পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] SS SSAAAA AAA AAAA AAAA AAJAAA S S S S JSSS SSS পঞ্জাবে বাঙ্গালী উপনিবেশ বহু প্রাচীন কাল হইতেই পঞ্চাবের সহিত বঙ্গের পরিচয় ও সম্পর্ক ছিল জানা যায়। যুধিষ্ঠিরের সময়ে ( ১২০০ খৃষ্ট পূর্বাব্দ বা তাহারও বহু পূৰ্ব্বে ) দ্বিতীয় পাণ্ডল ভীমসেন দিগ্বিজয়-কালে বাঙ্গালীর সহিত যুদ্ধ করিয়াছিলেন । তাহার অব্যবহিত পরেই বঙ্গরাজ বহুসৈন্য লইয়। কুরুক্ষেত্র মহাসমরে দুর্য্যোধনের দল পুষ্ট করিয়াছিলেন। এই সংগ্রামে কুরুক্ষেত্র যখন ভারতশাশানে পরিণত হয় তথন ভারতের অন্যাঙ্গ রাজার সহিত বঙ্গাধিপতিরও দেহ এখানে ভস্মীভূত হইয়াছিল। এই যুদ্ধের পরে অথবা পূৰ্ব্বে কিরাত বা বৰ্ত্তমান ত্রিপুরার রাজ। ত্রিলোচন যুধিষ্ঠিরের সহিত সাক্ষাৎ করিবার জন্ত ইন্দ্রপ্রস্থে আগমন করিয়াছিলেন । অৰ্জুনের প্রপৌল জন্মেজয় যখন সপযজ্ঞ করেন তখন সৰ্পবশীকরণমন্ত্রকুশল বলিয়া প্রসিদ্ধ বহু বাঙ্গালী ব্রাহ্মণ যজ্ঞস্থলে আছুত হন। র্তাহীদের মধ্যে অনেকেই আর বঙ্গদেশে ফিরিয়া যান নাই । এই-সকল বাঙ্গালীই পরে গৌড়ীয় ব্রাহ্মণ বলিয়া আখ্যাত হন । * দিল্লী, রোহিলখণ্ড, দোয়াব প্রভৃতি অঞ্চলে “গৌড়তগ৷” বলিয়া এক শ্রেণীর ব্রাহ্মণ দেখা যায় । তাহারা বলেন যে জন্মেজয়ের সর্পসত্রে গৌড়দেশ হইতে যে-সকল ব্রাহ্মণ আনীত হইয়াছিলেন যজ্ঞ সমাধা হইলে রাজ। তাহাদিগকে পারিতোষিকস্বরূপ রত্ন ও ভূমি দান করিতে ইচ্ছা করেন। কেহ কেহ সে দান অস্বীকার করেন এবং অনেকে গ্ৰহণ করেন। প্রতিগ্রাহীগণ গৌড়দেশ প্রচলিত ব্রাহ্মণ্যধৰ্ম্ম ত্যাগ করিয়া কৃষিকৰ্ম্মে প্রবৃত্ত হন। গৌড়দেশ অথবা গোঁড়াচার ত্যাগ করাতে র্তাহারা গৌড়তগ। নামে অভিহিত হন । কুরুক্ষেত্র বৈদিক যুগ হইতে যজ্ঞ ভূমি বলিয়া প্রসিদ্ধ। এখানে সারস্বত, কান্তকুঞ্জ, গৌড়, মিথিল, উৎকল –এই পঞ্চ গৌড় f হইতে যাজ্ঞিক ব্রাহ্মণগণ আসিয়া বাস করেন । এবং ক্রমে ভারতের নানাস্থানে বিস্তার লাভ করেন। সেই-সকল গৌড়ীয় ব্রাহ্মণ হইতে

  • Census of the N. W. P. 1865. f “সারস্বতাঃ কান্তকুঞ্জ। গৌড়মৈথিলিকোংকলাঃ । পঞ্চগৌড়। ইতি খ্যাত”–স্কন্দপুরাণ ।

