পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] অগসয় হইয়া কি যে নীরসতায় গিয়1•পৌছিয়ছিল তাহ ইতিহাসের পাঠকমাত্রেই জানেন । কিন্তু এই. দুঃথের অগ্নিপরীক্ষার মধ্য দিয়া গিয়া সতীত্ত্বের গুচিতাকে সপ্রমাণ করিবার ইতিহাসই ম্যাডাম গেয়োর সমস্ত জীবনের ইতিহাস । পারিবারিক জীবনে তিনি আতুগী ছিলেন—ষ্ঠার স্বামীর সঙ্গে তাহার প্রণয়সম্বন্ধ গভীর ছিল না, শ্বাশুড়ীর অসহ্য নিগ্রহ তাহীকে বহন করিতে হইয়াছিল । সামাজিক জীবনে উাহার দুঃখ সামান্য ছিল না—ধর্মের জন্য কত নিগ্ৰহ, কত অত্যাচার তাহাকে সহ্য করিতে হইয়াছিল— প্রবল রাজশক্তি ও র্তাহীকে দলিত করিবার জন্য প্রাণপণ চেষ্টার ক্রটি করে নাই । কিন্তু সেই-সকল দুঃখের অভিঘাতে তাহার ভগবস্তুক্তি উদ্বেলি ত হইয়াই উঠিয়াছে : তিতিক্ষা ও ক্ষমা সকল অত্যাচারের প্রজ্বলিত বহ্নিকে শীতল করিয়া দিয়াছে। নারীহৃদয়ের স্বাভাবিক ভক্তিপ্রবণতা যে কোনূ পথে অমৃত-চরিতার্থতা লাভ করিতে পারে ম্যাডাম গেঁথোর জীবনের এই দিক্‌টি তাহা সুস্পষ্ট দেখাইয দিতেছে। আশা করি আমাদের দেশের ধৰ্ম্মশীলা নারীগণের নিকটে এই গ্রন্থ বিশেষ সমাদর লা গু করিবে । শ্ৰীঅজিতকুমার চক্ৰবৰ্ত্তী । বেতালের বৈঠক [এই বিভাগে আমরা প্রত্যেক মাসে প্রশ্ন মুদ্রিত করিব ; প্রবাসীর সকল পাঠকপাঠিকাই অনুগ্রহ করিয়৷ সেই প্রশ্নের উত্তর লিথিয়া পাঠাইবেন । যে মত বা উত্তরটি সৰ্ব্বাপেক্ষ অধিকসংখ্যক ব্যক্তি পাঠাইবেন আমরা তাহtই প্রকাশ কবি ; সে উত্তরের সহিত সম্পাদকের মতামতের কোনো সম্পর্কই থাকিবে না। কোনো উত্তর সম্বন্ধে অন্তত দুইটি মত এক না হইলে তাহা প্রকাশ করা যাইবে না। বিশেষজ্ঞের মত বা উত্তর পাইলে তাহ সম্পূর্ণ ও স্বতন্ত্রভাবে প্রকাশিত হইবে । ইহাম্বারা পাঠকপাঠিকাদিগের মধ্যে চিন্তা উদ্বোধিত এবং জিজ্ঞাসা বৰ্দ্ধিত ইষ্টবে বলিয়া আশ। করি । যে মাসে প্রশ্ন প্রকাশিত হইবে সেই মাসের ১৫ তারিখের মধ্যে উত্তর আমাদের হাতে পেীছ আবশ্বক, তাহার পর যে-সকল উত্তর আসিবে, তাহ বিবেচিত হইবে না । —প্রবাসীর সম্পাদক । ] এবারে আমরা গতবার অপেক্ষ। অনেক অধিক - সংখ্যক লোকের অভিমত পাইয়াছি ; তথাপি প্রবাসীর পাঠকপাঠিকার সংখ্যার তুলনায় ইহাও যৎসামান্ত ; আমরা আশা করি ক্রমশ অধিকসংখ্যক লোকে আমাদের প্রকাশিত প্রশ্নের উত্তর পাঠাইবেন । এবারে - ৫ই তারিখ পৰ্য্যস্ত র্যাহাদের অভিমত পাইয়াছিলাম তাহণদের অধিকাংশের মতে যাহা নির্ণীত হইয়াছে তাহার ফল নিম্নে প্রকাশিত হইল । বঙ্গের প্রতিনিধি ইহার জন্য ৮৪ জন বিভিন্ন লোকের নাম প্রস্তাবিত হইয়াছিল। তাহার মধ্যে অধিকাংশ ভোটদাতাদের মতে নিৰ্ব্বাচিত হইয়াছেন— ১ । রাজা রামমোহন রায় । ২ । শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর । বেতালের বৈঠক 8ፋ© ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শ্ৰজগদীশচন্দ্র বস্তু। ৫ । বিবেকানন্দ স্বামী । ৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । ৭ । কেশবচন্দ্র সেন । ৮। শ্রীপ্রফুল্লচন্দ্র রায় । 瞬 ৯ । শ্ৰী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । ১• । রমেশচন্দ্র দত্ত । ১১ । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর । শ্ৰীঅরবিন্দ ঘোষ । শ্ৰীেব্রজেন্দ্রনাথ শীল । বঙ্গের শ্রেষ্ঠ লেখিকা এই প্রশ্নের উত্তরে ৮ জন বিভিন্ন লেখিকার নাম প্রস্তাবিত হইয়াছিল। তাহাদের মধ্যে সৰ্ব্বাপেক্ষা অধিক ও সমান ভোট পাইয়াছেন— শ্ৰীমতী স্বর্ণকুমারী দেবী WS শ্ৰেীমতী কামিনী রায় । রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ গল্পদশক ৬০টি বিভিন্ন গল্পের নাম প্রস্তাবিত হইয়াছিল। তাহার মধ্যে অধিকাংশ লোকের মতে নিৰ্ব্বাচিত হইয়াছে— ১ । কাবুলিওয়ালা । ২ । ক্ষুধিত পাষাণ । చలి {. ও রৌদ্র । | রাসমণির ছেলে । ৫ । শেষের রাত্রি। ৬ । জয়পরাজয় । কঙ্কাল । ४ । ८°ोछेपाछेiन्न । ৯ । ছুটি । ১• । এক রাত্রি । নূতন প্রশ্ন ১ । বিভিন্ন ভাষার এমন ১০০ একশত খানি বইএর নাম করুন যাহা বাংলা ভাষায় অনুবাদিত হওয়া উচিত । 總 —প্রশ্নকৰ্ত্তীরবীন্দ্রনাথ চৌধুরী। ২ । বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে কোন নায়িক সৰ্ব্বশ্রেষ্ঠ ? " -প্রশ্নকর্তা শ্ৰীঅশোক চট্টোপাধ্যায় । ,