পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ፃኳ প্রবাসী * ՖՎՑ8Ն fচড়িয়াথানার মৎস্তাধারে মাছ লিস্পন হইয়। বিশ্রাম করিতেছে অবস্থান করে । পিপীলিকার কার্য্যকলাপ দেখিয়া মনে হয় তাহারা বুঝি মোটেই বিশ্রাম করে না। কিন্তু সে-কথা ঠিক নয়। তাহারা প্রয়োজনমত বিশ্রাম করিয়া থাকে । যদিও বাসানিৰ্ম্মাণ, খাদ্যসংগ্রহ প্রভৃতি ব্যাপারে তাহাদিগকে রাতদিনই পরিশ্রম করিতে দেখা যায়, তথাপি দলবদ্ধ ভাবে বাস করে বলিয়া সংখ্যাধিক্য হেতু তাহাদের মধ্যে বদলি প্রথার প্রচলন আছে। কোন একটি শ্রমিকপিপীলিকা পরিশ্রাস্ত হইয়া পড়িলে সে গর্তের ভিতর ঢুকিয়া পড়ে এবং আহারাদি সারিয়া চুপ করিয়া এক স্থানে বসিয়া বিশ্রাম করে । অন্য একটি পিপীলিকা গিয়া তাহার শূন্য স্থান পূরণ করে। কুমোরে পোকারাও খাদ্যসংগ্ৰহ এবং বাসা নিৰ্ম্মাণের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে । সন্ধ্যাসমাগমে তাহারা বৃক্ষের ডালে বা কোন কিছুর আড়ালে আশ্রয় গ্রহণ করিয়া সারা রাত নিশ্চলভাবে থাকিয়া বিশ্রাম করিয়া থাকে । কোন কোন জাতের কুমোরে পোকা আবার ঘনসন্নিবিষ্ট ঘাসবনে ঘাসের ডাটা কামড়াইয়া ধরিয়া শরীরটাকে পাশের দিকে প্রসারিত করিয়া নিস্পন ভাবে অবস্থান করে ! অনেকের ধারণা আছে, মাছের নিদ্রা যায় না। মাছের চোখ বুজিতে পারে না বলিয়া এরূপ ধারণা হইতে পারে। কিন্তু চোখ বুজিয়া নিদ্রা না গেলেও তাহারা সকলেই বিশ্রামপ্রয়াসী । অধিকাংশ মাছই দিনের বেলায় আহারান্বেষণে ঘুরিয়া বেড়ায়। রাষ্টিবেলায় তাহারা ঘাসপাতার আড়ালে অথবা অপর কোন সুবিধামত স্থানে নিশ্চলভাবে থাকিয়া বিশ্রাম করে। কোন কোন মাছ আবার দিনের বেলায় বিশ্রাম গ্রহণ করিয়া রাত্রিবেলায় শিকাব অনুসন্ধান করিয়া বেড়ায় । টিকটিকি গাছের ডালে বা দেওয়ালের আড়ালে বসিয়া সারাদিন বিশ্রাম গ্রহণ করে এবং রাত্রিবেলা শিকার খুজিতে বাহির হয় । বহুরূপী কাষ্ঠখণ্ডের মত নিস্পন্দভাবে অবস্থান করিয়া নিদ্রা যায়। বিশ্রামের সময় কুমীর ডাঙায় উঠিয়া হাত-পা ছড়াইয়া ঠিক মৃতের মত অবস্থান করে । চামচিকা ও বাদুড় দেখিতে প্রায় একই রকমের ; কিন্তু উভয়ের বিশ্রামভঙ্গী সম্পূর্ণ স্বতন্ত্র । চামচিকার সারাদিন তালগাছের শুষ্ক পত্রের আড়ালে অথবা ঘরের চালের জাফরির নীচে শুইয়া থাকে, রাত্রিবেলায় বিষয়ুকৰ্ম্মে ব্যস্ত হয় । বাদুড়ও চামচিকার মত নিশাচর প্রাণী । দিনের বেলায় ইহারা অনেকে একসঙ্গে মিলিয়া কোন নির্দিষ্ট গাছে আশ্রয় গ্রহণ করে এবং পায়ের নখে ডাল অীকড়াইয়া মাথা নীচু করিয়া ঝুলিতে থাকে। পার্থীরা সাধারণতঃ ডালে বসিয়া ঘুমাইতে অভ্যন্ত। ঘুমন্ত অবস্থায় নখের মুষ্টি আরও দৃঢ় হইয়া থাকে, সে-জন্ত