পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাশ দীনেশচন্দ্র সে NĐNi*fRp> 莺 - ও সংস্কৃতির ইতিপূৰ্ব্বে অজ্ঞাত একটি দিক বাঙালীর ও জগদ্বাসীর গোচর করিয়াছেন । সাহিত্য শিক্ষিত তাহার কিয়দংশ ফরাসীতে অতুবাদিত হইয়াছে । বৃহত্তর বঙ্গ সম্বন্ধে তাহার বৃহং পুস্তক বাংলার ইতিহাস ও সংস্কৃতির নানা দিকের প্রতি বাঙালীর দৃষ্টি আকর্ষণ করিয়াছে। তিনি উপন্যাস ও গল্পও কিছু লিখিয়াছিলেন । বঙ্গের চিত্র ভাস্কৰ্য্য প্রভৃতি ললিতকলার তিনি অতুরাগী ছিলেন। তাহার নিদর্শন সংগ্ৰহাৰ্থ তাহার বেহালার বাড়ীতে নিজের একটি মুজিয়ম ছিল । তাহার লংগ্রহ তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়া গিয়াছেন । “বড়র পারিতি” বাঙালী কবি যে বলিয়া গিয়াছেন, “বড়র পীরিতি বালির বাধ । ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাদ ॥” "তাহা তিনি কেবল ব্যক্তির উদ্দেশেই লিথিয়া বিবিধ প্রসঙ্গ—রুশিয়া ও ফিনল্যাণ্ডের যুদ্ধ 8** থাকিবেন ; কিন্তু তাহা এক একটা মনুষ্যসমষ্টি, এক একটা জাতি সম্বন্ধেও স্থলবিশেষে ও সময়বিশেষে সত্য হইতে পারে। রাশিয়ানরা বড়, না, জামানরা বড়, তাহার মীমাংসা না করিয়া মনে করা যাইতে পারে, কোন কোন বিষয়ে উভয়ের মধ্যে একটা জাতি বড়, অন্য কোন কোন বিষয়ে অগুট বড়। এই দুই বড়র মধ্যে পীরিতি জগতে রাষ্ট্র হইয়াছিল। হাতে দড়ি এখনও কাহারও পড়ে নাই । চাদের কথা যদি বলেন, পোল্যাণ্ড-টাদের ষোল কলার মধ্যে দশটা রুশিয়া পাইয়াছে, ছয়টা জামেনী । অতঃপর পীরিতির আর এক অধ্যায় আরম্ভ হইয়াছে । তারে খবর আসিয়াছে ফিনল্যাও ও রুশিয়ার মধ্যে যুদ্ধে জামেনী ও ইটালী ফিনল্যাণ্ডকে সাহায্য করিতেছে। অবশ্য জামেনী তা গ অস্বীকার করিয়াছে । আবার এমন খবরও আসিয়াছে যে, রাশিয়ার সব মেরীন জামেনীর জলযানকে আক্রমণ করিতেছে। দেখা যাক, কে কার হাতে দড়ি দিতে পারে । ज्रोत्रङदहई “दफुत्न'ीििङ” এমন এক সময় ছিল যখন বাঙালীরা ইংরেজের খুব প্রিয় ছিল, খুব চাকর-চাদ ও খেতাব-চাঁদ পাইত। এখন সেই বাঙালীর ভাগ্যে হাতে দড়ি যে পরিমাণে জুটিতেছে, এমন আর কাহার ৪ ভাগ্যে নহে । রুশিয়া ও ফিনল্যাণ্ডের যুদ্ধ রুশিয়ার ফিনল্যাণ্ড আক্রমণ করা উচিত হইয়াছে কিনা, সে-বিষয়ে নাকি বিলাতী মাতব্বরেরা একমত নহেন। এদেশেও তাহাদের পে-ধরা লোকের অভাব নাই । তা ছাড়া, এদেশে এমন লোকও আছেন যারা মনে করেন রুশিয়া যা করে, তা নিশ্চয়ই ঠিকৃ। ফিনল্যাণ্ডের বিরুদ্ধে রুশিয়ার যুদ্ধ দু-রকমে আরম্ভ হষ্টয়া থাকিতে পারে । হয় ফিনল্যাণ্ড প্রথমে রুশিয়াকে আক্রমণ করে, নয় রুশিয়া প্রথমে ফিনল্যাণ্ডকে আক্রমণ করে। রুশিয়ার পক্ষ হইতে এইরূপ একটা খবর রটান হইয়াছিল বটে যে, ফিনরাই প্রথমে আক্রমণ করিয়াছিল ;