পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সারদামণি দেবী

  1. iমতা সারদামণি দেবা

চন্দ্রীদেবী যে অর্থে এই কথাগুলি বলিয়াছিলেন, সে অৰ্থেন হক্টলেও অন্য অর্থে ভবিষ্যংকালে . কথাগুলি o অক্ষরে অক্ষরে সত্য হইয়াছিল । “এইপঞ্জনই কিন্তু এই বিষয়ের পরিসমাপ্তি ইষ্টল না । কণ্ঠর খুল্লতাত তাহকে ঐদিন দেখিতে আসিয়া ঐকথ। ছানিয়াছিলেন এব: অসন্তোষ প্রকাশপূৰ্ব্বক ঐ দিনেই তাহাকে পিত্রালয়ে লইয়া গিয়াছিলেন । মাতার মনে ঐ ঘটনায় বিশেষ বেদন উপস্থিত হইয়াছে দেপিয়া গদাধর উহার ঐ ভুপে দূর করিবার জন্য পরিহাসচ্ছলে বলিয়াছিলেন, উহার এখন যাহাই বপুক করুক না, বিবাহ ত আর ফিরিবে না ? " ক্টহার পর সন ১২৬৭ সালের অগ্রহায়ণ মাসে সারদ|মণি সপ্তমবর্ষে পদার্পণ করিলে কুল-প্রপ অন্তসার স্বামীর সহিত পিত্ৰালয় হইতে দুই ক্রোশ দূরবর্তী কামার পুকুর গ্রামে শ্বশুরালয়ে আসিয়ছিলেন । , তঃপর বহু বংসব রামকৃষ্ণ - কামারপুকুরে ছিলেন না। ১২৭৪ সালে তিনি, যে ভৈরবী ব্রাহ্মণী তাহার সাপনে সহায়ত। করিয়াছিলেন, তাহার এবং ভাগিনেয় হৃদয়ের সহিত, কামারপুরে আবার আগমন করেন। বহুকাল পরে তাহাকে পাষ্ট্রয়! এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাট-বাজার বসিল, এবং নববধূকে আনাইয়। কুগের মাত্র পূর্ণ করিবার জন্য রমণীগণের নিৰ্দ্দেশে জয়রামবাটী গ্রামে লোক প্রেরিত হইল। বিবাহের পর সারদামণি একবার মাত্র স্বামীকে দেপিয়াছিলেন। তখন .তিনি সাত বৎসরের বালিক। মাত্র । সুতরাং ঐ ঘটনা সঙ্গন্ধে তাঙ্গার কেবল এক্টটল মনে ছিল, যে, ভাগিনেয় হৃদশের সহিত রামকৃষ্ণ জয়রামবাটী আসিলে বাড়ীর কোন নিভৃত অংশে লুকাইয়াও তিনি রক্ষা পান নাই ,