পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లి(te ●धवांनी-जांयांछ, ويلا O8سو tજન ન, સામ ૧૭ बनौब ब्रूष cनथिब्रा अप्न श्रेण न cन भिषn কহিতেছে । তার মুখ দিয়া রক্ত পড়িতেছিল, শ্বাসপ্রশ্বাসেও কষ্ট হইতে লাগিল । সে জল চাহিল । জামি তার পাশেই ছিলাম। ঝর্ণা থেকে এক গ্লাস জল ধরিয়া তাহাকে দিতে গেলাম। নেওয়া দূরের কথা, সে ফিরিয়াও তাকাইল না। “আমার বোতলে ফোটানো জল আছে, আমাকে ठाहे प्तिन !” তাই করিলাম। জানি না, সেই রুশ সৈনিক আসন্ন মৃত্যুকালেও শত্রুর-দেওয়া জল-পান করিতে ঘৃণা বোধ করিল কি না । তবে, কাচা জল পান না করিয়া স্বাস্থ্যবিধি পালনের যে-জাগ্রহ সে দেখাইল, তাহাতে बिन्विङ श्णाभ । कब्रिटबब ७हे मूल्लङांब्र छछहे चाश्ङ না হওয়া পৰ্য্যন্ত সে জাপানীদের সঙ্গে নিৰ্ভয়ে যুঝিতে পারিয়াছিল। এই রুশ সৈনিকটিই ষে কেবল তার নায়কের নাম জানিত না, তা নয় । পরে অনেক বন্দীকেই প্রশ্ন করিয়া বুৰিয়াছি অধিকাংশই সমান অজ্ঞ। কিসের জন্য বা কার জন্ত ষে তারা লড়িতেছে, তা-ও তারা জানিত না। দশজনের মধ্যে ন-জন বলিত, তাড়ার চোটে যুদ্ধক্ষেত্রে আসিয়াছে—কেন, কি বৃত্তান্ত, অতশত বোঝে न ! 命 বন্দীকে রেহাই দেওয়া হইল। ক্রমেই সে সাদা হইতেছে, শ্বাস-প্রশ্বাসের কষ্ট বাড়িয়া চলিয়াছে, মৃত্যুর चांद्र विलच नांदें । ডাক্তার জিজ্ঞাসা করিল, “কই হচ্ছে কি ? কিছু বলতে চাও?” शश्रृिङिद्म शषाश्च बमौद्म ८छांं चण चांगिण । মাথাটা একটু তুলিয় সে কহিল, দেশে স্ত্রী-পুত্র রেখে এসেছি। তাদের জানাবেন, কেমন ক’রে আমার মৃত্যু इ'ब्ण । चणब्र दमौी छिप्न त्यकiटब्रम्न । cनोछारौँ शषन জিজ্ঞাসা করিল, তোমার রেজিমেন্ট এখন কোথায় ? cण करङकई ७ईकनं छेफूब्र ग्रेिण “cछांश ब्र७ ! जानि ना चाथि ! जागानैौब्रा छाब्रि নিষ্ঠুর । ধারা আত্মসমর্পণ করে তাদের প্রতি লেশমাত্র দয়া নেই। আমাকে স্বপ’ দাও, চুরট দাও!” নানশানে বিশেষভাবে পরাজিত হইয়াও রুশের বুঝে নাই জাপানীদের যথার্থ কৃতিত্ব কোথায় ? পোর্টআর্থারের তথাকথিত অজেয় শক্তির উপর. নির্ভর করিয়া তারা খৰ্ব্বকায় শক্রকে হেয়জান করিয়াছিল। কুপaştwa mvs vstwo www i Chiulien-cheng-a আমাদের বিজয়বাৰ্ত্তা তারা শোনে নাই, রুশেরা কোরিয়া হইতে নিঃশেষে বিতাড়িত হইয়াছে তাও জানে না । এসব কথা শুনিয়াও তারা বিশ্বাস করে নাই । শত্রুর আডডা আবিষ্কারের চেষ্টা দিনরাত চলিতেছে । একবার একটা বড় দল শক্রসন্ধানে বার হইয়া একদল অশ্বারোহী রুশসৈন্তের মুখোমুখি পড়িয়া যায় । শত্রুপক্ষের অনেকে নিহত হুইল । জাপানীরা তাদের ঘোড়াগুলি ধরিয়া লইয়া আসিল । রুশেরাও আমাদের উপর অবিরাম লক্ষ্য রাখিয়াছিল । দূরে Waitou-shan গিরিশিরে দুরবিন হাতে লইয়৷ কালো পতাকা নাড়িয়া শাস্ত্রীরা সৰ্ব্বদাই ইসারা করিতেছে দেখিতে পাইতাম। কখনও কখনও তারা আমাদের অগ্রবর্তী শ্রেণীর উপর নজর রাখিবার জন্ত চীনাসাজে গুপ্তচর পাঠাইত। প্রথম প্রথম তাদের ছদ্মবেশ ধরা পড়ে নাই—অসতর্কতার ফলে কয়েকজন জাপানী প্রহরী নিহত হয়। পরে আমরাও সাবধান হইলাম— এমন কি আসল চীনাদেরও আমাদের এলাকায় আসিতে দিতাম না । একবার সমুখের গ্রামের চীন মেয়র জাপানী এলাকায় প্রবেশের অনুমতি চাহিলেন। এই নিয়মে তাদের অত্যন্ত অন্ধবিধা হইতেছে জানাইলেন। তখন জাপানী কর্তৃপক্ষ একটি বিশিষ্ট কমিটির হাতে এরূপ ব্যক্তিগত ব্যাপারের তদন্তের ভার অর্পণ করেন। ফলে, যাদের পরিবার বা আত্মীয়-স্বজন এলাকার মধ্যে বাস করে, কেবল তারাই প্রবেশের অঙ্কুমতি পাইল । এইরূপে আসল যুদ্ধের আয়োজনে নিরত থাকিয়া স্ববোগের প্রতীক্ষা করিতে লাগিলাম। সামরিক কারণে किडूकान नोटब भक्लिब चाजबन ब्र कबिब, cन कॉब*