পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ل অধ্যাপক নীলমণি ধর । , বৰ্দ্ধমান জেলার কাটোয়া নগরে ১৮৪৪ খৃঃ অক্টোবর মাসে নীলমণিবাবুর জন্ম হয় । পিতার নাম ৮ইরিনারায়ণ ধর, মাতার নাম ৬ আনন্দময়ী, পিতামহের নাম e/ কালীচরণ এর । , T* 翻 * শৈশবে পিতৃবিয়োগ হওয়ায় মাতাঠাকুরাণী তাহাকে লষ্টয়া কুলিকাতা সহরে তাহার, সহোদুরের বাটীতে খাসিয়া বাস করেন । 畿 তখন কলিকাতা সহরে অল্পসংখ্যক ইংরেজি বিদ্যালয় ছিল । মাতুলালয় হইতে অনেক দূর নিমতলার ঘাটে মহাত্মা ডফ সাহেবের প্রতিষ্ঠিত বিদ্যালয়ে তিনি শিক্ষালাভ করিয়াছিলেন। সেই বিদ্যালয় হইতে এণ্টাদ এবং এফ-এ পাস করেন । সৌভাগ্যক্রমে তিনি ভাল ভাল শিক্ষকের নিকট শিক্ষা পাইয়াছিলেন । স্বয়ং মনোবিজ্ঞান শিক্ষা দিতেন, রেভারেণ্ড লালবিহারা দে ইংরেজি পড়াইতেন, রেভারেও ম্যাকডোনাল্ড বাইবেল পড়াইতেন । অবস্থা ভাল না থাকায় ছাত্রবৃত্তিই নীলমণিবাবুর ভরসা ছিল । এণ্ট,ান্সে દાહરૂહિ નક્રિશ્નાছিলেন, তাই এফ-এ পড়িতে পারিয়াছিলেন । এফ-এ তে ছাত্রবৃত্তি পান নাই ; তাই কলেজ পরিত্যাগ করিতে হইয়াছিল। 象 © কলিকাতার নিকট কোন্নগর গ্রামে গভর্ণমেণ্টের সাহায্যকৃত যে ইংরেজি বিদ্যালয় অাছে তাহাতে দ্বিতীয় শিক্ষক নিযুক্ত হন, এবং শিক্ষকতা করিতে করিতেই বি-এ পরীক্ষায় উত্তীর্ণ হন । কোন্নগরে চাfরবৎসর চাকরি করিয়া হাওড়া গভর্ণমেণ্ট জেলা ইস্কুলে তৃতীয় শিক্ষক নিযুক্ত হন । এখানে দুই বৎসর চাকরি করেন। র্তাহার এখানকার ছাত্রদিগের মধ্যে উল্লেখযোগ্য ৮ প্রসন্নকুমাব লাহিড়ি, যিনি মেট্রোপলিটান কলেজে বিখ্যাত ইংরেজির অধ্যাপক ছিলেন এবং শ্রীযুক্ত ডাক্তার বিপিনবিহারী রায়, যিনি এক্ষণে পেনসন লইয়া গিরিডিতে বাস করিতেছেন । তাহার পর কলিকাতা হিন্দু ইস্কুলে নিযুক্ত হন । এখানে ৬ বৎসর চাকরি করেন । এখানে তাহার ছাত্রদিগের মধ্যে উল্লেখযোগ্য বিখ্যাত এটণি ও স্বদেশসেবক শ্ৰীযুক্ত ডাঃ ডফ প্রবাপী-বাঙ্গালী १०१ ভূপেন্দ্রনাথ বস্ব। হিন্দু ইস্কুলে চাকরি করবার সময় নীলমণি বাবু"বি-এল পরীক্ষা দেন । তাpার পর মেদিনীমুরে ১২ বৎসব ওকালতি করেন । মেদিনীপুর্বে ম্যালেরিয়। রোগে আক্রান্ত হইয়। জীবনসংশয় হইয়াছিল, বায়ু পরিবর্তনের জন্য উত্তর-পশ্চিম প্রদেশে যান। সেখানে তিনমাস থাকিয়। কিছু উপকার লাভ করেন। উত্তরপশ্চিম প্রদেশে বাস ভিন্ন ম্যালেরিয়ার হস্ত হইতে নিস্কৃতি পাইবেন না ভাবিয়া আগ্রা কলেজের আইনঅধ্যাপকের চাকরি গ্রহণ করেন । আগ্রাতেই বাস করিতেছেন । 翠、 w }. ,! ية حs $ f oi 枋 . . $.” তদবধি ২৫ বৎসর অধ্যাপক শ্ৰীনীলমণি ধর । ব্ৰাহ্মসমাজের সহিত বাল্যাবস্থা হইতে তাহার যোগ আছে ; সেই জন্য ঠাহার খুষ্টান অধ্যাপকগণ র্তাহার উপর অসন্তুষ্ট ছিলেন । ত্রি ধবাদের বিরুদ্ধে এবং একেশ্বরবাদের সপক্ষে তিনি তাহাদিগের সহিত ও কঁ করিতেন বলিয়া তাহারা মনে করিতেন এ ছেলেটি অঙ্গ অন্ত ছেলেকে খৃষ্টান হইতে দিতেছে না। ছেলেই পুষ্টান হইত । সে সময়ে অনেক তাহার সহাধ্যায়ীদিগের মধ্যে