পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y ov, অসি ধারীর পূৰ্ব্ব-বর্ণিত প্রতিকারের সঙ্গেই বিনোদপ্রয়োগকারী বাম হস্তে অসিধারীর চক্ষু আক্রমণ করিতে পারিলে আশুই তাহার সুফল পাওয়ার অধিক সম্ভাবন। থাকে। যথা অষ্টম (ক) চিত্রে । অসি ধারীর পুনঃপ্রতিকার অসি-ধারীও তুরস্তে দক্ষিণাবর্তে অৰ্দ্ধেক ঘুরিয়৷ বাম হস্তে বিনোদ-প্রয়োগ-কারীর দক্ষিণ কফোণিতে সজোরে আঘাত করিবে এবং নিজ দক্ষিণ হস্ত মুক্ত করিয়া লাঠি কিম্ব অসি দ্বারা উপযুক্তরূপে আঘাত করিবার উপক্রম করিবে। যথা দশম চিত্রে । ১gম বিনোদ o ১১শ বিনোদ প্রবাসী—বৈশাখ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড । বিনোদ-প্রয়োগ-কারীর পুন:-প্রতিকার ও নিষ্কৃতি , বিনোদ-প্রয়োগকারীও তুরস্তে বামপদ ঈষৎ অগ্রসর করিম্ভে করিতে বাম হস্তে সজোরে আঘাত করিয়৷ নিজ দক্ষিণ হস্ত মুক্ত করিয়া লইবে এবং অসিধারীকে "তামেচা’য় প্রগরের উদ্যোগ করবে। অধি-ধারীও বিনোদ-প্রয়োগকারাকে “তামেচা” কিম্ব গ্রীবান প্রভৃতিতে আঘাত করিবার উপক্রম করিবে । তদবস্থায় পরস্পরে পরম্পরের . আঘাত স্বস্ব অস্ত্র দ্বারা প্রতিহত করিয়া উভয়েই নিষ্কৃতি পাইলে । যথা একাদশ চিত্রে । ১২শ বিনোদ তৃতীয় পাঠ . “ভাণ্ডার” “উন্ট অঙ্ক, প্রভৃতিতে আক্রান্ত হইলে তুরস্তে ঈষৎ বামাবৰ্ত্তে ঘুরিয়া দক্ষিণ পদ পূর্ণমাল্লায় সম্মুখে বিক্ষেপ করিয়া যষ্টি নিম্নমুখ রাখিয়া সজোন্ত্রে অসি-ধারীর দক্ষিণ “মণিৰন্ধ অধঃ”তে আঘাত করিতে হইবে। যথা দ্বাদশ চিত্রে । e প্রতিকারাদি ৮ম (ক) চিত্র-সম্পকিত বর্ণনার অনুরূপ। চতুর্থ পাঠ । “চিরের” আক্রমণে বিনোদ-প্রয়োগ-কারী তুরস্তে দক্ষিণ পদ পূর্ণমাত্রায় অগ্রসর করিয়া যষ্টি দ্বারা অলি-ধারীর দক্ষিণ “মণিবন্ধ পূৰ্ব্ব”তে সজোরে আঘাত করিবে এবং সঙ্গে সঙ্গেই বাম হুস্তে অসি-ধারীর দক্ষিণ শস্থে ও দক্ষিণ কর্ণে সজোরে আঘাত করিবে। যথা ত্রয়োদশ চিত্রে।