পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] পতি মির্জারাজা জয়সিংহ কর্তৃক রক্ষিত হয় । মির্জারাজার পুত্র মহারাজ রামমিংহ । কৃষ্ণচরণ গোস্বামী র্তাহারও সময় বিদ্যমান ছিলেন । তাহার পর শিষ্যামুশিষ্যক্রমে গোবিন্দচরণ, জগন্নাথ এবং হরেকৃষ্ণ গোস্বামী গদির অধিকারী হন । ১৭১৩ হইতে ১৭৩৮ অব্দ তাহার অধিকারের কাল । এই সময় মহারাজা সওয়াই জয়সিংহ তাহার নূতন নগর জয়পুরের প্রসাদ-মন্দিরে অনিয়া গোবিন্দজীউকে প্রতিষ্ঠিত করেন । এই মূৰ্ত্তি সম্বন্ধে একটি কৌতুহলো রাজপুতানায় ৰাঙ্গালী উপনিবেশ U ৩৩৭ মূৰ্ত্তি মদনমোহন এবং দ্বিতীয় মূৰ্ত্তির নাম হটুল গোপীনাথ । এই মূৰ্ত্তিত্রয় এবং অন্যান্ত মূৰ্ত্তি কালে লুপ্ত হইলে চৈতন্যদেবের প্রেরিত ছয় জন বাঙ্গালী গোস্বামী সেই-সমুদয়ের উদ্ধার সাধন করেন । তন্মধ্যে শ্রীরূপ কর্তৃক গোবিন্দজা, . সনাতন কর্তৃক মদনমোহনজা, জীবগোস্বামী কর্তৃক রাধাদামোদরজা, লোকনাথ কর্তৃক রাধাবিনোদঙ্গা, মধুমঙ্গল কর্তৃক গোপীনাথঙ্গা, রঘুনাথ কর্তৃক গ্র্যামসুন্দরজা এবং গোপাল ভট্ট কর্তৃক আবিষ্কৃত রাধারমণজা সৰ্ব্ব প্রধান । দীপক গল্প প্রচলিত আছে। প্রভাসক্ষেত্রে যদুবংশ ধ্বংস হইলে, শ্ৰীকৃষ্ণের প্রপৌত্র অর্থাৎ অনিরুদ্ধের পুত্ৰ ব্ৰঙ্গই * * একমাত্র জীবিত ছিলেন । যুধিষ্ঠির অভিমত্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুর এবং ব্রজকে ইন্দ্র প্রস্থ দান করেন । পাণ্ডবগণের মহাপ্রস্তানের পর ব্রজের জননী উষাদেবী যদুকুলপতি কৃষ্ণেব একটি পাষাণপ্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করাই বার জঙ্গ পুত্রকে আগুরোধ করেন । তদনুসারে উৎকৃষ্ট ভাস্করগণ দ্বার। মূৰ্ত্তি নিৰ্ম্মিত হয় । তাহার নির্দেশক্রমে § ভাস্করগণ প্রথম যে মূৰ্ত্তি গঠন করিল উষাদেবী তাহা কৃষ্ণমূৰ্ত্তি বলিয়। স্বীকার করিতে পারিলেন না । তিনি বলিলেন গোবিন্দের চরণকমল ব্যতীত মূৰ্ত্তির অষ্ঠ কোন অঙ্গের সহিত গোবিন্দের সাদৃশু লক্ষিত হয় না। সুতরাং পুনরায় মূৰ্ত্তি নিৰ্ম্মি ত হইল । এবার ব্রজের জননী বলিলেন মাধবের বক্ষস্থল ব্যতীত বিগ্রহের আর কোন অঙ্গের সহিত গোবিদের সাদৃশু হয় নাই । এবার তাস্করগণ সাতিশয় যত্নসহকারে গোবিন্দের ধ্যানে তন্ময় হইয়া নূতন মূৰ্ত্তি গঠন করিল। উষাদেবী এই মূৰ্ত্তি দেখিয়া তৎক্ষণাৎ ঘোমটা টানিয়া দিলেন, কুলবধু দাদাশ্বশুরের সম্মুখে মুখ দেখাইতে লজ্জাবোধ করিলেন । সকলেই তখন বুঝিলেন এই মূৰ্ত্তিই গোবিনোর অনুরূপ হইয়াছে ; সুতরাং ইনিই গোবিন্দদেব নামে অভিহিত হইলেন । এবং প্রথম ८%दिन्छासी ! গোবিন্দজীর মূৰ্ত্তি যখন প্রথম অম্বরে প্রতিষ্ঠিত হয় তখন বিগ্রহের পাশ্বে তাহার তাম্বুলকরষ্কবাহিনীর মূৰ্ত্তি ছিল না, কিন্তু উপরে মুদ্রিত চিত্রে যে রমণীমূৰ্ত্তি দৃষ্টিগোচর হইতেছে উহা অম্বররাজকুমারীর প্রতিমূৰ্ত্তি। তিনি লক্ষ্মী স্বরূপিণী এবং গোবিন্দজীর অমরাগিণ্য ছিলেন । রাজকুমারীকে বয়স্থ হইয়াও বিবাহ করিতে এক স্ত অসন্ম তা দেখিয়া জয়পুরপতি নানা তুর্ভাবনায় কালাতিপাত করিতে থাকেন । এদিকে রাজকুমারী গোবিন্দন্ত্রীর নিকট নিত্য অবস্থিতি করেন । হঠাৎ একদিন রাজার আদেশ হইল পরদিন হইতে রাজকন্যা গোবিন্দজীর সহিত সাক্ষাৎ করিতে পাইবেন না । সেইদিনু রজনীযোগে শেষ দেখ! দেখিবার ছলে তিনি মন্দিবে প্রবেশ করিলেন এবং গোবিন্দজীর