পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৫২ “বাংলা সাময়িক-পত্ৰ” ১৮১৮ খ্ৰীষ্টান্ধ হইতে ১৮৬৭ খ্ৰীষ্টাব পৰ্য্যন্ত বাংলা দেশে যত বাংলা দৈনিক, অৰ্দ্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, দ্বিসাপ্তাহিক, পাক্ষিক, ত্রিসাপ্তাহিক ও মাসিক কাগজ বাহির হইয়াছিল, ঐযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পুস্তকে তাহাদের নাম এবং কিছু কিছু বৃত্তান্ত সন্নিবিষ্ট করিয়াছেন। অনেক কাগজের একটি পৃষ্ঠার বা পৃষ্ঠাংশের ফোটোগ্রাফিক চিত্রও দেওয়া হইয়াছে । পুস্তকটি খুব কৌতুহলোদ্দীপক । ইহা সংকলন করিতে গ্রন্থকতাকে বিশেষ অঙ্গুসন্ধান ও পরিশ্রম করিতে হইয়াছে। তাহার ফলে ইহাতে বহু চিত্তাকর্ষক ঐতিহাসিক উপকরণও সংগৃহীত হইয়াছে। ইহাতে প্রায় ২৫০টি কাগজের বৃত্তান্ত আছে। তাতাদের মধ্যে এখনও জীবিত আছে বোধ হয় তত্ত্ববোধিনী পত্রিক, এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্তাবহ, এবং ধৰ্ম্মতত্ত্ব, এই তিনখানি । সাবেক কাগজগুলির কোন কোনটির নাম বেশ মজাদার ; যেমন ‘আক্কেলগুড় ম’ নূতন নূতন কাগজ এখনও বাহির হইতেছে। যদি নূতন কোন কাগজের কোন প্রকাশক তাহার কি নাম রাখিবেন চট্‌ করিয়! ঠিক করিতে না পারেন, তাহা হইলে তিনি এই বহিখান দেখিতে পারেন । এই গ্রন্থে একখানি দৈনিকের উল্লেখ আছে যাহা ংলা ও হিন্দী দুই ভাষায় বাহির হইত। ইহার নাম ‘সমাচার সুধাবর্ষণ’ । ইহাই প্রথম হিন্দী দৈনিক । জনৈক বাঙালী ইহা সম্পাদন করিতেন । তুরস্কের ঘোর ছবিপাক ভূমিকম্পে এবং তাঙ্গার পর ঝড় ও বন্যায় তুরস্কের হাজার হাজার লোক মারা পড়িয়াছে এবং বহু লক্ষ লোক সর্বস্বাস্ত ও আশ্রয়হীন হইয়াছে । মৃতদের আত্মীয়স্বজনদিগের এবং অপর বিপন্নদিগের দুঃখে আমরা ব্যথিত | শিল্পবাণিজ্যাদির সহায়ক ডিরেক্টরী শিল্পবাণিজ্যাদি যাহাদের পেশ তাঙ্গদের সহায়ক ইংরেজদের সংকলিত যেমন একাধিক ডিরেক্টরী আছে, বাঙালীদের দ্বারা সংকলিত সেইরূপ ডিরেক্টরী “ইণ্ডা। স্ট ইয়্যারবুক এণ্ড ডিরেক্টরী” । ইহাতে নানা প্রকার পণ্যশিল্পজাত, কুধিজাত, আরণ্য, খনিজ প্রভৃতি সামগ্রীর উৎপত্তি ও বিক্রয়ের স্থান, নানা স্থানের হাট বাজার ও মেলা, নানা ব্যবসা বাণিজ্য, সমুদয় খবরের কাগজ ও সাময়িক পত্র, শিল্পশিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতির খবর পাওয়া যায়। ভারতবর্ষ ও ব্রহ্মদেশের সব জেলা, মহকুমা ও তহসিলের তালিকা ইহাতে আছে । ওৰঞ্জিী છે. ઉત્કૃષ્ણ মহাজাতি-সদন অন্য কোন কোন প্রদেশে কংগ্রেসের নিজস্ব ঘরবাড়ী আফিস আছে, বঙ্গে নাই । এই অভাব দূর করিবার নিমিত্ত শ্ৰীযুক্ত সুভাষচন্দ্র বস্ব কলিকাতা মিউনিসিপালিটির নিকট হইতে নামমাত্র খাজনায় জমি লইয়াছেন। মঙ্গজাতি-সদনের ভিত্তি স্থাপন করিয়াছেন রবীন্দ্রনাথ । নিমাণকার্য আরম্ভ হইয়াছে, কিন্তু অর্থাভাবে দ্রুত অগ্রসর হইতেছে না । কংগ্রেসের সহিত র্যাহাদের মত মিলে, ইহার জন্য র্তাহাদের সাধ্যাকুসারে টাকা দেওয়া উচিত। যদি সুভাষ বাবু ও র্তাহার বন্ধুরা মনে করেন যে, মহাজাতি-সদমের ট্রষ্টী নিয়োগ করিলে টাকা সংগ্রহের সুবিধা হইবে, তাহা হইলে ট্রষ্টী নিয়োগ করাই উচিত । এরূপ বক্তব্য দ্বারা সুভাষ বাবুকে টাকাকড়ি সম্বন্ধে অবিশ্বাস করা শুইতেছে ন—আমরা তাহা করি না । প্রাথমিক শিক্ষকfদগের সম্মেলন প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদিগের সম্মেলন এ বৎসরও হইয়া গিয়াছে । ঠত সাতিশয় লজ্জাকর ও শোচনীয় যে, যাঙ্গদের হাতে দেশের অধিকাংশ শিশুর শিক্ষার ভার, তাতাদের মাথাপিছু মাসিক পারিশ্রমিক 6 |૭ টাকা । সাধারণ গৃহভৃত্য এবং মেথরদেরও বেতন ইত অপেক্ষা অধিক । অথচ আমরা একটা বড় নেশুনে হক্টতে চাহ । লাট বেলাট জজ মন্ত্রী প্রভৃতির বেতনের বঙ্গর দ্বারা আমাদের বড়ত্ব নি, রিত ই ইবে না, হইবে আমরা শিশুদের শিক্ষকদিগকে অন্ততঃ পেট ভরিয়া থাইতে দি কিনা তাঙ্গার বিচার দ্বারা । চীন চীনরা যে এখনও মধ্যে মধ্যে জাপানীদিগকে যুদ্ধে পরাজিত করিতেছে, ইহা সুসংবাদ । রাশিয়া, ফিনল্যাণ্ড, ইটালী রাশিয়া যে ফিনল্যাণ্ডকে আক্রমণ করিয়াছিল ইহা আমাদের ভাল লাগে নাই । ফিনরা যে নিজ স্বাধীনতা রক্ষা করিতে পারিতেছে, ইহা সস্তোষের বিষয় । কিন্তু রাশিয়ার প্রভাব হ্রাস সন্তোষের বিষয় নহে ; কারণ রাশিয়ার প্রভাব সাম্রাজ্যবাদী ও পুজীবাদীদিগকে কতকটা দাবাইয়া রাখিতেছিল এবং চীন-জাপান যুদ্ধে জাপানের কাজে লাগিতেছিল । ফিনল্যাগুকে ইটালীর সাহায্যদান এবং ফিনল্যাণ্ডকে প্রেরিত ইটালীর সাহায্য জামে নী কর্তৃক আটক নুতন অবস্থা ও সমস্যার স্বাক্ট করিতে পারে । [ বিবিধ প্রসঙ্গের লেখা ২৬শে পৌষ সমাপ্ত ]