পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উষা-স্তোত্র শ্রীকানাই সামন্ত নিষ্কলুষ হে শাশ্বতী উষা, অয়ি চির-স্বপ্রকাশ অনাদ্যস্ত প্রলয়তিমিরে ! অবিক্ষুব্ধ ক্ষীরোদঅম্বুধিনীরে কমলার শ্রীচরণস্পর্শকাম কমল যেমন শতেক সহস্র দল করে উন্মেলন সর্ব সত্তা মম জাগে তব জ্যোতিমূতি-অভিমুখ । বিদূরিয়া ক্ষুদ্র দুঃখমুখ সহস্ৰ জন্মের কামনা কল্পনারাজি ঝরাইলে আজি তব আলো-আশীর্বাদ অকুপণ করে উধ্ব তৃষিত ললাটে নয়নে অধরে অংসে উরসে অস্তরে, জননী করুণাময়ী, দিব্য উষা অয়ি ! যাত্ৰী আমি অতন্দ্র দিবস-নিশা বর্ষ যুগ যুগান্তর—নীল-শূন্তে-মিশা তুঙ্গ গিরিশিখর-সন্ধানে । যেন রে অনন্তনাগ কোথায় কে জানে দুৰ্গম বন্ধুর পথখানি উত্তরিবে শেষ। জানি পাকে পাকে তার দিকে দিকে প্রকাশিল অনস্ত উদার বিশ্বভূমি দুরে আরো দূরে : নীলাম্বর চুমি চুড়ার উপরে চুড়া দেখা দিল : যুক্তপাণি অপার-ঋভুর গাহিছে বন্দন-গান শূন্তে শূন্তে পরিভ্ৰমি : গিরীশ-সমান স্বধা-শুভ্র সে শিখর । তারে উর্ধ্বে, হায়, তারে পর জাগিছে অনন্ত ধরাধর : পদতলে সিন্ধু আর ধরা ; চিরউধেব জ্যোতির্বাস-পরা জ্যোতিরস্তলীন জননী গো ! জন্ম জন্ম ভ্ৰমিলাম, কে দেবী, জানি না নিঃসীম মাধুরী তব, অন্তহীন বিভা ৷ হে শাশ্বতী দিবা, স্বরচিত অজ্ঞান-আঁধারে তোমারে আবৃত কfর জন্মমৃতু্য-ব্যাকুল পাথরে দুঃথস্থখ- অভিহত ফিরিলাম কত ব্যর্থ বাসনায় ব্যর্থ বি গিf:11:গ । জড়ের হৃদয়ে ছদ্ম অন্ধকার্ক্সে জাগে অমর স্ফুলিঙ্গ তব, কে জানিত আগে । কে জানিত এ আকাশে সূর্য শশী তারা মিলি কণিক প্রকাশে তোমারি মহিমা । মানবের রূপকৃতি প্রেম মৈত্রী বীরত্বের সীমা বিদ্যুৎ-ইঙ্গিতে উদ্ভাসিয়া তব দুর শ্রীচরণ, তোমাতেই যেতেছে মিশিয়। ক্ষণপরে । কে জানিত, দুধর্য সমরে তমিশ্র-অস্থর-পরাভব জ্যোতিময় দেবসেনা সব তোমারি নির্দেশে ধায় অভিযান-পথে— তোমারি প্রেরণে ধায় : জগতে জগতে সংগ্রাম অশেষ ।

  • কাজিহ্ম, দেবী, জ্যোতির্বন্তাপ্রবা: প্রবেশ আজি তব আবির্ভাব উন্মুক্ত সকল সত্তা ভরি’ সে প্রবাহ স্পর্শমাত্রে, মরি, অয়স হউক সোনা ; – জড়ত্ব-তন্দ্রিত তচু স্পন্দিত চেতনা ঘন আনন্দের ;– হৃদি প্রাণ মন সেই প্রবাহছন্দের

আলোক সংগীতে জাগরূক আলোকের কমল উৎসুক ফুটুক ফুটুক তব শ্ৰীচরণলোভী। হে আনন্দময়ী, তোমার সস্তান আমি ;– দানববিজয়ী তোমার কুপাণ, তব সেনা ;—তব চিরউদ্যত নিশান : তুমি—আমি, চিন্ময়ী অয়ি মা, চির আনন্দময়ী মা !