পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪২ টের পাইয়া গোকুল তাড়াতাড়ি কাগীর টিকিট সিড়ির দরজার ধার চৌকাঠে শিকলের ঔর্ষোতে ঝুলাইয়। দিল । এবং আপাদমস্তক মুড়ি দিয়া রুদ্ধহাসির চোটে অত্যন্ত কঁাপিতে লাগিল । o ' এতক্ষণে গোলমাল শুনিয়া পাড়া-পড়শী সকলে আসিয়া জুটিয়াছে । তাহারা সকলে একবাক্যে সাক্ষ্য দিল কাল রাষ্ণে তাহার। ভূতের বিকট হাসি, উৎকট চীৎকার, হুটোপুটি শুনিয়াছে ; এমন উপদ্রব এ বাড়ীতে আর কখনো হইতে দেখা যায় নাই । সকলে উপরে উঠিয়া সিড়ির দরজার ওপার হইতেই লম্বা লাঠি বাড়াইয়া বাড়াইয়া গোকুলের মশারির চারিদিকে লণ্ঠন ঘুৰাইয়। ঘুরাইয় তাহার অবস্থা নির্ণয় করিতে চেষ্টা করিতে লাগিল, কেহই সাহস করিয়া সে ঘরে পা দিতে পারিতেছিল না ; তখনো ঘরের মেঝেতে হোমের পুঙ্গার চিহ্ন ছড়াইয়া পড়িয়া থাকিয়া সকলের মনে ভয় জমাইয়া তুলিতেছিল। কালী বলিল—দেখছ কি ? এই দেখ আমার টিকিট এখানে ঝুলছে ! আর ডা গুণর ? ও হয়ে গেছে ! দেখছ না ও কি রকম কঁপিছে! ভূত প্রেত পিশাচ কি রোগী রে বাপু, যে ওষুধ গিলিয়ে তাকে মারবে ! এ যে একেবারে মর জিনিস !...ওঁ হর হর কালি ধম ধম বিদ্যে আলে মালে তালে গন্ধে বন্ধে পচ পচ মথ মথ...... একজন চৌকাঠের এপার হইতেই ঘরের মধ্যে একটু ঝুকিয়া ভয়ে ভয়ে ডাকিল—ডাক্তারবাবু! গোকুল ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া বলিয়া উঠিল— ચૅjા ! অমনি “ওরে বাবারে !" বলিয়) চীৎকার করিয়৷ সকলে দুদ্দাড় শব্দে একছুটে পলাইয়া একেবারে রাস্তায় ! নিঃশব্দে হাপিতে হাসিতে গোকুলের পেটে ব্যথা ধরিয়া গিয়াছিল। অনেক কষ্টে একটু দম লইয়। প্রকৃতিস্থ হইয়। সে নীচে নামিয়া চলিল । নামিতে নামিতে দেখিল ডগায়-গঠন-বাধা লাঠিগুলি বাড়াইয়া ধরিয়া সকলে গুটিগুটি আবার অগ্রসর হইতেছে। গোকুল ডাকিল–গুণী ! * কালী হাতজোড় করিয়া বলিয়া উঠিল—থাক বাবা । প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ " - ۹ میمه به ۶- رم-می-می-۶یی - مرس ১৪শ ভাগ, ২য় খ ہTمیTNمیN"ب_Nحمید حمی_s • থাক ! তোমায় ত আমরা কিছু বলিনি, তোমার ভা জন্তেই আমরা তন্ত্রমন্ত্র করছিলাম ! থাক বাবা ! থা ক ! .....দ্রবিড়ি দ্রাবিড়ি জল জল প্রজগ প্রজল.. গোকুল হাসিয়া বলিল—আমি মরে ভুত হইনি মশায় ! আমি জ্যান্তই আছি। কালী মাথ। নড়িয়া বলিল—জ্যান্ত ! জ্যাত্ত থাকতেই পার না! আমার সঙ্গে ত চালাকি খাটে বfবা ! থাক থাক ! তোমায় আমি কিছু বলিনি! চলে যাচ্ছি বাপা ! থাক ! থাক !......জ{জলি যম তারয় তারয়... ... - গোকুল হাসিয়া বলিল--ঐ দেখুন, স্বৰ্য্য উঠ স্বধ্য উঠলেও কি ভুত দেখা দেয় নাকি ! তাও ত বটে । তখন সকলের প্রত্যয় হইল গোকুল ভুত হয় নাই, জ্যান্তই আছে । গোকুল বলিল-–এ বাড়ীকে একবৎসর শোধন করলে দোষ কাটবে না । ফি শনিবারে আর অমাব শোধন করতে হবে । লক্ষ্মীকান্ত হাতজোড় করিয়া বলিল—তাই ক ডাক্তার বাবু! আপনার খাইখরচের আর পূজো আচ সমস্ত ভার আমার । আপনি এক বছর ধরে শোধন ব আমার বাড়ীটার দোষ কাটিয়ে দিন । গোকুল গম্ভীর হইয়। বলিল—তা হলে গুণীম আসছে শনিবার আসছেন ত ? কালী মুখ ঘুরাইয়া দুই হাত তুলিয়। ঘন ঘন নাি বলিল—আমি ? আমি আর এদের ঘাটাতে আসছি ডাক্তার বাবু! গোকুল গম্ভীর হইয়৷ বলিল—ত না অামুন, এ ক আমি একলাই আরো ভালো পারব ! এ কথায় কাহারোই অবিশ্বাস হইল না । যে ভু কালীগুণীকে দোতলা হইতে তুলিয়া আছড়ে দেয় তাহ হাতেও যথন গোকুল নিস্তার পাইয়াছে তখন সে গুণীই বটে ! গোকুলের পসার কাম্বেমি হইয়া গেল । চারু বন্দ্যোপাধ্যায় । ബ=--