পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোভিয়েট পররাষ্ট্রনীতির স্বরূপ ও ফিনল্যাণ্ডের ভবিষ্যৎ ჯფA স্থির ভাবে বসিয়া থাকিতে পারে নাই। পূৰ্ব্ব-পোল্যাও সে অধিকার করিয়া বসে । পোল্যাও এইরূপে ইউরোপের মানচিত্র হইতে লুপ্ত হইয়া যায়। সোভিয়েট রুশিয়ার নূতন মূৰ্ত্তিও তখন বিশ্ববাসীর নিকট ধরা পড়ে। চীনের প্রধান সহায় সোভিয়েট রুশিয়া। মাঞ্চুরিয়া সীমাস্তে রুশ-জাপান সংঘর্ষ বহু বৎসরের পুরাতন । উভয়ের মধ্যে এই সময় হইতে পুরাতন বিরোধ মিটাইয়৷ ফেলিবার চেষ্টা সুরু হইয়াছে। সম্প্রতি জাপান ও রুশিয়ার মধ্যে একটি বাণিজ্য-চুক্তিও হইয়া গিয়াছে। চীন-জাপান সংগ্রামে চীনের পক্ষে অতি প্রয়োজনীয় রুশ সাহায্যের আশা অতঃ" ক্ষীণতর হইয়া পড়িবে। হেবদাই সন্ধিতে যে কার্জন-লাইন পোল্যাণ্ডের পূর্ব সীমা ধাৰ্য্য করিয়া দেওয়া হইয়াছিল, পরবর্তী রিগাচুক্তিতে তাহ আরও সরাইয়া দেওয়া হয়। ফলে রুশঅধুষিত খানিকটা অঞ্চল পোল্যাণ্ডের অস্তভূক্ত হইয়া পড়ে। পূৰ্ব্ব-পোল্যাণ্ডে রুশিয়া অধিষ্ঠিত হওয়ায় পূৰ্ব্ব শ্রমের আংশিক সংশোধন হুইয়াছে, অনেকে এই বলিয়৷ রুশিয়ার দোষ ক্ষালন করিতে চান । উদ্দেশ্ব যাহাই থাকুক, রুশিয়াও যে জাৰ্ম্মানীর মত নিৰ্ব্বিল্পত রক্ষার অছিলায় পররাজ্য হরণে প্রবৃত্ত হইয়াছে এবারে তাহার প্রথম পরিচয় পাওয়া গেল। ম: মোলোটোভের গত ৩১শে অক্টোবরের বক্তৃতায়, রুশিয়ার উদেখা আগে যদি বা বুঝিতে বাকি ছিল, আর সে অবকাশই রহিল না। মঃ মোলোটোভ সুপ্রীম সোভিয়েট কৌন্সিলে বক্তৃতা প্রসঙ্গে বলিলেন,— “Certain old formulas, formulas which we employed but recently and to which many people are so accustomed, are now obviously out of date and inapplicable. We must be quite clear on this point, so as to avoid making gross errors in judging tho new political situatiom that has developed in Europe...In few months Such concepts as 'aggressor' and ‘aggression' huve acquired a new and concrete connotation, a new meaning. It is not hard to understand that We can no longer employ these concepts in the Sense we did, say, throe or four months ago.” মোলোটোভ মহোদয়ের বক্তৃতায় সোভিয়েট রুশিয়ার the past বৰ্ত্তমান পররাষ্ট্রনীতির স্পষ্ট রূপ পাওয়া যাইতেছে । তিনি বলেন যে, কোন কোন পুরাতন ফরমুলা বা ধারা—যাহা | |. o ., * প্তাশঙ্কাল মিউজিয়ম বৃহত্তম দোকানঘর ন্যাশনাল থিয়েটার আমরা এতকাল ব্যবহার করিয়াছি এবং ধাহীতে অনেকেই অভ্যস্ত, এখন অচল ও অপ্ৰযুজ্য । এ সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণ থাকা আবশ্যক, নচেৎ ইউরোপে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হইয়াছে তাহা বুঝা যাইবে না। গত কয়েক মাসের মধ্যেই পররাজ্য আক্রমণ' ("aggression”) বা ‘পররাজা আক্রমণকারী ("aggressor") কথাগুলি নূতন অর্থ লাভ করিয়াছে। হেলসিনকি