পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ পর্যা: ’ জন্মাদ ब्रध्ट्स ($లీ श्रतद्रङ्ग = ० श्रv~छह स्थ१ऋक्थळ" ** - रण উপস্থিত হইলেন, সকলে তাহাকে ঘিরিয়া জুয়ানিটোর निकछे गदेब्रा चांनिण । छिङब्र जांब्र ५ मृश गए कब्रिtठ পারিল না, ক্লারার কাছে ইজিতে বিদারগ্রহণ করিয়া সে "জঙ্কি-একবার ইহাজের প্রাণরক্ষার চেষ্টা করিতে বাহির হইরা গেল। গিয়া দেখিল জেনারেল তখন বড়ই খোস মেজাজে, সামরিক কৰ্ম্মচারীর দল তখনও টেবলে বসিয়া মদ্যপান করিতেছে, তাহাদেরও মুখ খুব ছুটিতেছে । একঘণ্টা পরে মেল্ডার প্রধান অধিবাসীদিগকে জেনারেলের আদেশে ডাকিয়া পাঠান হইল। তাহাদিগকে দাড়াইয়া মার্কুইস পরিবারের প্রাণদও দেখিতে হইবে। সৈন্তদল নগর পাহারা দিতে লাগিল। নগরবাসীদের একবার সেইস্থানে ঘুরাইরা আনা হইল যেখানে মার্কুইসের ভৃত্যদের স্বাণী দেওয়া হইয়াছিল। ইহার অনতিদূরেই বধমঞ্চ, তাহার পাশে শাণিত কুঠার লইয়া ঘাতক দাড়াইয়া । জুয়ানিটো যদি শেষ পৰ্য্যন্ত অস্বীকার করে, তাই তাহার কার্যের জন্ত ইহাকে হাজির রাখা । * क्रांब्रिनिटक श्रउँौब्र निछरुड, किरु श्रब्रक्रम ऋब्रहे সৈন্তদের পদধ্বনিতে উহা টুটিয়া গেল। তাহাদের অন্ত্রের বন্ধন ও পদধ্বনির সঙ্গে ফরাসী সেনাপতিদের ভোজনাগারের হাস্যের ও আলাপের শব্দ আসিয়া মিশিতে লাগিল । সকলে দুর্গের দিকে তাকাইল, দেখিল দণ্ডিত মারকুইসের পরিবার অত্যন্ত ধীর অবিচলিত ভাবে অগ্রসর হইয়া আসিতেছে। সকলের মুখ চিন্তাশূন্ত, শাস্ত। কেবল একজনের মূৰ্ত্তি যন্ত্রণাকাতর, সে অভিভূতের মত পুরোছিতের উপর ভর দিয়া আসিতেছে, পুরোহিত তাহারই কালে সান্থনাবাণী ঢালিয়া দিতেছেন। ইহাকে বাচিতে হইবে। তখন সকলে বুঝিল জুয়ানিটে ঘাতকের কাজ করিতে সম্মত হইয়াছে। বৃদ্ধ মার্কুইস, তাহার পত্নী, তাহার দুই পুত্র এবং দুই কন্ঠ, বধমঞ্চের কিছুদূরে নতজান্থ হইয়া বসিলেন। জুয়ানিটোকে পুরোহিত মঞ্চের নিকট লইয়া গেলেন । নগরের ঘাতক, জুয়ানিটোকে তাহার কাৰ্য সম্বন্ধে কিছু শিক্ষা দিবার জন্ত তাহার জামার জাস্তিন ধরিয়া টানিয়া একটু আড়ালে লইয়া গেল। পুরোহিত এমন جة لاستصده هو ভাবে দণ্ডিত ব্যক্তিদের দাড় করাইলেন, যেন তাহারা কেহ অজ্ঞদের মৃত্যুদণ্ড দেখিতে না পায়। তাহারা সকলেই স্প্যানিয়ার্ডের উপযুক্ত সাহস সহকারে উন্নত মন্তকে দাড়াইয়া ब्रझिल । ক্লার অন্তদের আগে জুয়ানিটাের পাশে গিয়া দাড়াইয় বলিল, “জুয়ানিটাে আমার সাহস বড় কম। তুমি দয়া করে জামায় প্রথমে নাও।” সে কথা বলিতেছে এমন সময় ক্রতধাবনের শঙ্ক শোনা গেল, এবং ভিক্তর উৰ্দ্ধশ্বাসে চুটিয়া আসিয়া উপস্থিত হইল। ক্লারা তখন বধমঞ্জের সম্মুখে নতজান্থ হইয়া বসিয়া পড়িয়াছে, डांशंब्र ७च श्मान्न शैौवां ८षन षांड८कब्र थग्नशंरक अांस्तांन করিতেছিল। ভিক্তরের চোখের দৃষ্টি ঝাপসা হইয় আসিল, তবু সে কোনমতে গিয়া ক্লারার পাশে দাড়াইল । সে অফুটম্বরে বলিল, “তুমি যদি আমায় বিবাহ কর, তাহা হইলে জেনারেল তোমার প্রাশভিক্ষা দিতে রাজী আছেন।” তরুণী তাহার দিকে অবজ্ঞাভর দৃষ্টিতে একবার তাকাইল মাত্র। তাহার পর বলিল, “জুয়ানিটে, আমি প্রস্তুত ।” তাহার মস্তক গড়াইয়া ভিক্তরের পারের দিকে জাসিয়া পড়িল । তাহার মাতার শরীরের ভিতর দিয়া একটা যন্ত্রণার শিহরণ খেলিয়া গেল, কিন্তু তিনি আর কোনো কাতরতা প্রকাশ করিলেন না । বালক ম্যাজুয়েল অগ্রসর হইয়া আসিয়া ভ্রাতাকে জিজ্ঞাসা করিল, “জুয়ানিটে, আমি কি এই জায়গায় দাড়াব ?” মারিকুইটা আসিলে জুয়ানিটাে বলিল, “ছি, বোন, ভূমি কাছ ?” বালিকা বলিল,“ষ্ঠা, জুয়ানিটে, আমার কেবল তোমার কথা মনে হচ্ছে। আমরা সকলে চ’লে গেলে তোমার কি ভয়ানক কষ্ট হবে।” *. বৃদ্ধ মার্কুইস অগ্রসর হইয়া আসিলেন। তিনি বধ- , মঞ্চের দিকে চাহিয়া দেখিলেন, উহা তাহার সপ্তানবর্ণের