পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سیاه ۹ র্যাহারা খৃষ্ট ন হইয়াছিলেন তাহাদের মধ্যে রেভারেও ৮ কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং লেফটেনান্ট-কৰ্ণেল কালিপদগুপ্ত উল্লেখযোগ্য। কোন্নগর স্কুলে মাষ্টার থাকিবার সময় ১৮৬৩ খৃঃ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট নীলমণিবাবু ব্ৰাহ্মধৰ্ম্মে দীক্ষিত হন। ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্র সেন দীক্ষার জন্য তালাকে মহর্ষির নিকট উপস্থিত করেন। বাল্যকাল হইতে . সুরাপান-নিবারণী সভার সহিত র্তাহার যোগ ছিল । সে সময়ে কলিকাতা সহরে রেভারেও সি, এইচ, এ, ডগ নামক একজন ইউনিটেরিয়ান বা একেশ্বরবাদী প্রচারক ছিলেন ; তিনি তাহাকে ও বিখ্যাত বাগ্মী ও স্বদেশসেবক ঐযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে একত্রে স্বরাপানের বিরুদ্ধে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করান । নীলমণি বাবু মেদিনীপুরে সুরাপান-নিবারণী সভার সম্পাদক ছিলেন । কেশবচন্দ্র সেন যখন বিলাত হইতে ফিরিয়া নানা প্রকার শুভকার্ষ্যের সূচনা করেন তখন র্তাহার প্রতিষ্ঠিত সুরাপান-নিবারণী পত্রিকা “মদ না গরল” নীলমণি বাবুকে সম্পাদন করিতে দেন - এলাহাবাদের ডাক্তার সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিত ৩/ অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নীলমুণিবাবুর বন্ধু ছিলেন। র্তাহারও অবস্থা ভাল না থাকায় তিনিও তাহার সহিত ডফসাহেবের কলেজে পড়িতেন। এক দিনে এক সময়ে তাহারা উভয়ে মহর্ষির নিকট ব্রাহ্মধৰ্ম্মে দীক্ষিত হন আগ্রার ছোট আদালত্যুের জজ ছিলেন । র্তাহারই যত্নে নীলমণিবাবুর আগ্রা কলেজে চাকরি হয়। তিনি তাহাকে সহোদর ভ্রাতার স্তায় দেখিতেন । র্তাহার অনুগ্রহ নীলমণিবাবু ভুলিতে পারিবেন না । স্বপ্নসহায় স্তন্ধ অতীতের পুণ্য-বেদিকার পরে স্বতি-ধূপ-দীপ থাক চিরদিন তরে ; শুধু এই স্বপ্নশ্রান্ত পরাণে আমার মায়ার আলোকে তব বাচুক আবার ম্ৰিয়মাণ মধুমাস, কfর জাগরুক আলোর অনন্তলীলা, গাহিবার সুখ । ঐপ্রিয়ম্বদা দেবী। প্রবাসী—চৈঞ্জ, ১৩২১ o [ ১৪শ ভাগ, ২য় খণ্ড ・ ・ ・ ● ・・-、イ・ヘヘヘヘヘヘヘヘヘヘヘ পুস্তক-পরিচয় প্রাকৃতিকৗ—শ্ৰীজগদানন্দ রায়-প্রণীত। প্রকাশক ইণ্ডিয়ান প্রেস, এলাহাবাদ । ডঃ ক্রাঃ ১৬ অং ৩-৩ পৃষ্ঠা । ছাপা, কাগজ, बैंाषाहे अछू९झडे । मूला २५ केाका । t এই পুস্তকে বিজ্ঞানের বিভিন্ন বিভাগের বিবিধ তত্ত্ব ৰত্রিশটি -প্রবন্ধে সরলভাষায় ও সহজভাবে সাধারণ লোকের বোধগম্য করিয়া বিবৃত হইয়াছে এবং বহু চিত্র সেই বর্ণণা বিশদভর করি। তুলিয়াছে । জগদাপদবাবুর বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার পটুতা ও সরণ রচনাভঙ্গি কাহারই অধিদিত নহে ; পাঠকুের এই পুস্তকে বিজ্ঞানের বিবিধ পুরাতন ও অতিনূতন-তত্ত্ব সহজবোধ্য রকমে হাতের কাছে প্ৰাইবেন । সরস ভাবে লেখা বিজ্ঞানের বই উপন্যাসের অপেক্ষাও কৌতুকপ্রদ ও স্বখপাঠ্য ; জগদানন্দবাণু বাংলাভাষায় সেইরূপ গ্রন্থ রচনা করিয়া বাঙালী মাত্রেরই ধন্যবাদ ভাজন হষ্টয়াছেন । ইণ্ডিয়ান প্রেস বইখানির বাহসৌষ্ঠব সম্পাদন করিয়া পাঠকের আনন্দবৰ্দ্ধনের সহায়তা করিয়াছেন । মহাভারত–শ্রীরাজকুমার চক্রবত্তী-প্রণীত। প্রকাশক আশুতোষ লাইব্রেরী, ৫•। কলেজ ষ্ট্রট, কলিকাতা। এন্টিক কাগজে পাইক অক্ষরে ছাপা। ডঃ এণ: ১৬ অং ২৩৬ পৃষ্ঠা। পট্টবদ্ধ। মুল্য পাচ সিকা । শ্ৰীমুক্ত সুরেন্দ্ৰনাথ ঠাকুরের মঙ্গভারত, শ্ৰীযুক্ত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছেলেদের মহাভারত যে শ্রেণীর ইহাও সেই শ্রেণীর । অর্থাৎ ইহা৩ে কেবল মাত্র কুরুপ।ণ্ডবের কাহিনী সঙ্কলিত ও অবাস্তর কাহিনী-সকল পরিত্যক্ত হইয়াছে । ইহা বিদ্যালয়পাঠ্য হইবার উপযুক্ত ; কিন্তু গ্রন্থের ভাবা অত্যন্ত ভারী, সমাসবহুল, সংস্কৃতশব্দে পরিপূর্ণ । সচিত্র আরব জাতির ইতিহাস --(তৃতীয় খণ্ড )— শ্ৰীশেখ রেয়াজউদ্দিন আহমদ-সঙ্কলিত, রাইট অনারেবল সৈয়দ wiąż wish HTCsCo. A Short History of the Saracens নামক প্রসিদ্ধ ও উপাদেয় ইতিহাসের বঙ্গানুবাদ । প্রকাশক শ্ৰীশেখ মফিজউদ্দিন আহমদ, দলগ্রাম, তুষভাণ্ডার, রংপুর । ২•• পৃষ্ঠা। সচিত্র। পত্রবদ্ধ। মূল্য পাচ সিকা । এই খণ্ডে স্পেনের উম্মিয়াবংশীয় খলিফাগণের ইতিবৃত্ত, স্পেনের খৃষ্টানরাজ ফার্ডিনাণ্ড ও রাজ্ঞী ইঙ্গাবেল কর্তৃক স্পেনীয় মোসলমানগণকে বিতাড়িত করার কাহিণী, মোরক্কোর ভিন্ন ভিন্ন বংশীয় খলিফাগণের রাজত্বকাল, সিসিলী দ্বীপে আর্যগণের বিবরণ ও তাহাম্বের দ্বার। ইটালী আক্রমণ এবং মিশরের ফাতেমিন বংশীয় খলিফাগণের শাসনকালের বর্ণন প্রদত্ত হইয়াছে । ষে মুসলমানের এককালে সমস্ত ইয়ুরোপ ও উত্তর আফ্রিকায় আপনাদের প্রভুত্ব ও প্রভাব বিস্তার কপ্পিয়াছিলেন র্তাহাদের তাৎকালীণ ক্ষমতা ও সভ্যতার ইতিহাস সকল শিক্ষাভিমানী ও শিক্ষালাভেছু ব্যক্তির জানা উচিত। অথচ গ্রন্থকার দুঃখ করিয়া লিখিয়াছেন যে ঋণ করিয়! ওঁাহাকে এই পুস্তক প্রকাশ করিতে হইতেছে। এমন উপাদেয় বিচিত্ৰঘটনারম্য কৌতুহলোদীপক বইও যদি আমাদের দেশে বিক্রয় ন হয় ওবে তাহা বড়ই পরিতাপ ও লজ্জার কথা । গ্রন্থখানির ভাষায় ও বিদেশী নামের উচ্চারণ অনুবাদে কিছু ত্রুটি আছে। যথা—শাল্যমাঞ, চ্যারলাম্যাগনি নহে , এক্স-লাশাপেল, আইক্সলা চেপিলী নহে i Basque উচ্চারণ বাস্ক, ব্যাসকোরেস নহে ।