পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꭽb~ বিশ্ববিদ্যালয়ের অভিনন্দনের উত্তরে ১৯১২ সালের ৬ই জানুয়ারী বলিয়াছিলেন, “আমার ইচ্ছ। এই যে জ্ঞানবিস্তার দ্বারা যেন আমার ভারতীয় প্রজাদের গৃহ উজ্জ্বল এবং পরিশ্রম আনন্দপূর্ণ হয়।" কিন্তু বাঙ্গালীরা তাহার প্রজা" হইলেও তাহদের অনেকের গৃহ অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত এবং পরিশ্রম বিষাদপূর্ণ হইতেছে। ইহার প্রতিকার হওয়া বাঞ্ছনীয়। বঙ্গের শিক্ষাবিভাগের উচ্চতমপদস্থ কৰ্ম্মচারীদের দাবী অগ্রাহ করিয়া হর্ণেল সাহেবকে ডিরেক্টর নিযুক্ত করা হয়। ওজুহাত এই ছিল যে র্তাহার বিশেয যোগ্যতা আছে, এবং বঙ্গের শিক্ষণসমস্যা এত কঠিন যে তজ্জন্য বিশেয অভিজ্ঞ লোক দরকার। প্রাথমিক শিক্ষার হ্রাস দ্বারা কি হর্ণেল সাহেবের এই যোগ্যতা সপ্রমাণ হইতেছে ? বৰ্দ্ধমানবিভাগে শিক্ষাবিষয়ক গুজব এইরূপ একটি গুজব শুনিতেছি যে বৰ্দ্ধমানবিভাগের বিদ্যলয়সমূহের ইনস্পেক্টর তাহার অধস্তন কৰ্ম্মচারীদিগকে আদেশ করিয়াছেন যে র্তাহাঃ যেন আর নূতন বিদ্যালয় স্থাপনে সন্মতি বা অনুমতি না দেন । ইহা ও শুনিতেছি যে পূৰ্ব্বে পূৰ্ব্বে যেমন হইত এখনও তেমনি অনেক বিদ্যালয় উঠিয়া যাইতেছে ; কিন্তু আগে যেমন নুতন নূতন বিদ্যালয় স্থাপিত হওয়ায় ক্ষতিপূরণ হইয়া যাইত, এখঙ্গ এই আদেশের ফলে তাহ হইতে ন পাওয়ায় মোট বিদ্যালয়ের সংখ্যা কমিয়াই যাইতেছে । এই গুজবটির কোন ভিত্তি আছে কি না, বলিতে পারি না । কারণ, এরূপ কোণ খবর কোন সরকারী বা অপর কাগজপত্রে দেখি নাই, কিম্বা 'শক্ষণবিভাগের ছোট বা বড় কোন কৰ্ম্মচারীর নিকটও শুনি নাই। তথাপি সমগ্র বঙ্গদেশে প্রাথমিক পাঠশালা ও ছাত্র কমিয় যাওয়ায়, খবরটা সন্দেহজনক মনে হইতেছে । এ বিষয়ে অমুসন্ধান হওয়া দরকার । সম্রাট পঞ্চম জর্জের ইচ্ছার বিরুদ্ধে ও ভারতগবর্ণমেণ্টের মওব্যের প্রতিকুলে কোন কৰ্ম্মচারী এরূপ আদেশ দিয়াছেল কি না, তাহ৷ সৰ্ব্বসাধারণের জানিবার অধিকার আছে । প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ - বিলাতে রঙের কারখানায় সরকারী সাহায্য জার্মেনী পৃথিবীর মধ্যে সবদেশের চেয়ে বেশী প্রস্তুত করিত। যুদ্ধে সেখান হইতে রঙের আমদা বন্ধ হওয়ায় বিলাতে একটা খুব বড় রঙের কারখা খুলিবার প্রস্তাব হইয়াছে। রয়টার সম্প্রতি তীরে খ পাঠাইয়াছেন যে ইহার মূলধন তিন কোটি টাকা হইবে গবর্ণমেণ্ট ইহার মধ্যে দেড় কোটি টাকা ধার দিবেন কারখান। তজ্জন্ত শতকরা বাণিক চারি টাকা হারে সু দিবেন, মূলধন পাঁচশ বৎসরে শোধ দিতে হইবে । ই ছাড়া গবর্ণমেণ্ট এই কারখানাসংস্থষ্ট বৈজ্ঞানিক পরীক্ষ গারের জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দান করিে অঙ্গীকার করিয়াছেন । ইহা দা ন, ঋ ৭ নহে । এ পরীক্ষাগারে রং প্রস্তুত করিবার সৰ্ব্বোৎকৃষ্ট উপাদান । প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক আবিক্রিয়ার চেষ্টা হই:ে থাকিবে । বিলাত অপেক্ষ। ভারতবর্য খুব দরিদ্র এবং শি৷ে খুব পশ্চাদ্বওঁী। এখানকার গণমেণ্ট শিল্পের উন্নতির জঃ কত কোটি বা কত লক্ষ টাকা দিবেন ? পুৰ্ব্ববঙ্গে দুর্ভিক্ষ পুৰ্ব্ববঙ্গে বহুসংখ্যক গ্রামে ভীষণ অশ্লকষ্ট উপস্থি হইয়াছে । লোকের মন প্রধানতঃ যুদ্ধের সংবাদের জন্যই উৎসুক থাকায় এবং তদনুসারে সংবাদপত্রে বেশীর ভাগ যুদ্ধের সংবাদ থাকায়, গরীবের ক্ৰন্দন সহৃদয় দেশবাসী শুনিতে পাইতেছেন না। লোকদের কিরূপ কষ্ট হইয়াছে, তাহার, নমুনাস্বরূপ চাদপুর সন্মিলনীর সম্পাদক শ্ৰীযুক্ত শরচ্চন্দ্র দে মহাশয় যে-সকল চিঠি অামাদিগকে পাঠাইয়াছেন, তাহার কোন কোন অংশ ছাপিতেছি। হানারচর হইতে শ্ৰীযুক্ত আবদুর রহমান মিঞা লিখিয়াছেন,—

  • আপনার চিঠি পাইয়া আমি স্বয়ং আমাদের নিজ গ্রাম ও পাশ্ববর্তী গ্রামসমূহে গিয়া লোকের অবস্থা সম্বন্ধে যতদূর বিবরণ সংগ্ৰহ করিতে পারিয়াছি, তাহাই সংক্ষেপে আপনাকে লিখিতেছি ।

“চাউলের দর বর্তমান সময় ৫০–৬॥• টাকা ।