পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] , এসে মধার পাশে দাড়াল। দু-জন লোক ষ্ট্রেচারে করে মধাকে গাড়ীর মধ্যে তুলে নিতেই গাড়ী দ্রুতবেগে মেডিক্যাল কলেজের দিকে ছুটল। মধার তখন অনেকটা সংজ্ঞ ফিরে এসেছে। সে বুঝতে পারলে যে, গাড়ীতে ক’রে কোথাও যাচ্ছে, এবং এও বুঝতে পারলে যে সে-গাড়ী আর কোন গাড়ী ছন্দোবিশ্লেষ ৭১৩ শুধু বুঝতে পারলে না যে, কামড়াটা অন্ধকার কেন এবং তার পাজরায় একটা যন্ত্রণা হচ্চে কেন । কিন্তু ও অন্ধকারেই বা কি আসে যায় আর মন্থণাতেই বা কি আসে যায় ? সে যে দীর্ঘ তিন মাস পরে তার দেশে চলেচে—যেখানে তার মা আর বউ হ-পিতোশ ক’রে তার পথ চেয়ে বসে আছে। সে ফিক্‌ ক’রে একটু হেসে নয়—কটকের ট্রেন—এবং তার পাশে যে-দুজন লোক ফেলে জড়িত স্বরে বললে—‘জগ—এবার কোন বসে আছে তারা আর কেউ নয়, জগ আর বন । সে ইষ্টিশান –বালেশ্বর, না পুরী ? ছন্দোবিশ্লেষ ( প্রথম পর্য্যায় ) । শ্ৰী প্রবোধচন্দ্র সেন, এম-এ ছন্দের অস্তরের প্রকৃতি নির্ভর করে অযুগ্ম ও যুগ্ম- তাদের অর্থের মধ্যে একটু পার্থক্য আছে। পৰ্ব্ব মানে বিশেষে ধ্বনি-সমাবেশের উপর, আর ছন্দের আকৃতি অর্থাৎ ছন্দোবদ্ধ নিয়ন্ত্রিত হয় যতি-স্থাপন ও পৰ্ব্ব-গঠনের রীতির দ্বারা। ধতি ও পৰ্ব্ব খুব ঘনিষ্ঠভাবে সম্বন্ধ ; কারণ ধতিস্থাপন ও পৰ্ব্ব-গঠনের প্রণালী সম্পূর্ণরূপে পরস্পরের উপর নির্ভর করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, বাংলা ছন্দের যতি তিন রকমের। একটি দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছি। - আপাতত। এই জানঙ্গে গৰ্ব্বে বেড়াই। নেচে, কালিদাস তো । নামেই আছেন। আমি আছি। বেঁচে । —সেকাল, ক্ষণিক, রবীন্দ্রনাথ ছন্দের দিক্‌ থেকে দেখা যাচ্ছে, একেকটি সিলেবল বা ধ্বনিই হচ্ছে এ দৃষ্টান্তটির unit বা ব্যষ্টি; সুতরাং এ ছলটি হচ্ছে স্বরবৃত্ত বা syllabic । আর ছন্দোবন্ধের দিক থেকে দেখা যাচ্ছে, চারটি করে বার্টির পরেই পনির গতি একটু করে বিরত হচ্ছে। ধ্বনি-গতির এই বিরামকেই ছন্দের পরিভাষায় বলা হয় যতি (pause) আর ধ্বনিশ্রেণীর যে-অংশের পর একটি করে যতি থাকে পে অংশটুকুকে বলা যায় পৰ্ব্ব ( measure ), qi oil group )। পৰ্ব্ব ও গণ যদিও একই জিনিষ তথাপি হচ্ছে দু'টি ছেদের মধ্যবৰ্ত্তী অংশ ; আর কয়েকটি ব্যষ্টির সমবায়ে গঠিত একটি অংশকে বলা যায় একটি গণ । যেমন উপরের দৃষ্টাগুটিতে প্রত্যেকটি পংক্তিই চারটি যতি বা ছেদের দ্বার চারটি পর্বে বিভক্ত হয়েছে ; আর চারটি করে সিলেবল বা ধ্বনির যোগে একটি করে গণ গঠিত হয়েছে। যা হোক, ছন্দের আলোচনায় পৰ্ব্ব ও গণ কাৰ্য্যত একই জিনিষ। আমাদের আলোচনায় আমরা গণ শম্বের পরিবর্ভে পৰ্ব্ব কথাটাই ব্যবহার করব। উদ্ধত দৃষ্টান্তটিতে প্রত্যেকটি পর্বে চারটি করে সিলেবল বা স্বর আছে ; স্বতরাং এগুলিকে চতুঃস্বর *FÉ (tetrasyılabic measure) নাম দিতে পারি। অতএব ছন্দোবন্ধের তরফ থেকে এ ছন্দটিকে বলব চতুঃস্বর পর্বিক ছন্দ। আবার যেহেতু এখানে প্রতি পংক্তিতেই চারটি করে পর্ব আছে আর শেষ পর্কে দুটি করে স্বর কম আছে সে জন্তে এ ছন্দটির আরেক পরিচয় হচ্ছে এই যে, এটি অপূর্ণ cừefst* (tetrameter catalectic ) EN অতএব উদ্ধত পংক্তি দুটি হচ্ছে স্বরবৃত্ত ছন্দের চতুস্বর অপূৰ্ণ । চৌপর্বিক ছন্দোবন্ধের দৃষ্টান্ত ।