পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

அப்:ti বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী—বঙ্কিম শতবাধিক সংস্করণ। সম্পাদক শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীসজনীকান্ত দাস । দেবী চৌধুরাণী, লোকরহস্য, মুচিরাম গুড়ের জীবনচরিত, গদ্য পদ্য বা কবিতা পুস্তক। বঙ্গীয়-সাহিতা-পরিষৎ, ২৪৩১ অপার সারকুলার রোড, কলিকাতা । মূল্য যথাক্রমে এক টাকা বারে আনা, চারি আন, বারো আনা । এই সংস্করণের পূর্বে প্রকাশিত পুস্তকগুলির মত এই চারিথানিও ভাল কাগজে তুমুদিত এবং সাবধানতার সহিত সম্পাদিত । প্রত্যেক পুস্তকে পুৰ্ব্ববং শ্ৰীযুক্ত হীরেন্দ্রনাথ দত্তের বিজ্ঞপ্তি" আছে । দেবী চৌধুরাণীর ভূমিকায় ঐতিহাসিক প্রযুক্ত যদুনাথ সরকার গ্রন্থখানি কি অর্থে ঐতিহাসিক নহে, কি অর্থে বটে, তাহীর আলোচনা এবং অণ্ঠাগু কয়েকটি বিষয়ের আলোচনা করিয়াছেন। ডাঙ্গা ও জলের সন্ধিস্থলে যে লাঠির কাছে সঙ্গীনের পরাজয় হইতে পারে, তাহার ছুটি ঐতিহাসিক দৃষ্টাও তিনি দিয়াছেন । সম্পাদকীয় ভূমিকায় পরলোকগত পাচকড়ি বন্দোপাধ্যায় কৃত দেবী চৌধুরাণীর মূলগত বিশ্লেষণ দেওয়া হইয়াছে। গ্রন্থের শেষে বিভিন্ন সংস্করণের পাঠভেদ দেওয়া হইয়াছে । লোকরহসে’র ভূমিকায় ইহার কোন রচনাটি বঙ্গদর্শন বা প্রচারের কোন সংখ্যায় ছাপা হইয়াছিল, তাহ বলা হইয়াছে। এই 'কৌতুক ও রহস্য’ পুস্তকে আছে— ব্যাঘ্রাচ্য বৃহলাঙ্গুল, ইংরাজ স্তোত্র, বাৰু, গর্দভ, দাম্পত্য দণ্ডবিধির আইন, বসন্তু এবং বিরহ, সুবর্ণ গোলক, রামায়ণের সমালোচন, বর্ধসমালোচন, কোন “ম্পেশিয়ালে”র পত্র, BranNomi8rm, হনুমম্বাবুসংবাদ, গ্রামাকথা ( প্রথম ও দ্বিতীয় সংখ্যা ), বাঙ্গালা সাহিত্যের অাদর, এবং Now Years Day । গ্রস্থের শেষে প্রথম ও শেষ সংস্করণের vitğrga (nel attğ şf*R Indian Magarine and Rootea পত্রে প্রকাশিত “সুবর্ণ গোলকের" অনুবাদের উল্লেখ আছে । The Modern Revie?uতে প্রকাশিত ডাঃ জে ডি এণ্ডাসন কৃত "ব্যাঘ্রচার্য বৃহন্নাঙ্গুলের" অনুবাদের উল্লেখও করা যাইতে পারে । তাহ। পুস্তকাকারে প্রবাসী কাৰ্য্যালয় হইতে প্রকাশিত “Indira and othor storios" নামক পুস্তকে আছে । “মুচিরাম গুড়ের জীবনচরিত" একটি বাঙ্গাত্মক রচনা ; বঙ্গদর্শনে মুদ্রিত হইবার পর বঙ্কিমচন্দ্রের জীবিতকালে পুস্তকাকারে ইহার একটিমাত্র সংস্করণ প্রকাশিত হইয়াছিল । “গদা পদা বা কবিতা পুস্তক" বহিথানতে যে সকল কবিতা মুদ্রিত হইয়াছে, তাহা যে কবিতা হিসাবে উৎকৃষ্ট নহে, তাহ বঙ্কিমচন্দ্র নিজে জানিতেন । তাহ হইলেও ঠাহীর জীবনের ইতিহাস এবং তাহার সাহিত্যিক প্রতিভার