পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] কুমারী প্রভাবর্তী বন্ধ অধিকার করিয়াছেন। কুমারী প্রভাবর্তী বন্ধ রসায়নী বিদ্যায় এম্-এ পাস করিয়াছেন। ইতিপূৰ্ব্বে কোন ছাত্রী এই বিষয়ে এম্-এ হন নাই। কুমারী শোভা সেন বাংলা সাহিত্যে এবং শ্ৰীমতী কনকলতা চৌধুরী দর্শনে এম্‌-এ পাস করিয়াছেন। ইহার আগেকার এম্-এ পরীক্ষায় কুমারী স্বরম মিত্র সংস্কৃতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন, এবং সংস্কৃতের ভিন্ন ভিন্ন পাঠ্যসমষ্টিতে বাহারা উত্তীর্ণ হন, সকলের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। বি-এ পরীক্ষাতেও তিনি সংস্কৃত वनोंदणr eथर्षभ९.बिछांटणं «यंथय इन । नृथङि डिनि কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্কুশীলনবৃত্তি পাইয়া সংস্কৃত কলেজের প্রিলিপ্যাল অধ্যাপক জুরেজনাথ দাস গুপ্তের निकषैौन शकिद्रा छांब्रउँौब विलांनबांटमब्र छूणनांभ्रूणक প্লবেষণায় -ব্যাপৃত আছেন। ইতিপূৰ্ব্বে ভারতীয় বিবিধ প্রসঙ্গ—রাষ্ট্রসংবীয় ব্যবস্থাপক সভায় বঙ্গের অংশ ዓ8© भूनांद्रौ श्ब्रवीभिज কোনও মহিলা দর্শনশাস্ত্রে গবেষণাবৃত্তি পাইয়াছেন বলিয়া আমরা অবগত নছি। রাষ্ট্রসংঘীয় ব্যবস্থাপক সভায় বঙ্গের অংশ আমরা মডার্ণ রিভিউ ও প্রবাসীতে বার-লার দেখাইয়াছি, যে, বাংলা দেশের লোকসংখ্যা বোম্বাইয়ের আড়াই গুণ হওয়া সত্ত্বেও বর্তমান ভারতবর্ষীয় ব্যবস্থাপকসভায় বঙ্গের প্রতিনিধির সংখ্যা বোম্বাইয়ের আড়াই গুণ দ্বিগুণ, বা দেড় গুণ ও নহে, প্রায় সমান সমান । ভবিষ্যতে যাহাতে বঙ্গের প্রতি এই অবিচার স্থায়ী না হয়, তাহার জন্ত আমরা বাঙালী সৰ্ব্বসাধারণকে আন্দোলন করিতেও অযুরোধ করিয়াছি। কয়েকদিন হইল এ বিষয়ে একটি প্রবন্ধ কলিকাতার তিনটি দেশ ইংরেজী দৈনিকে পাঠাইয়াছিলাম। তাহারা তাহা দয়া করিয়া সহজে চোখে না-পড়ে এরূপ জায়গায় ছাপিয়াওছেন। ভারতবর্ষের প্রস্তাবিত ভবিষ্যৎ মূলশাসনবিধি অনুসারে সমগ্র দেশের রাষ্ট্রসংঘীয় ব্যবস্থাপক সভাকে দুটি চেম্বার বা কক্ষে বিভক্ত করিবার কথা হইয়াছে। তাহাতে বাংলাকে -য়ত প্রতিনিধি দিবার কথা হইয়াছে, তাহাতে, বঙ্গের