পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

واo 6 প্রবাসী yég$ , স্বপরিচিত। স্নেহভাজন আত্নীয়ের অনুরোধে জীবনের নানা বিচিত্র ংগ্রামের ও অভিজ্ঞতার কাহিনী এই গ্রন্থে তিনি লিপিবদ্ধ করিয়াছেন। র্তাহার জন্মস্থান, পরিবার ও বাল্যজীবনের বর্ণনায় সে-সময়কার একটি সুনীর চিত্র পাওয়া যায় । গ্রন্থকারের ভাষার নানা ক্রটির মধ্য দিয়াও আবাল্য ভাবব্যাকুল একটি হৃদয়ের পরিচয় পাইতে দেরি হয় ন—এই ভাবব্যাকুলতাই উহাকে সারাজীবন নানা কৰ্ম্ম ও উদ্যোগের মধ। দিয়৷ লইয়া চলিয়াছে, কঠিন রোগগ্রস্ত হইয়াও স্থির হইয়া থাকিতে দিতেছে না। একান্ত ব্যক্তিগত হৃদয়াবেগের অনেক কাহিনীও তিনি নিঃসঙ্কোচে ও সহজে প্রকাশ করিয়া বলিতে পারিয়াছেন ; সহজ প্রকাশভঙ্গীর মধ্য দিয়া যে একটি সরল হৃদয়ের ছবি চোখে পড়ে তাহার গুণে সে-সকল কথা কোন অশ্রদ্ধার ভাব মনে অসিতে দেয় না। সুভাষচন্দ্র, প্রফুল্লচন্দ্র ঘোব প্রমুখ বৰ্ত্তমানের অনেক প্রখ্যাত দেশকীর সহিত যৌবনে দেশহিতের মান উদ্যোগের সুত্রে লেখকের যোগের স্মৃতি এই গ্রন্থে লিপিবদ্ধ হইয়াছে, ইহাদের প্রথম যৌবনের স্বন্দর দু একটি ছবি অল্পপরিসরের মধ্যে এই গ্রস্থে পাই । চাকরি-জীবন, অভয় আশ্রম প্রতিষ্ঠা ও পরিচালনা, অসহযোগ আন্দোলন, কারাজীবন প্রভৃতি লেখকের নান৷ অভিজ্ঞতার বিবরণও কম চিত্তাকর্ষক নহে । গ্রন্থের মূল কাহিনীর সহিত বিশেষ সম্পর্ক না-থাকিলেও একটি বিষয়ের উল্লেখ করিতে হইল। কৃষ্ণকুমার মিত্র মহাশয়ের শেষ জীবনের রাষ্ট্ৰীয় মতামতের সঙ্গে অনেকেরই মিল ছিল না, সেজন্ত ঃখিত হওয়া চলে ; কিন্তু তাহকে "অধঃপতন” বলিয়া গ্রন্থে বর্ণনা করা শোভনও হয় নাই, সমীচীনও হয় নাই । যাহারা তাহার সংস্পর্শে আসিতেন তাহারা জানিতেন যে শেষদিন পর্যন্ত তাহার দেশপ্রেম বিন্দুমাত্র স্নান হয় নাই ; মত ও পথ পরিবর্ধিত হইলেও জনহিতচেষ্টার উদ্যোগ ও চিন্তা হইতেও বৃদ্ধ বয়স পয্যন্ত তিনি এক দিনের জষ্ঠ নিবৃত্ত হন নাই। তাহাকে ঠিক অধঃপতন আখ্যা দেওয়া যায় না। বিবাহমঙ্গল—মহামহোপধ্যায় পণ্ডিত শ্ৰীবিধুশেখর শাস্ত্রী । নুতন সংস্করণ। প্রকাশক ইণ্ডিয়ান প্রেস লিমিটেড, এলাহাবাদ। ঐননালাল বসু, শ্ৰীঅসিতকুমার হালদার, ত্রারমেশ্রনাথ চক্রবর্তী, ঐসত্যেন্ত্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ক্রমণীন্মভূষণ গুপ্ত অঙ্কিত চিত্রাবলীর বহুবর্ণ প্রতিলিপি সংবলিত। মূলা এক টাকা। “হিন্দুবিবাহে পতি ও পত্নীর মূলভাবকে মুৰ্বি দেওয়া হইয়াছে অধনারীশ্বরের চিত্রে । কেবল ঈশ্বর বা হর, অথবা কেবল নারী বা গৌরী নিজে-নিজে সম্পূর্ণ নহেন—উভয়ের মিলনেই সম্পূর্ণত। আসিয়াছে। উপনিষদের ঋষি এই কথাটাই অন্ত ভাবে প্রকাশ করিয়া বলিয়াছেন যে, পূর্বে প্রজাপতি ছিলেন এক, তাহার ভাল লাখিতেছিল না, তাই তিনি নিজেকে দুই ভাগ করিলেন, তাহ হইতে হইল পতি ও পত্নী " হিন্দুবিবাহের শ্রেষ্ঠ আদর্শ ( "আদৰ্শ” বলাই সঙ্গত, কারণ এই সকল আদর্শ কোন সময়েই আপামর সাধারণ জীবনে সর্বদ গ্রহণ ও পালন করিত, না, এগুলি মাত্র শ্রেষ্ঠ মাসুষদের চিস্তার নিদর্শণ, বলিতে পারি না; বৰ্ত্তমানে অস্তুত এই সকল আদর্শ ব্যবহারিক জীবনে যে বিশেষ সুপ্রচলিত নহে, তাহা তো নিশ্চিত ) অনুসারে বরকস্তার পরস্পরের প্রতি কৰ্ত্তব্য, গৃহিণীধৰ্ম্ম, গৃহস্থাশ্রম সম্বন্ধে হিন্দুর বিভিন্ন শাস্ত হইতে হিতকারী নির্দেশ ও উপদেশ সকল সংকলিত হইয়াছে । তাহার বঙ্গানুবাদও প্রদত্ত হইয়াছে বলিয়। সকলেই এই সংগ্রহের মৰ্ম্মগ্রহণ করিয়া উপকৃত হইতে পরিবেন। এই সংকলন হইতেও যত দূর দেখিতে পাওয়া যায় স্বামীর প্রতি স্ত্রীর কৰ্ত্তব্য যত বিশদভাবে পুঙ্খানুপুঙ্খ বর্ণিত হইয়াছে, স্ত্রীর প্রতি স্বামীর কৰ্ত্তব্যের কথা তত বলা হয় নাই; স্বামীর অনুগ্র গ্রহণের, অনুবৰ্ত্তিণী হইবার জন্ত স্ত্রীর প্রতি উপদেশ যে পরিমাণে আছে, স্ত্রীর অমুকুল হইবার জন্ত স্বামীর প্রতি উপদেশ তত নাই, আদর্শের দিক্ দিয় ইহ লক্ষ্য করিবার বিষয় । বহিখানি বহিঃসৌন্দর্ঘ্যে ও উপদেশগুলির অন্তর্নিহিত মূল্যে বিবাহের বিশেষ উপযোগী উপহার হইয়াছে। শ্রেষ্ঠ শিল্পীদের অঙ্কিত সুনার চিত্রাবলীতে বহিখানিকে স্থশোভিত করির প্রকাশক দুলভ স্বরুচির পরিচয় দিরাছেন { শ্ৰীপুলিনবিহারী সেন মরুযাত্রী—বিমল সেন। প্রকাশক রাডিক্যাল বুকফ্লাব, ১১ কলেজ স্কোয়ার, কলিকাতা। পৃষ্ঠা ১•• । দাম বারে আনা। লেখক অতি অল্প বয়সেই স্বৰ্গত হইয়াছেন। মরুযারী বইখানি লেখকের মৃত্যুর পর প্রকাশিত হইল । অতি অল্প দিনের মধ্যেই বিমল সেন সাহিত্যজগতে আপনার স্থান করিয়া লইয়াছিলেন এবং ক্রমশঃ সম্মুখের দিকেই আসিতেছিলেন, ইহাতেই তাহার শক্তির নিঃসন্দেহ প্রমাণ পাওয়া যায়। ‘মরুয়াত্রী বইখানিতে র্ত{হার শক্তির পরিচয় স্বপরিস্ফুট । বাংলা দেশে শিশু ও কিশোর সাহিত্যের নামে যেসব আজগুবি ব্যাপার চলিতেছে, মরযাত্রীর মধ্যে এ্যাডভেঞ্চার যথেষ্ট থাকিলেও সে আজগুধিত্ব আদেী নাই। কিশোর-সাহিত্যে বইথাণি সমাদৃত হইবে ইহা নিশ্চয় করিয়া বলা যায়। দার্শনিকের প্রেমবিজয়— অজিতনাথ গুপ্ত। প্রাপ্তিস্থান বরেন্দ্র লাইব্রেরী, ২০৪ কর্ণওয়ালিস স্ট্রট, কলিকাতা । পৃষ্ঠা ৪০৩ । মূল্য দেড় টাকা । আধ্যাত্মিকতার উপর ভিত্তি করিয়া লেখক উপন্যাস লিপিতে গিয়া বাৰ্থকাম হইয়াছেন । এরূপ উদ্ভট কল্পনার উপকথা এ যুগে শিশুরাজ্যেও অচল । লেখক আপন বক্তব্য প্রবন্ধকারে লিখিলে ভাল করিতেন । তাহার উপহাস ভাল লাগিল না বলিয়া এ লয় যে র্তাহার মতামত ভাল লাগিল না। কেয়ার কাটা-গুফিয়া এন হোসেন । নওরোজ পাবলিশিং হাউস, ৬৩ নং কলিন ষ্ট্রট, কলিকাতা । পৃষ্ঠা ১৬ । মূল্য পাচ সিকা । এগারটি ছোট গল্পের সমষ্টি এই বইখানি পড়িয়। আমরা খুশী হইয়।iছ। গল্পগুলি নবীন রচনার্থীর পক্ষে প্রশংসার যোগ্য হইয়াছে। সকলের চেরে ভাল লাগিল লেখিকা মুসলমান-সমাজভুক্ত হইয়াও অনাবখক ফণী ও উর্দু, শব্দ প্রচুর পরিমাণে ঠাসিবার চেষ্টা করেন নাই। যেগুলি ত্যাদিয়াছে সেগুলি স্বপ্রযুক্ত হইয়ছে । তবে মধ্যে মধো কাব্যের প্রভাব প্রবল হইয়। ডঠিয়াছে । ‘কালে। আখি, ‘মধু লগন প্রভৃতি প্রয়োগ গদ্যের মধ্যে দুষ্ট প্ররোগ, এ সম্বন্ধে লেখিকা সাবধান হইবেন । ব্ৰতচারিণী—ঐহেমমালা বহ । প্রকাশক—গ্রহেমমালা বহু, ৭২৬৪ বণ্ডেল রোড, বালীগঞ্জ, কলিকাতা । পৃষ্ঠা ২৬• । মূল্য দুই টাকা । বইখানির নামের সার্থকতা বুঝিলাম না। একটি পিতৃমাতৃহীনা বালিকা বিবাহের পরেই বিধবা হইল, অলক্ষণ। বলিয়৷ শ্বশুরশাশুড়ী