পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ দেশ-বিদেশের কথা )۹ویا নিরপেক্ষ দেশগুলি সাহায্য করিবে বলিয়। আশা করা যায় তথাপি তাহার প্রয়োজনাতুরূপ পরিমাণ রং সরবরাহ করিতে পারিবে না। যদিও ইংলণ্ডের ইস্পীরিয়াল কেমিক্যাল ইণ্ডাষ্ট্রীজ লিঃ অনেক আশ্বাস দিয়াছেন তবুও মনে হয় না যে জাৰ্ম্মেনীর অনুরূপ পরিমাণ রং দিতে পারিবেন। আরও দুর্ভাগ্যের বিষয় এই যে জাৰ্ম্মান রঙের কোম্পানীর কার্য্যালয়ে যে-সকল ভারতীয় কৰ্ম্মচারী ছিল, দৈবদুৰ্ব্বিপাকে তাহাদেরও চাকরি নষ্ট হইল। কারণ শত্রুদেশ সংক্রান্ত কোন ও কাৰ্য্যালয় চলতি থাকিতে পরিবে না । তাছাড়া রং আমদানি বন্ধ থাকিলে এবং ব্যবসায় না চলিলে কোম্পানী কি করিয়া চলিবে। এতদ্ব্যতীত, রঞ্জনশিল্পকার্য্যে অগণিত ভারতীয় ব্যাপৃত আছে । রঞ্জন-শিল্পের ফলেই তাহদের অন্নের সংস্থান হইতেছে । বিদেশজাত রং আমদানি বন্ধ হওয়াতে তাহীদের শিল্পাগারের কার্য্য অপেক্ষাকৃত অধিক কমাইতে বাধ্য হইয়াছে। তাহারই ফলে বহু লোকের চাকরি গিয়াছে । যুদ্ধের আবির্ভাবে যেমন ভারতের শিল্পিগণ ক্ষতিগ্রস্ত হইয়াছেন তেমন অন্য দেশে কিছুই হয় নাই । তাহার এই স্বযোগে নিজেদের উৎপাদনের শক্তি বৃদ্ধি করিয়া লাভবান হইবার যথেষ্ট চেষ্টা করিতেছেন। দিবারাত্র ফ্যাক্টরী চালাইয়। অধিক পরিমাণে রং উৎপাদন করিয়া দ্বিগুণ মূল্যে বিদেশে রপ্তানি করিতেছেন। রং সম্বন্ধে গবেষণার জন্য জাৰ্ম্মেনীর I, G. Farbenindustrie, A-(; নামক বিখ্যাত বিজ্ঞানাগারে এক হাজার লোক নিযুক্ত আছে এবং তাহদের রং তৈয়ারী zşfgątą ș{-lfsstą (Frankfurt. a/Main ) নুনাধিক তিন হাজার লোক কাজ করে। যুদ্ধের আগমনে আশা করি তাহাদের কোন দুশ্চিন্তা নাই, কারণ এখন নিশ্চয় এই সকল স্থানে যুদ্ধের সরঞ্জাম তৈয়ারী হইতেছে। কাজেই তাহাদের চাকরি বজায় আছে। কিন্তু দুর্ভাগ্য ভারতবাসীর কেবল বিপদের উপর বিপদ চলিয়াছে । আর একটি বিষয় এখানে উল্লেখযোগ্য। রং জার্মান হইতে আমদানি বন্ধ হইয়াছে বটে, কিন্তু ইংলণ্ড, জাপান প্রভূতি স্থান হইতে রং আসিতেছে। তথাপি এই সকল