পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১য় সংখ্যা ] দ্বীপময় ভারত

  • نة، عبر

, mo3፰፻፷፰ ̈ :: BBBBB BDBB tttSDDD DD BDS DDDB BDB BB BBBBBBB BBBB BBBS বামে ভূমিতে উপৰিষ্ট বৰদ্বীপীয় রাজানুsরগণ ব’সলুম। স্বরেন বাবু, ধীরেন বাবু, আমি—আমরা কালে রেশমের আচকান আর পাঞ্জামা আর মাথায় কালো টুপী প’রে গিয়েছিলুম। আমার বা পাশে ছিলেন ডচ অফিসার, আর ডান পাশে একটি প্রৌঢ় যবদ্বীপীয় মহিলা, পরে শুনলুম তিনি স্বমুহুনানের এক বোন। জড়োয়। গয়না—হীরের কানের দুল-টুল অল্প দু-চার থানা প’রেছিলেন। একটু দূরে কবি, স্বহুহুনান এরা বসে। আমরা ব’সতেই, প্রথমবার ইউরোপীয় ব্যাণ্ড এক পাশে কোথায় ছিল তাই বেজে উঠল । ইতিমধ্যে একদল চাকরে এলে অভ্যাগতদের সামনেকার টেবিলে গেলাসে ক’রে পানীয় দিয়ে যেতে লাগ ল—ঠাণ্ড লেমনেড। সাদা জাম। আর রঙীন সারং পর রাজবাড়ীর চাকরের দল। যখন এর স্বম্বহুনান কিংবা রেসিডেন্টের সামনে যায়, বা এদের কিছু জিনিস দেয়, তখন ষ্টাটু গেড়ে বলে দু হাত জুড়ে প্রণাম করে, তারপরে পানীয় প্রভৃতি দেয়। কবি জার স্থস্বত্বনানের মধ্যে দোভাষীর কাজ করবার জন্ত ছিলেন স্থস্থহনানের এক যুব পুত্র । ( রাজার নাকি গুটি ডিরিশেক সস্তান । ) এই রাজকুমারটি খুব গৌরবণ, বেশ স্বপুরুষ দেখতে,—তবে একটু খৰ্ব্বকার । তিনি ইউরোপে ছিলেন বছর দুতিন, কতকগুলি ইউরোপীয় ভাষা জানেন, ইংরেজি ভার মধ্যে একটা । হুলাণ্ডে একটি অশ্বারোহী সৈন্যদলের সেনানী ছিলেন—বেশ জনপ্রিয় লোক, ডচেরাও এর খুব পক্ষপ্লাতী। রাজ। নিজের ভাষায় কবিকে যা জিজ্ঞাস করেন, রাজপুত্র ইংরিজিতে সেটীয় অম্বুবাদ ক’রে কবিকে বলেন, আর কবির কথা রাক্লাকে দেশভাষায় জ্ঞাপন করেন। রাজার সঙ্গে কথা কওয়ার মধ্যে একটা জিনিস দেখলুম — দুই হাত জোড় ক’রে মাথায় ঠেকিয়ে প্রণামের ঘট।। রাজা ষাই কিছু রাজকুমারকে বলেন, শুনেই রাজকুমার দুইহাত জোড় করে মাথায় ঠেকান, যেন মহারাজের কথা মাথায় ক’রে নিলুম। তারপর রাজাকে কিছু বলবার আগে ফের ঐ রকম করেন । এই হ’চ্ছে ঘবদ্বীপের প্রাচীন রীতি ; মুসলমান অর্থাৎ আরব বা পারস্তের আদব-কায়দা এই রীতিকে তাড়াতে পারে নি। কবির সঙ্গে স্বম্বহুনানের