পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిSS ASA SSASAS SSAS SSAAMMAAAA SAS S S S S SSAS SSAS মধ্যেই গণ্য হয় । তার ইচ্ছা, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের এই জার্টস বিভাগে Kaw কবি বা প্রাচীন ষবদ্বীপীয় ভাষা পাঠের সঙ্গে-সঙ্গে ষাতে সংস্কৃতও শেখানে হয়। পরে আমি এর ইস্কুল দেখে আসি, আর দেখে ভারী চমৎকার লাগে। ডাক্তার টারহাইম এখন বলিদ্বীপীয় প্রত্নতত্ত্ব নিয়ে কাজ ক’রছেন । বলিদ্বীপে কতকগুলি পুরাতন সংস্কৃত অমুশাসন পাওয়া গিয়েছে, সেগুলির সম্পাদন-কার্য্যে তিনি এখন নিযুক্ত। ভালো সংস্কৃত জানেন এমন ভারতীয় পণ্ডিতের সাহায্য পেলে এই কাৰ্য্য সহজ আর স্বন্দর ভাবে হয়, এই কথা তিনি আমাকে ব’ললেন । অল্পক্ষণের মধ্যে সমধৰ্ম্মি হ-হেতু আমাদের আলাপ বেশ জ’মল । কালকে স্থানীয় বিশিষ্ট যবদ্বীপীয়দের আহূত একটা সভায় কবির কতকগুলি কবিতা পড়া হবে—বাকের সঙ্গে পরামর্শ ক’রে আমি "কথা ও কাহিনী’র এই কবিতাগু লর ইংরেজি অহুবাদ ক’রে দিলুম—‘অভিসার, মূল্য-প্রাপ্তি, প্রবাসী—আষাঢ়, Xలిలిy [ ৩১শ ভাগ, ১ম খণ্ড ম্পর্শমণি, বিচার, বাকে এগুলির ডচ করলেন, তার পরে যবদ্বীপীয় ভাষায় অতুবাদ ক’রে সভায় পড়া হবে। সদ্বংশীয় যবদ্বীপীয়দের মেয়েদের জন্য এই শহরে Van Deventer School RTIN is een fswTrng ক’রেছে, মঞ্জুনগরে। এই বিদ্যালয়ের একজন পৃষ্ঠপোষক। কোপারব্যাগ বিকালে কবিকে সেখানে নিয়ে গেলেন, সঙ্গে আমরাও গেলুম। ছোটে। ইস্কুলট ; সন্ত্রাস্ত ঘরের ২৫/৩০টা মেয়ে পড়ে, বছর বারো থেকে বোলো পয্যন্ত বয়সের ; বোডিং স্কুল, একটা মাত্র ক্লাস, মাসে ২৫ গিলডার ক’রে বেতন । প্রধান শিক্ষয়িত্রী একজন বধিয়সী ডচ মহিল—ভারী অমায়িক মিষ্টি ব্যবহার এর । আর একজন ডচ শিক্ষয়িত্রী আছেন আর যবদ্বীপীয় শিক্ষয়িত্রী একজন আছেন । ঘবদ্বীপীয় ভাষা, ডচ ভাষা, ইতিহাস, ভূগোল, ছবি-ক্টাক, বাতিক কাপড় তৈরী করা, সেলাই, রাল্লা, এই সব শেখানো হয়। যবদ্বীপীয় ভাষা পড়াবার জন্য একজন পণ্ডিত আছেন । মালাই ভাষা শুদ্ধকৰ্ত্ত—ফান-ডেফেন্টার কস্তাবিদ্যালয়