পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8Հ সৰ্ব্বাঙ্গীন উন্নতি সম্ভবপর নহে এবং মাতৃজাতি সবল না হইলে দেশের ভবিষ্যৎ বংশধরগণও সবল হইতে পারে না। জাতীয় স্বাস্থ্যোন্নতির সহায়ক এই অমুশীলনশ্রেণীগুলি এইরূপে দেশের পরম উপকার সাধন করিতেছে। এই অনুশীলন-শ্রেণীগুলির বৈশিষ্ট্য এই যে, এখানে মেয়েদের শরীর ও মনের উৎকর্ষ সাধনের জন্ত দেশীয় প্রণালীতে ব্যায়াম শিক্ষার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সকল প্রকার জ্ঞাতব্য বিষয়ের সহিত শিক্ষার্থিনীদের পরিচয় করাইয় দেওয়া হয়। এক দিকে তাহারা যেমন দেশীয় খেল, ব্যায়ামাদি ও প্রাথমিক শুশ্ৰুষা শিক্ষণ করে, অন্ত দিকে দেশের প্রাকৃতিক ভূগোল, পুরাতন কাহিনী, গ্রমোন্নয়নপ্রণালী, খাদ্যতত্ত্ব, ম্যালেরিয়া ও যক্ষ্মানিবারণী উপায় প্রভৃতি শিক্ষা দেওয়া প্রবাসী , ১৩৪৬ হয়। ব্রতচারী আদর্শ পালন, পঞ্চব্ৰত অনুসরণ, পণ’ ‘মানা প্রতিপালন দ্বারা যেমন তাহাদের জীবন গঠিত করিয়া পূর্ণতাপ্রাপ্তির জন্য মূল্যবান নৈতিক শিক্ষা দেওয়া হয় তেমনি আবার ব্রতচারী মৌজালির মধ্য দিয়া দৈনন্দিন জীবনে শৃঙ্খলাবদ্ধভাবে চলাফের, সম্মিলিত ভাবে কাৰ্য্য করা এবং সহিষ্ণুতা ও ক্ষিপ্রতা লাভ করার বিধিগুলি শিক্ষা দেওয়া হয়। এই সম্পর্কে ব্ৰতচারিণীদের নৃত্যানুষ্ঠান এবং অন্যান্য কাৰ্য্যাবলীর কয়েকটি ছবি প্রকাশিত হইল । বাংলার যাবতীয় নিজস্ব জাতীয় পল্লীশিল্পের পুনরুদ্ধারে ব্ৰতী হইতে প্রত্যেক ব্রতচারীকে অনুপ্রাণিত করা হয়। শ্ৰীযুক্ত দত্তের পরিচালনায় এই স্বচিন্তিত দেশীয় শিক্ষাপ্রণালী দেশের সমগ্র স্ত্রীজাতির কল্যাণ সাধন করিতেছে ইহাতে সন্দেহ নাই । নৃত্যশিক্ষায় রত মারিয়ো বলিদ্বীপের নৃত্যকলা প্রবন্ধ দ্রষ্টব্য ]