পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&హిషి হইলে এইগুলির কোন কোন অংশ ইংরেজী মডার্ণ রিভিউ কাগজে প্রকাশ করিব । স্বভাষবাবুকে প্রহার সম্বন্ধে তদন্ত গত "স্বাধীনতা দিবসে’ কলিকাতায় মিছিল ও সভা উপলক্ষ্যে শ্ৰীযুক্ত সুভাষচন্দ্র বস্থকে ও অন্ত কোন কোন নেতা ও নেত্রীকে পুলিস যে প্রহার করিয়াছিল, সেবিষয়ে তদন্ত করিবার জন্ত একটি কমিটি নিযুক্ত হয়। মিঃ হাসান ইমাম, তার নীলরতন সরকার প্রভৃতি তাহার সভ্য ছিলেন । র্তাহারা তদন্তের রিপোর্ট প্রকাশ করিয়াছেন । র্তাহাদের মতে পুলিসের ব্যবহার অত্যন্ত গৰ্হিত ও নিন্দনীয় হইয়াছিল, এবং তাহার কোন ন্যায্য কারণ ছিল না। র্তাহারা আরও বলিয়াছেন, যে, পুলিস কমিশনারের সহিত স্বভাষবাবুর কোন গোপনীয় বুঝ|পড়া থাকার কথা মিথ্যা । পাটের চাষ হ্রাস গত বৎসর বঙ্গে মোট যত বিঘা জমীতে পাটের চাষ হইয়াছিল, এ বৎসর তাহার প্রায় অৰ্দ্ধেক জমীতে চাষ হইয়াছে। স্বতরাং উৎপন্নও গত বৎসরের অৰ্দ্ধেক হইবার কথা । তাহা হইলে, পাটের চাহিদা পুৰ্ব্ববৎ থাকিলে দাম বাড়িবার কথা । এ বিষয়ে আমরা বিশেষজ্ঞ নহি । র্যাহারা বিশেষজ্ঞ এবং পাটচাষীদের হিতৈষী, তাহারা দেখিবেন যেন কোন কৌশলে ও কৃত্রিম উপায়ে পাট-কলের লোকের ও দালালরা চাষীদিগকে সস্তায় মাল ছাড়িয়া দিতে বাধ্য না করে । ছাত্রীছাত্রদের রবীন্দ্রজয়ন্তী আমরা দেখিয়া প্রীত ও উৎসাহিত হইলাম, যে, বৃঙ্গের ছাত্রী ও ছাত্রেরা রবীন্দ্রনাথের জীবনের সপ্ততিবর্ষ পূর্ণ হওয়া উপলক্ষ্যে বিশেষ উৎসবের আয়োজন, কবির বাণী সৰ্ব্বত্র প্রচারের আয়োজন, এবং বিশ্বভারতীর প্রতি কাৰ্য্যতঃ দেশব্যাপী মৈত্রী প্রদর্শনের উপায় অবলম্বন প্রবাসী—শ্রোবণ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড করিতে সঙ্কল্প করিয়াছেন। এই সঙ্কল্প কেবল হিন্দুমুসলমান বাঙালী ছাত্রীছাত্রেরা করেন নাই, অন্ত কোন কোন ছাত্রও ইহাতে যোগ দিয়াছেন । সৰ্ব্বসাধারণের রবীন্দ্রজয়ন্তী কলিকাতা বিশ্ববিদ্যালয় ইনষ্টিটিউটের গত ২রা জ্যৈষ্ঠের সভায় রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করিবার নিমিত্ত ষে কমিটি গঠিত হয়, সেই কমিটির এক অধিবেশনে উহার বিবেচনার জন্য উৎসব সম্বন্ধে একটি প্রস্তাব উপস্থিত করা হইবে। উৎসবটি সপ্তাহব্যাপী করিবার অভিপ্রায় আছে । কোন দিন কি করা যাইতে পারে, তাহার একটু আভাস প্রস্তাবে আছে । প্রথম দিনে উদ্বোধনের অনুষ্ঠান এবং কবির রচনাবলী সম্বন্ধে বাংলায় লিখিত প্রবন্ধাদি পাঠ ও কবিতা পাঠ ; দ্বিতীয় দিনে কবির ইংরেজী গ্রন্থাবলী সম্বন্ধে এবং তাহার দার্শনিক ও ধৰ্ম্মবিষয়ক মত, শিক্ষাকায্য, রাজনৈতিক মত, গ্রামসংগঠন প্রভৃতি বিষয়ক কায্য সম্বন্ধে ইংরেজীতে প্রবন্ধাদি পাঠ । এই দিনের কাজে যোগ দিবার জন্য ভারতবর্গের ভিন্ন ভিন্ন প্রদেশ হইতে ভারতীয় ও ইউরোপীয় মনীষীfদগকে নিমন্ত্রণ করা দিবসে সঙ্গীতে রবীন্দ্রনাথের প্রতিভার সৃষ্টি সম্বন্ধে বাংলায় ও ইংরেজীতে ইষ্টবে । ৩য় ও ৪র্থ প্রবন্ধ, এবং তঁাহার রচিত নান; প্রকারের গান গাইবার ব্যবস্থা হইবে । পঞ্চম দিনে তাহার কোন নাটকের অভিনয় । ষষ্ঠ দিবসে তাহকে বিভিন্ন সভাসমিতি কত্ত্বক অভিনন্দন-পত্র দ্বারা সম্বন্ধন এবং অর্থ উপহার । সপ্তম দিবসে কবির দশনলাভার্থ উষ্ঠান-সম্মিলনের আয়োজন। প্রস্তাবে এই সঙ্গে সঙ্গে একটি মেলারও আয়োজন করিবার কথা আছে । মেলার অঙ্গ হইবে ( ১ ) প্রদর্শনী, ( ২ ) আমোদপ্রমোদ, (৩) খেলা কুস্তী ইত্যাদি, এবং সৰ্ব্বসাধারণের বোধগম্য ও মনোরঞ্জক বক্তৃতাবলী ; প্রদর্শনীতে রাখা হইবে, রবীন্দ্রনাথের আঁকা ছবি ; তাহার রচিত গ্রন্থাবলীর যে-সব হস্তলিপি পাওয়া যায় ; তাহার গ্রন্থাবলীর ভিন্ন ভিন্ন সংস্করণ ; ভিন্ন ভিন্ন ভাষায় তাহার