পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ অধিকাশের মালিক বর্ধমানের মহারাজাধিরাজেৱ এদিকে “শোল খয়রাং নাই। : ,” . এইখিত ভূখণ্ডে এতগুলি সহর ও গ্রামের দশ লক্ষের পর লোকদের জন্য চিকিৎসক কত আছে, তাহ নির্ণয় করা কঠিন। কবিরাজী চিকিৎসা ও হোমিওপ্যার্থী চিকিৎসী কয় জন করেন, এবং তাহারা কিরূপ শিক্ষা गाश्ब्राप्शन, क्लशिंद्र cरून चांष्ट्रभानिक उष७ ग**श् করিতে পঞ্জি নাই। ধারা এলোপাখী চিকিৎসা করেন, তাহাঙ্গের সংখ্যা, যে-সব পাসকরা কম্পাউণ্ডার চিকিৎসায় কিছু নাম করিয়াছেন, তাহাদিগকেও ধরিয়া মোট, আহমানিৰ ১২ জন হয়। মেডিকেল কলেজ ও স্কুলের পাস্কর ডাক্তারের সংখ্যা আছুমানিক ৭০ হইবে। সংখ্যাগুলি একেবারে নিভূল নহে । পুরা ১২০ জনু চিকিৎসক ধরিলেও দেখা যায়, যে, প্রতি ৮৫•• জন লোকের জন্য একজন ডাক্তার আছেন। ইহাতেও ঠিক ধারণ হয় না। কারণ, সহর কয়টি ও বড় গ্রামগুলিতেই চিকিৎসকেরা বেশীর ভাগ থাকেন। বাকী জায়গার লোকেরা দূরত্ব ও দারিদ্র্যবশতঃ চিকিংসকের সাহায্য পায় না । চিকিৎসা-বিদ্যালয় জেলার চিকিৎসকের अडाई দূর করিবার জন্ত, বাকুড়া-সম্মিলনী কর্তৃক বাকুড়া মেডিক্যাল স্কুল স্থাপিত হইয়াছে। ইহার বিবরণ গত ধৎসরের আষাঢ় ও শ্রাবণ সংখ্যায় দিয়াছি । ইহা সহবের বাহিরে অতিশয় উচ্চ, খোলা, বিস্তৃত, স্বাস্থ্যকর স্থানে অবস্থিত। ছাত্রদের অধ্যাপনাকক্ষ, ছাত্রাবাস, খেলিবার জায়গা, প্রভৃতি উৎকৃষ্ট। আমি যখন গত মাঘ মাসে উহা দেখিতে গিয়াছিলাম, তখন ছাত্রদের স্বস্থ বলিষ্ঠ ও উৎসাহপূর্ণ চেহারা দেখিয়া আনন্দিত হইয়াছিলাম। সহর হইতে ইহা এরূপ দূরে, যে, তথাকার চিত্তবিক্ষেপের কোন কারণ এখানে নাই । জু কুব্যবচ্ছেদের ঘরটি বিদ্যালয় হইতে কিঙ্কিং রে খৈলি মাঠের মধ্যে স্থিত। আমি যখন গিয়াছিলাম, তখন দেখিয়াছিলাম, যে, তিনটি ‘শব তিনটি টেবিলে প্রবাসী—বৈশাখ, ১৩৩১ [ ২৪শ ভাগ; ১ম খণ্ড আছে, ব্যবচ্ছেদ আরম্ভ হইয়াছে, তা ছাড়া জান্ধে ললেক । dवित्ण श्रृंबौरब्रम्न छिप्न डिब्र अश्श्व ब्रश्झिाएछ । ' শিক্ষাপ্রাপ্ত ছাত্রেরা যাহাতে সাধারণ পীড়ার চিকিৎসা করিতে পারে, কখন যোগ্যতর ডাক্তার ডাকা উচিত । তাহা স্থির করিতে পারে, স্বাস্থ্যতত্ত্ব প্রচার করিষ্ঠে ও স্বাস্থ্যরক্ষা বিষয়ে পরামর্শ দিতে পারে, এইরূপ শিক্ষা মেডিক্যাল কলেজের পাস্কর অধ্যাপকের এখানে দিয়া থাকেন। স্থানীয় ওয়েসলিয়ান কলেজের গ্রিন্সিপ্যাল ব্রাউন সাহেব ইহার অবৈতনিক তত্ত্বাবধায়ক। তিনি সৰ্ব্ববিধ জনহিতকর কার্ধ্যে উৎসাহী। গ্রামে থাকিয়া সন্তুষ্টচিত্তে চিকিৎসা কার্য্যে ব্ৰতী থাকিতে পারেন, এইরূপ চিকিৎসক প্রস্তুত কর। এই বিদ্যালয়ের উদ্দেশ্য । ইহা বাকুড়ায় অবস্থিত হইলেও ইতিমধ্যেই কুড়িটি জেল হইতে ছাত্র আসিয়া ইহাতে ভৰ্ত্তি হইয়াছে। তাহদের নাম ও ছাত্রসংখ্যা দিতেছি । বাকুড়া ৩৮, মেদিনীপুর ১১, বৰ্দ্ধমান ৫, বীরভূম ৯, হুগলী ও মানভূম স্ত্রীযুক্ত ঋষিবর মুখোপাধ্যায়