পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○b" প্রতিনিধির অস্বস্থ হইয়া পড়া এবং কষ্ট পাওয়৷ এই সময়-পরিবর্তনের একটি কারণ। এই পরিবর্তনের পর করাচীতেই কংগ্রেস প্রথম হুইল । প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, দর্শক—কিছুরষ্ট অভাব এই অধিবেশনে হয় নাই। সকল রকমের লোকেরই যথেষ্ট সমাবেশ হুইয়াছিল । ইহা হইতে বুঝা যাইতেছে যে, কোন বৈষয়িক কাজের ক্ষতি না করিয়া, উপার্জনের ক্ষতি না করিয়া, কেবল অবসরসময়ে র্যাহার কংগ্রেসে বক্তৃতাদির দ্বারা "দেশসেবা” সর্দার বল্লভভাই কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করিতে ইচ্ছুক, তাহদের আমল এখন আর নাই। এখন এমন এক দল লোকের কংগ্রেসে কর্তৃত্ব জন্মিয়াছে র্যাহাদের মধ্যে অনেকে বাস্তবিক স্বদেশপ্রেমের প্রভাবে, কিম্বা অনেকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যশের ক্ষমতার ও কর্তৃত্বের প্রলোভনে, কিম্বা কেহ কেহ পেশাদারীভাবে এবং অনেকে হুজুকের জন্য যে-কোন সময়ে কংগ্রেস করিতে ও তাহাতে উপস্থিত হইতে প্রস্তুত । च७७द, ७थन थाब्र कशtथtन ठेिद् “छेकौज-ब्रांछ” প্রবাসী—বৈশাখ, ১৩৩৮ , [ ৩১শ ভাগ, ১ম খণ্ড নাই—যদিও এখনও, ধাহারা এক সময়ে আইনজীবী ছিলেন বা হইতে পারিতেন, এরূপ অনেক লোকের প্রভাব কংগ্রেসে বেশী । “উকীল-রাজের” পরিবর্ভে কাহাদের রাজ হইয়াছে ঠিক করিয়া এখনও বলা যায় না। তবে ভবিস্তুতে চাষী ও কারখানার শ্রমজীবীদের প্রভাব খুব বেশী হইতে পারে মনে হয়—যদিও তাহদের নামে “বুদ্ধিজীবী” ব্যক্তিরাই কত্ত্বগু করিতে পারিবেন। তাহার দৃষ্টান্ত বিলাতে ও অন্ত কোন কোন পাশ্চাত্য দেশে দেখা যাইতেছে । ¢“झिनो” “झिन्गा” ংগ্রেসে অার একটি পরিবর্তন কয়েক বৎসর হইতে আরম্ভ হইয়াছে । আগে প্রাদেশিক কনফারেন্সগুলিতে পৰ্য্যস্ত বক্তৃতা আদি ইংরেজীতে হইত প্রস্তাবগুলির মুসাবিদ। ইংরেজীতে হইত। অন্য প্রদেশের কথা জানি না, কিন্তু বঙ্গের প্রাদেশিক কনফারেন্সে পাবনায় প্রথম রবীন্দ্রনাথ সভাপতির বক্তৃত। বাংলায় করেন । এ বিষয়ে কোনই সন্দেহ নাই, ধে, প্রত্যেক প্রদেশের বা উপ-প্রদেশের সাৰ্ব্বজনিক সভাদির কাজ তথাকার ভাষায় হওয়া উচিত। উপ-প্রদেশ বলিবার কারণ এই যে, কোন কোন প্রদেশে একাধিক ভাষা প্রচলিত । যেমন, বিহারউড়িষ্য। প্রদেশে এক রকমের হিন্দী, ওড়িয়া এবং বাংলা প্রচলিত ; বোম্বাই প্রেসিডেন্সীতে মরাঠী, গুজরাটী, কমাণ্ড প্রভূতি প্রচলিত ; মান্দ্রাজ প্রদেশে তেলুগু, তামিল, কন্নাড, মলয়ালম প্রচলিত । সমগ্রভারতীয় সমুদয় সাৰ্ব্বজনিক সভার সমুদয় কাজে কি ভাষা ব্যবহৃত হওয়া উচিত, সে-বিষয়ে কংগ্রেস কোন বিচার বা আলোচনা করিয়াছেন বলিয়া অবগত নহি । কিন্তু কাৰ্য্যতঃ তাহারা হিন্দী উর্দু, বা হিন্দুস্থানী চালাইতেছেন দেখিতে পাই । নেহরু কমিটির রিপোটেও আছে, যে, হিন্দুস্থানীই সমগ্রভারতীয় কাজের ভাষা হুইবে । বিকল্পে ইংরেজীও চলিতে পারে । এবিষয়ে আমরা তর্কবিতর্ক করিব না। প্রধানতঃ কেবল পরিবর্তনটি লক্ষ্য করিতে বলিতেছি । ধাহারা