বিকাশের ইতিহাসের দিক দিয়া এগুলি: অকেজে। মঙ্গে । আজকাল অনেকে "গদ্য কবিতা" লিখিয়া থাকেন । ইহার যে so云Æy w উপযোগিতা আছে, বঙ্কিমচন্দ্র তাহ অবগত ছিলেন । তিনি “গল্প পদ্য বা কবিত। পুস্তক" বহির বিজ্ঞাপনে লিথিয়া গিয়াছেন – "কবিতা পুস্তকের ভিতর তিনটি গদ্য প্রবন্ধ সন্নিবেশিত হইয়ছে। কেন হইল, আমাকে জিজ্ঞাসা করিলে আমি ভাল করিয়া বুঝাইতে পারিব না। তবে, এক্ষণে যে রীতি প্রচলিত অাছে যে, কবিতা পদ্যেই লিখিতে হইবে, তাহ সঙ্গত কি না, আমার সন্দেহ আছে । ভরস। করি অনেকেই জানেন যে কেবল পদ্যই কাব্য নহে। আমার বিশ্বাস আছে যে, অনেক স্থানে পদ্যের অপেক্ষা গদ্য কাব্যের উপযোগী। বিবয় বিশেষে পদ্য কাব্যের উপযোগী হইতে পারে, কিন্তু অনেক স্থানে গদ্যের ব্যবহারই ভাল । যে স্থানে ভাষা ভাবের গৌরবে আপনা অপনি ছন্দে বিন্যস্ত হইতে চাহে, কেবল সেই স্থানেই পদ্য ব্যবহায্য । নহিলে কেবল কবি নাম কিনিবার জন্ত ছন্দ মিলাইতে বসা একপ্রকার সং সাজিতে বসা । কাব্যের গদ্যের উপযোগিতার উদাহরণ স্বরূপ তিনটি গদ্য কবিতা এই পুস্তকে সন্নিবেশিত করিলাম । অনেকে বলিবেন, এই গদ্যে কোন কবিত্ব নাই । সে কথায় আমার আপত্তি নাই । আমার উত্তর এই যে, এই গদ যেরূপ কবিত্বশূন্ত, আমার পর্যও সেইরূপ। অতএব তুলনায় কোন ব্যাঘাত হইবে না।" বঙ্গীয় মহাকোষ—প্রধান সম্পাদক অধ্যাপক অমূল্যচরণ বিদ্যাভূষণ । ২য় খণ্ড, ১১শ সংখ্যা । ইণ্ডিয়ান রিসার্চ ইন্সটিটিউট, ১৭ নং মানিকতলা ষ্ট্রট, কলিকাতা । মূলা আট আন । এই সংখ্যায় "অধ্যাক্সবিজ্ঞান” সম্বন্ধীয় দীর্ঘ প্রবন্ধটি শেষ হইয়াছে । অম্ল দীর্ঘ প্রবন্ধ অধ্যাস” । গ’বেদীয় মাণ্ডকোপনিষদ (প্রণব অবলম্বনে ব্রহ্মচিন্তা )- মহাত্মা রাজ রামমোহন রায় রচিত ভাষ্য: অমুসরণে সম্পাদিত। সম্পাদক শ্ৰীমথুরনাথ গুহ, ৬ নং ফন্ডার স্ট্রট, উয়ারী, ঢাকা । মূল্যের উল্লেখ নাই। এই পুস্তিকার গোড়ায় সম্পাদকের লেখা একটি ভূমিকা আছে। ভূমিকা-সমেত পুস্তিকাটি ব্রহ্মজিজ্ঞাহ ব্যক্তিগণের কাজে লাগিবে। পথের সঞ্চয়—এঁরবীন্দ্রনাথ ঠাকুর । প্রথম সংস্করণ । মূল্য আট আনা মাত্র । বিশ্বভারতী গ্রন্থালয়, ২১০ নং কর্ণওআলিস স্ট্রট, কলিকাতা । “১৩১৯ সালের জ্যৈষ্ঠ মাসে রবীন্দ্রনাথ তৃতীয় বার বিলাত যাত্র। করেন এবং ইংলণ্ড ও আমেরিক হইয়া ১৩২৪ সালের আশ্বিন মাসে প্রত্যাবতন করেন । এই পুস্তকের অধিকাংশ পত্রই সেই সময়ের মধ্যে লিপিত ...'পথের সঞ্চয়ে সেগুলি পরিবর্তিত আকারে প্রকাশিত” হইয়াছে । মূল বহিটির প্রত্যেকটি পত্র প্রবন্ধের আকারে প্রকাশিত হইয়াছে। প্রবন্ধগুলির নাম —যাত্রার পূর্বপত্র, বোম্বাই শহব, যাত্র জলস্থল,