পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- 發 ৬ষ্ঠ সংখ্যা ] SJAJASAJJAAA AAAA AAAAMMJA AMMAMASJ এই টান ইথর বাহিয়া অগ্রসর হইতে শুকিবে । গোলকটাকে আবার তাড়িতবিমুক্ত করিয়া সংযোগ তাড়িতযুক্ত করিয়া আবার পরক্ষণেই তাড়িতবিযুক্ত করুন; এইরূপ যদি খুব তাড়াতাড়ি করা যায় তা’ হইলে একটা বৈদ্যুতিক টানের ঢেউ চারিদিকে ছুটিয়া চলিবে। মথন্সওয়েল গণনা করিয়া বলিলেন যে এই ঢেউ সেকেণ্ডে এক লক্ষ আশী হাজার মাইল বেগে চলিবে। আলোকও সেকেণ্ডে এক লক্ষ, আশী হাজার মাইল বেগে চলে । ইহা হইতে ম্যাক্সওয়েল অকুমান করিলেন যে আলোক, ইথরে বৈদ্যুতিক টানের ঢেউ মাত্র। ম্যাক্সওয়েল মোটে ৪৮ বৎসর বয়সে মারা গিয়াছিলেন, সুতরাং তিনি আর র্তাহার মতের পরীক্ষাসিদ্ধ প্রমাণ দিয়া যাইতে পারেন নাই । জাৰ্ম্মেনিতে হার্জ পরীক্ষা আরম্ভ করেন । তিনি আলো না জালিয়া অন্ত বৈদ্যুতিক উপায়ে ইথরে ঢেউ উৎপাদন করেন এবং ঠিক সাধারণ আলোকের মত ইহার তিৰ্য্যগবৰ্ত্তন ও পরাবৰ্ত্তন প্রদর্শন করেন । হার্জের পর আমাদের দেশের অধ্যাপক ডাক্তার জগদীশচন্দ্র বসু এ সম্বন্ধে পরীক্ষা করেন। তাহার যন্ত্রগুলি এত সুন্দর হইয়াছিল যে লড কেলভিন ও কেন্থি,জের জে, জে টমসন মুক্তকণ্ঠে তাহার প্রশংসা করেন । ইথরে এই যে ঢেউগুলি হয়, এগুলির সহিত আলোকের এই মাত্র তফাৎ যে এগুলি আলোকের অপেক্ষ। অনেক অধিক লম্বা। আলোকের ঢেউ মোটে এক ইঞ্চির লক্ষভাগ মাত্র ও ইথরের ঢেউ ১০০। ১৫ • ফুট লম্বা । এই ঢেউগুলি লম্ব বলিয়া একটা বড় সুবিধা হইল । এগুলি সম্মুথে বাধা পাইলে বাকিয়া ঘুরিয়৷ যাইতে পারে, কারণ পূর্বেই বলিয়াছি যে বাকার পরিমাণ ঢেউএর দৈর্ঘ্যের উপর নির্ভর করে । ইটালিতে মার্কনি এই দেখিয়া ভাবিলেন, বাঃ! বেশ ত ! যদি এক জায়গা হইতে আমি এইরূপে ইথরে ঢেউ তুলিতে থাকি, তাহা হইলে সেই ঢেউ পাহাড় পৰ্ব্বত না মানিয়া চারিদিকে ছুটিয়া চলিবে ও এই ঢেউ ধরিবার একটা যন্ত্র প্রস্তুত করিলে তাহার দ্বারা অনায়াসে টেলিগ্রাফের কাজ চলিতে পারে। লাতের মধ্যে টেলিগ্রাফের ইথুর ও জড় | SS S SSAAAASA SSASAS SSAS SSAS SSASAS SS SAAAA \\ుల তাঞ্চে খরচটুকু বাচিয় যাইবে ইহার পর মার্কনি তাঁহার এই চিন্তাকে কার্ঘ্যে পরিণত কম্বিয়া তারবিহীন তাড়িতবার্তার উদ্ভাবন করিলেন , . .. আমরা এতক্ষণ ইথরকে দিয়া আলোক বহাইলাম ও টেলিগ্রাফের কাজ করাইলাম। কিন্তু বৈজ্ঞানিকগণ এইখানেই ক্ষান্ত হন নাই, তাহার। ইহাকে দিয়া আরও একটা কাজ করাইয়াছেন । - এডিনবরার প্রফেসর টেট ( Prof. Tait ) একরার কেলভিনকে একটা বড় আশ্চৰ্য্য বস্তু দেখাইয়াছিলেন। একট। বড় কাচের বাস্কের একদিকের কতকটা ক্যাম্বিস (Canvas) দ্বারা আচ্ছাদিত করিয়া তাহার ভিতর বস্তুবিশেষের ধূম প্রবিষ্ট করান হইয়াছিল। এখন এই ক্যাম্বিসের গায়ে টোকা মারিলে ভিতরের বায়ুতে গোলাকার আবৰ্ত্ত বা Vortex উৎপন্ন হয় । ভিতরে ধূম থাকাতে এগুলি বেশ সহজেই দেখা যায় । এই আবৰ্ত্ত ব। ঘূর্ণাগুলার কয়েকট। বড় অদ্ভুত গুণ দেথা গেল। দুইটি আবৰ্ত্ত যদি পিছনে পিছনে—একটা একটু বেগে ও একটা একটু ধীরে—যায়, তা হইলে যেটা আগে যাইতেছে সেটা দাড়াইয়া থাকে ও অপরটা নিকটে আসিবামাত্র নিজেকে সঙ্কুচিত করে, ও পশ্চাতেরটা একটু বড় হইয়া, ওটা এটার ভিতর দিয়া গলিয়া যায়, দুইটাতে ঠোকাঠুকি করিয়া বিনষ্ট হয় না। আবার যদি দুইটা ঘুণী কোণাকুণি ভাবে চলিতে থাকে, তা হইলে যখন অল্প একটু দূরে থাকে, তখন পরস্পর পরস্পরকে আকর্ষণ করিয়া নিকটবর্তী হয়, কিন্তু একটু বেশী কাছে আসিয়া দুইটাতে মিলিত হইবার পূৰ্ব্বেই ঠিক যেন ধাক্কা লাগিয়া রবারের বলের দ্যায় বিভিন্ন দিকে চলিয়া যায়। আবার আপনি যদি ইহাকে কাটিতে চেষ্টা করেন, তা’ হইলে ঘুণীটি আপনাকে কুঞ্চিত করিয়া সরিয়া গিয়। নিজেকে রক্ষা করে । এই ঘূর্ণীগুলা অবশু কিছুক্ষণ বাদে বাস্কের গায়ে ও ধূমকণার পরস্পরের গায়ে লাগিয়া বিনষ্ট হয়, কিন্তু হেলমূহোলটুজ ইতিপূৰ্ব্বে গণিয়া বলিয়াছিলেন যে যদি কোনও ঘর্ষণশূন্ত (Frictionless) পদার্থে এরূপ আবৰ্ত্ত বৰ্ত্তমান থাকে তাহা হইলে সেগুল। কথনও বিনষ্ট হইবে না । তিনি আরও Afossifovir & qāzī Frictionless mediumu, حم_ح ع_vجمہ