পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এসেছিলে অন্ধকারে চাদ ওঠেনি সিন্ধুপারে। হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অমুম্ভবে. গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তীরে ॥ গেলে যখন একৃলা চলে’ © চাদ উঠেছে রাতের কোলে । তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে । ঐ রবীন্দ্রনাথ ঠাকুর যখন ( প্রাচী, ফাঞ্জন ১৩৩০ ) গান আমি সন্ধ্যাদীপের শিথী অন্ধকারের ললাটমাঝে পরামু রাজটীকা । স্বপনে মোর আলোর পরশ জাগিয়ে দিল গোপন হরধ, অস্তুরে তার রইল অামার প্রথম প্রেমের লিখা ॥ অtমীর মির্জন উৎসবে অম্বরতল হয়নি উতল পার্থীর কলরবে, তীর যখন তরুণ রবির চরণ লেগে নিখিল ভুবন উঠবে জেগে, তখন আমি মিলিয়ে যাব e ক্ষণিক মরীচিকা । (শান্তিনিকেতন-পত্রিকা, মাঘ ১৩৩০ ) শী রবীন্দ্রনাথ ঠাকুর গান আয়রে মোর ফসল কাটি । মাঠ আমাদের মিতা, ওরে আজ তারি সওগাতে ঘরের অtঙন সারা বছর ভবৃবে দিনে রাতে । মোর নেব তারি দ্বান, তাই বে কাটি ধান, তাই যে গাহি গান, তাই যে সুখে থাটি । বাদল এসে রচেছিল ছায়ার মাল্লাঘর রোদ এসেছে সোনার যাদুকর । মোদের S3 Aన్గా গ্রামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে, ভালবাসার মাটি যে তাই সাজল এমন সাজে । নেল তারি দান, তাই যে কাটি ধান, তাই যে গাহি গান, তাই যে মুখে থাটি । (শান্তিনিকেতন-পত্রিকা, মাঘ ১৩৩০) ঐ রবীন্দ্রনাথ ঠাকুর মোদের মোর। গান যে কেবল পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ার ডাক দিয়ে ঘায় ইঙ্গিতে, সে কি আজি দিল ধরা গদ্ধে-ভরা বসন্তের এই সঙ্গীতে । ও কি তার উত্তরায় অশোক-শাখায় উঠল দুলি আজি কি পলাশবনে ঐ সে বুলায় রঙের তুলি, ও কি তার চরণ পড়ে তালে তালে মল্লিকার ঐ ভঙ্গীতে । না গে। ন দেয়নি ধরা হtসির ভর দীর্ঘশ্বাসে যায় ভেসে, মিছে এই হেলা-দোলায় মনকে ভোলায়, ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে । সে বুঝি লুকিয়ে আসে বিচ্ছেদেরি রিক্ত রাতে নয়নের আtড়ালে তার নিত্যঞ্জাগার আসন পাতে, ধেয়নের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে । (শান্তিনিকেতন-পত্রিকা,ফাঙ্কন,১৩০০) স্ট্র রবীন্দ্রনাধ ঠাকুর গান এবার অলগুণ্ঠন খোল খোল । গহন মেঘমায়ায় বিজন বনছায়ার তোমার আলসে অবলুণ্ঠন সারা হ’ল । শিউলিসুরভি রাতে বিকশিত জ্যোৎস্নাতে, মৃদু মৰ্ম্মর গানে তব মর্শ্বের বাণী বোলে। fi府- - মিলুক সরম-হাসি, মালতাবিতানতলে বাজুক বঁধুর বঁশি । শিশিরসিঞ্চৰায়ে বিজড়িত আলোছায়ে বিরং মিলনে १ॉथि| নব প্রেণয়-দোলtয় দোলো ॥ (শান্তিনিকেতন-পত্রিকক্ষাৰন,১৩৩০) ঐ রবীন্দ্রনাথ ঠাকুর ,瀏 O