ు 8 পঞ্জাবে বাঙ্গালী উপনিবেশ o স্বীয় স্বাতন্ত্রা রক্ষা করিবার জন্য বঙ্গদেশ হইতে আগতগণ আপনাদিগকে “আদিগৌড়” নামে অভিহিত করেন । কুরুক্ষেত্রের ব্রাহ্মণগণ “আদিগৌড়” । তাহারা বলেন তাহদের পুৰ্ব্বপুরুষগণ গৌড়রাজ্য হইতে আগমন করিয়াছিলেন। ইহার পর বৌদ্ধযুগের আরগু হইতে বাঙ্গালী বৌদ্ধ সন্ন্যাসীগণ পালর জগুণের রাজত্বকাল পর্য্যস্ত ভারতের ও তাহার বাহিরে-অন্যান্য স্থানের ন্যায় পঞ্জাবেও উপনিবেশ করেন। নবম শতাব্দীতে বঙ্গে পালরাজ্য স্থাপিত হয় । দেবপাল, ধৰ্ম্মপাল, মহীপালপ্রমুখ নরপতিগণ হিমালয় হইতে বিন্ধ্যপৰ্ব্বত পর্য্যন্ত এবং জলন্ধর হইতে সমুদ্রকুল পৰ্য্যন্ত শাসন করিয়াছিলেন। জলন্ধরের ১৬ মাইল দক্ষিণে মহীপালের নামাঙ্কিত মুদ্র। পাওয়া গিয়া ছিল * । মহীপাল দিল্লীতে বহুবর্য রাজত্ব করিয়াছিলেন । তিনি একাদশ শতাব্দীর প্রথমভাগে প্রাদুর্ভূত হন । I পঞ্জাবের অন্তর্গত খণ্ডি, কুলু, কাংড়া এই তিনটি ক্ষুদ্র রাজ্য শিমলা পৰ্ব্বতের উত্তরে অবস্থিত । মণ্ডির নিকটেই শিবকোট আধুনিক সুকেত আর একটি ক্ষুদ্র রাজ্য । বল্লালবংশীয় সেন রাজগণ এই স্থানে পূৰ্ব্বে রাজ্য প্রতিষ্ঠা করেন। --১২০৮ খৃষ্টাব্দে রাজভ্রাতা বাহুসেন কুলুতে গিয়া উপনিবেশ করেন । এখানে দশপুরুষ অতিবাহিত করিবার পর শেষ বংশধর কবচসেন কুলুরাজ কর্তৃক নিহত হইলে তাহার পত্নী শিবকোটে পলায়ন কবেন এবং এথানে বাণসেন নামে এক পুত্র প্রসব করেন । বয়ো প্রাপ্ত হইয়া বাণসেন শিবকোটের রাজা হন । ইহার বংশধর তিন শতাব্দী পরে মণ্ডির রাজ্য { স্থাপন করেন । রাজ

  • পুরাকালে সূৰ্য্যবংশীয় মহারাজা মান্ধাতার গৌড় নামে gggg BBBS BBB BSBB BBB BBS DDBB gBB BBB নাম গৌড় হয় । “আমর। সচরাচর যে দেশকে বাঙ্গালী বলিয়া ggB BBB BBB BB LgLS gg BBDD S BDDB ব্রাহ্মণগণ র্যাহীদের আদিপুরুষগণ সরস্বতীশদীতীরে বাস করতেন উtহারাও আদিগে ভূ" বলিয়া পরিচয় দেন । এই স৷র স্ব তথ৭ এক্ষণে ভারতের সকল প্রদেশেষ্ট দুষ্ট হন । ইহাতে বোধ হয় যাহার। বঙ্গদেশ হইতে আধিয়া “ আদিগৌড়" আখ্যা গ্রহণ করিয়াছেন র্তাহীদের পুৰ্ব্বপুরুষগণ গৌড়ের ( বঙ্গের ) সরস্ব নদীতীর হইতে যাইয়া উগনিবিষ্ট হইয়াছিলেন ।

Archaeological Survey of India Reports. Vol. NIV. Punjab (Cunningham).

  • সেনরাজগণ-( খ্ৰীযুক্ত কৈলাসচন্দ্র সিংহ প্রণীত ) ছ, ৫০ ।