েকটা শিশি বিশৃঙ্খল ভাবে ছড়ান ছিল। একটা শিশি লইয়া সে খানিক আরক গেলাসে ঢালিল। তারপর বাছিয়া একটি মোড়ক বাহির করিল, ভিতরে সাদা গুড়া। জারকের সহিত তাহা মিশাইয়া, মুরবালার কাছে আলিয়া, হাত বাড়াইয়া গেলাসটি ধরিয়া সে কছিল, এতে কি আছে জান ? মরফিয়া—বিষ । —দাও গো, দাও-বিষ দাও । আমি তাই খাব, বলিয়া বিপুল শক্তিসংগ্ৰহ করিয়া স্বরবাল উঠিয়া বসিবার চেষ্টা করিল। কিন্তু তাহার রোগজীর্ণ দেহ এই উত্তেজনা সহ করিতে পারিল না। তাহার মাথা ঘুরিয়া গেল, চক্ষু উদ্ধে উঠিল। সে অচেতন হইয়া চলিরা পড়িল । ( ক্রমশঃ ) ढ्ध्वंiश्च ঐ সুধাংশুশেখর মজুমদার কৈবৰ্ত্তরাজের বিরুদ্ধে বরেজী অভিযানে নিম্নলিখিত সামন্তরাজগণ রামপালদেবের সহিত গিয়াছিলেন। - “মগধ ও পীঠীর অধিপতি তীমযশঃ, কোটাটবীর বীরগুণ, দণ্ডভুক্তিয় জয়সিংহ, দেবগ্রাম-প্রতিবন্ধ বালবলভীর বিক্রমরাজ, অপর মন্দারের অধিপতি এবং আটবিক সামন্ত চক্রের প্রধান লক্ষ্মীশূর, কুজৰটার শৃগাল, ভৈলকম্পের ক্ষত্রশিখর, উচ্ছালের অধিপতি ময়গলসিংহ, ঢেঙ্করীয়রাজ প্রতাপসিংহ, কয়ঙ্গল মণ্ডলের অধিপতি নয়