পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] ঘুরিতে হইবে না। নিজদেশ রক্ষার কার্ধ্য সম্মানের কাৰ্য্য । বাংলার যুবক এ কার্য্য সাগ্রহে ও সানন্দেই করিবেন। সৈনিকের সহিত পুলিস সার্জেণ্ট প্রভৃতির কাজও তাহাদের করিবার অধিকার চাই । এখন ৰক্তব্য যে সৈনিক প্রভৃতি হইতে হইলে যে-পরিমাণ শারীরিক সামর্থ্য ও সাহস প্রয়োজন তাহা বাঙালীর আছে কি না । শ্ৰীকানাইলাল মুখোপাধ্যায়—বাঙালী ব্যায়াম-সাধক না থাকিলে তাঙ্গ। আহরণ করা বাঙালীর পক্ষে অসম্ভব কি নু । আজকাল বাঙলার সর্বত্র শারীরসাধন লইয় খুব একটা উৎসাহের স্বত্রপাত হইয়াছে । শত শত যুবক বাংলার শহরে শহরে ও গ্রামে গ্রামে শারীরসাধনায় ব্ৰতী হইয়াছেন । তাহারা যে এই কাৰ্য্য ভাল করিয়াই করিতেছেন তাহার প্রমাণের অভাব নাই । বাংলায় বহু সহস্ৰ শক্তিমান যুবক আছেন ও প্রত্যহ আরও শত শত যুবক শক্তির পথে আগুয়ান হইতেছেন । একথা বলিলে অতু্যক্তি হইবে না যে বাংলা এখন ভারতের সেনাবাহিনীর জন্তু যথেষ্ট লোক দিতে পারে । আমাদের চেষ্টা করা উচিত, যাহাতে বাঙালী পণ্টন পুনর্গঠিত হয় এবং সম্ভব হইলে একাধিক পণ্টন গঠিত হয় । ইহা আমাদের দাবি, ভিক্ষা নহে । কলিকাতায় সেন্টাল ব্যাঙ্কের নূতন শাখা সেন্টাল ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া ভারতবর্ষে একটি বৃহত্তম ব্যাঙ্ক । ইহার বহু শাখা বহু শহরে আছে এবং ইহার স্বারা প্রতি বৎসর শত শত কোটি টাকার কারবার ছইয়া থাকে। ব্যবস্থারও স্বনামে সেন্টাল ব্যাঙ্ক কোন :विटवनै बाकि चानक शैन मरशः। বিবিধ প্রসঙ্গ—খানাতল্লাস 8లివె সেন্টাল ব্যাঙ্কের অদ্যাবধি কলিকাতায় দুইটি শাখা ছিল । সম্প্রতি ইহার আর একটি শাখা কলিকাতার হগ সাহেবের বাজারের নিকট খোলা হইয়াছে। ইহাতে উক্ত বাজারের ব্যবসায়ীদিগের বিশেষ স্থবিধা হইবে । এই শাখা ব্যাঙ্ক অ্যান্ত ব্যাঙ্ক অপেক্ষ দৈনিক ১ ঘণ্টা অধিক সময়, অর্থাৎ বেলা ৪॥•ট অবধি খোলা থাকে । ইহাতে কাজের খুবই স্থবিধা হইবে। ইউরোপেও অনেক ব্যাঙ্ক স্থানীয় প্রয়োজন অনুসারে অধিক সময় খোলা থাকে । সেন্টাল ব্যাঙ্কের মালিকরা বোম্বাইবাসী এবং বোম্বাইবালী দ্বারাই তাহাদের বাংলার সকল শাখা চালিত হয় । ইহাতে বাঙালীর আপত্তি করিবার কিছু আছে কি না তাহা বলিতে চাহি না । কিন্তু এই নূতন শাখার এজেণ্ট ধিনি নিযুক্ত হইয়াছেন তিনি বাঙালী । ইহার নাম শ্ৰীসুরেশচন্দ্র মজুমদার । ইনি বোম্বাইএর সিডেনহাম वैशम्बभावं बङ्क्षत्रि কলেজে ব্যবসা বাণিজ্য শিক্ষা করিয়া যশ অর্জন করিয়াছেন। আমরা আশা করি স্বরেশবাবু তাহার নব-লব্ধ পদে ক্রমশঃ উন্নতি লাভ করিবেন। খানাতল্লাস বিগত ৩রা জুন যখন ভারত-সম্রাট পঞ্চম জর্জের জন্মদিন উপলক্ষ্যে সমগ্র কলিকাতা নগরী ছুটি উপভোগ করিতেছিল, তখন প্রবাসী জাপিলে পুলিসের আবির্ভাব হয়। ইহা পুলিসের অক্লান্ড পরিশ্রমের নিদর্শন রূপে হইল বা আপিলে কেহ থাকিবে না এবং হঠাৎ জালিয়া অনেক কিছু আবিষ্কার করিয়া ফেলা शाहे८ब uई चालांग्र श्हेल, डांश बणां वांब ना । देश