পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] নাগরিক সন্দিগ্ধমনে দত্তদেবীর দিকে অগ্রসর হইলে डिनि छिकांशांब यांफ़ाहेग्रां यजिष्णन, “ङण, कछ छ्हेनिन উপবাসিনী, জুটি ভিক্ষা দেবে কি ?” নাগরিক স্তভিত হইয়া দাড়াইয়া গেল। তখন দত্তদেবী ধ্রুবদেবীকে বলিলে, “এই বার বার তিনবার হ’ল, ইনি যদি না দেন ধ্রুবা, তা হ’লে আজও উপবাস। আমার সহ হয়ে গেছে, কিন্তু তোর মুখ দেখলে যে আর স্থির থাকতে পারি না।” এবা। আমারও সন্থ হয়ে গেছে মা, তুমি আর ভিক্ষা করো না। ভুলে গেছ কি মা, তুমি কে ? পৰ্টমহাদেবী, তুমি আজ নগরের পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছ ? দত্ত। তুলিনি মা, কিছুই ভুলিনি। এখন যে আমার সংসার হয়েছে, তোমাকে নিয়ে বড়ই বিপদে পড়েছি ধ্রুবা, কর্তব্য যে বড় কঠোর। আর একবার চাই। নাগরিক, কন্যা দুইদিন উপবাসিনী, ভিক্ষা দেবে কি ? জয়। এই নাগরিক পাগল, তাই তুমি ভিক্ষ চেয়েছ বলে আশ্চৰ্য্য হয়ে তোমার মুখের দিয়ে চেয়ে আছে। পরমেশ্বরী, ব্ৰহ্মশাপে কি পাটলিপুত্র পাষাণ হয়ে গেছে ? লক্ষ বঙ্গ কি সমুদ্রগুপ্তের রাজধানী ধ্বংস করেছে ? তুমি সমুদ্রগুপ্তের পটুমহাদেবী, সমুদ্রগুপ্তের পাটলিপুত্রে ভিক্ষায় বেরিয়ে দুবার বিমূখ হয়েছ ? দত্ত । কন্যা ছুদিন উপবাসিনী, তাই বেরিয়েছি। জয়কেণী উঠিয়া দাড়াইয়া বলিল, “কি নেবে মা, বস্ত্র ?” জয়কেলী মস্তকের উীব ও উত্তরচ্ছদ খুলিয়া দিল, “সঙ্গে মাত্র দুটি স্ববর্ণ অাছে, তাই নিয়ে তোমার স্বামীর ক্রীতদাসকে ধন্য কর, মা ।” “বন্ত্রে প্রয়োজন নাই, স্থবৰ্ণ স্পর্শ করি না, যদি ভিক্ষা नe, छू-भूट अब्र निe ।” যে নাগরিক অপহৃত কন্যার উদ্ধারে আসিয়াছিল, সে জয়কেশীকে জিজ্ঞাসা করিল, “ঠাকুর ইনি কে ? আমন করে কাতর হয়ে কাকে কি বলছ ?” “তুমি ভাগ্যবান, কিন্তু হতজ্ঞান। নাগরিক, আজ তোমার কন্যার উদ্ধারের জন্ত ব্ৰঙ্ক, বিষ্ণু ও মহেশ্বর একত্র হয়েছেন। সেইজন্যই পরমেশ্বরী, পট্টমহাদেবী দত্তদেবী পথে ভিক্ষায় বেরিয়ে ছবার বিমুখ হয়েছেন।” . ধ্রুবা পরমভট্টারিক, ' ԳԵՑ তখন নাগরিক রাজপথের ধুলায় পড়িয়া শীর্ণ ভিখারিণীর চরণযুগল জড়াইয়া ধরিল । তাহার আর্তনাদ শেষ হইলে দত্তদেবী জিজ্ঞাসা করিলেন, “নগরনায়ক, এ কথা কি সভ্য ?” “এ কথা পাটলিপুত্রে নিত্য ।” “আমাকে জানও নি কেন, পুত্র ?” “মহারাজ চন্দ্রগুপ্তের আদেশ ।” “মহারাজ চন্দ্রগুপ্ত !” “মহারাজ সমুদ্রগুপ্ত বৈকুণ্ঠবাসী হ’লে এক মহারাজ চন্দ্রগুপ্তই পাটলিপুত্রের নাগরিকের কাছে রাজা ।”

  • ঞ্জবা, মন্দিরে ফিরে যা । একা চলতে পারবি ত ? যদি না পারিস, জগদ্ধরের কাছে যা ।”

ধ্রুবা। কেন পারব না, মা ? স্বামীর আদেশ, তোমার কাছে থাকব। ধর-বংশের গৃহে ধ্রুবার আর আশ্রয় নেই।” জয় । ভিক্ষণ গ্রহণ করবে না, মা ? शख । कछांटक निरग्न यांe, छ्भ्ट अग्न निe ? बांश দু-সন্ধ্যা জলগ্ৰহণ করেনি। নাগরিক, ধৰ্ম্মই ধৰ্ম্ম রক্ষা করেন, আমি অভয় দিচ্ছি, আমার সঙ্গে এস। দত্তার জীবন থাকতে, পাটলিপুত্রের কুলকন্যা ইচ্ছার বিরুদ্ধে ধর্শ্ববিচু্যতা হবে না। পথের এক দিক দিয়া দত্তদেবীর সঙ্গে নাগরিক এবং অপর দিক দিয়া জয়কেশীর সঙ্গে ধ্রুবদেবী চলিয়া গেলেন। তখন পথপার্থে তালগুচ্ছের অন্তরাল হইতে এক বৃদ্ধ সন্ন্যাসী বাহির হইল। বুড়া পথের ধূলায় বসিয়া আপনমনে বকিতে আরম্ভ করিল, “ধৰ্ম্ম, লতাই कि श्वई छूषि श्रांइ ? -