পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७s* छां★, sञ थ७ রেসিডেন্ট-সহ পুৰুত্তর স্বস্তুহুনান—পশ্চাতে রাজবাটীর দাসী ও জহুচরগণ একদিকে লাল কালো আর সোনালি রঙের সাজ পরানো একটা কালে ঘোড়ার মূৰ্ত্তি—প্রখম হঠাৎ দেখে মনে হয়েছিল,—বুঝি বা জীৱন্ত ঘোড়াকে দাড় করিয়ে রেখেছে। মগুপটী ছুটী চাতালে ; উপরে রাজার রেসিডেন্টের আর অভ্যাগতদের বসবার জন্ত ; জার তা থেকে এক ধাপ নীচে তার চার দিকে বারাঙ্গার भङन व्षांप्र ७ीक$ौ 5fडाल । चाभब्रां भ७८°ग्न यांद्धिनाग्न পৌছে দেখলুমু, স্বস্বছনান স্বয়ং রেসিডেন্ট সাহেবের অথেঙ্কায় মণ্ডপে ওঠবার সিড়িতে গাড়িয়ে । রেসিডেন্ট আমাদের আগে জাগে যাচ্ছিলেন, দু-জনে সামনাসামণি হ’তেই বুকে পরস্পরকে অভিবাদন ক’রলেন, তারপরে দুজনে পাশাপাশি চ’ললেন, মগুপের উপরে এদের দুজনের জন্ত স্থখানি উচু চেয়ার ছিল তাতে গিয়ে ব’ললেন । রেসিডেন্ট স্বস্বছনানের বা দিকে ছিলেন, দুজনে হাত গলাগলি ক'রে চ’লছিলেন। রেসিডেন্টের আসন স্বম্বহুনানের আসনের চেয়ে একটু উচু, আর এটি ছিল স্বম্বহুনানের সিংহাসনের ভান দিকে। sē frāfs Rsosto Rin Bengsal Kentjana ‘বেঙসাল কন্‌চান” বা ‘কাঞ্চন-মণ্ডপ । বেশ উচু খামগুলি, ছাতের নীচে চমৎকার কাঠের কাজ । মেঝে সাদ৷ মারবল পাথরের । রাজার নিশানের রঙ হ’চ্ছে লাল আর সোনালি হ’লদে, এই দুই রঙ চারিদিকে লাগানো । চার-কোণ মণ্ডপ, তার উচু চাতালের একদিকে স্বম্বহুনান আর রেসিডেন্ট ব’সলেন, আর খুব উচু পদবীর কতকগুলি ঘবদ্বীপীয় আর ডচ ব্যক্তি । কবিকে স্বস্বছনানের বঁ। পাশে বসালে । মগুপের আর তিন দিকে সারি সারি —এক সারি বা দু’সারি করে—চেয়ার। দু-তিনটে চেয়ারের সামনে একটি ক’রে ছোট টেবিল বা তেপায় । মগুপের মাঝখানটা খালি ; এই খানটাতে নাচ হবে। স্বম্বহুনান মুসলমান হ’লেও, অন্ত ঘবদ্বীপীয়দের মতন এদের মধ্যে পর্দা নেই ; রাজার আত্মীয়ারাও এই নাচের সভায় প্রকাণ্ডে ইউরোপীয় মহিলাদের মতনই ব’সেছিলেন। প্রত্যেক চেয়ারে নামলেখা কার্ড দড়ি দিয়ে বাধা—আমাদের জন্য নির্দিষ্ট বসবার জায়গা দেখিয়ে দিলে । ৰসবার আগে কিন্তু অভ্যাগত আর ডচ অফিসারদের লাইন বেধে স্বম্বছনান জার রেসিডেন্ট সাহেবের সামনে গিয়ে একে একে এদের সঙ্গে কর-মৰ্দ্দন ক’রে আসতে হ’ল । তারপরে আমরা