পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রাও টাঙ্ক রোড চলিয়াছ তুমি সড়কের রাজ। কলিকাতা হ’তে পেশবার, স্থবিধা পেয়েছ কত নদ নদী নগরীর সাথে মেশ বার । আঙুর পেস্ত কিসমিস্ পেতে জিভ করে নিসপিস ; ডাকে খাইবার-গিরি পথ, ডাকে ডাকিনী এলায়ে কেশ-ভার । পাকুড় পাথরে চুনার আদরে - ক্টা করে কঁাকরে ছয়লাপ,— কোথা ক’লে৷ কেথি শুভ্ৰ পা” শু কোথা লাল করে জয়-লাভ । পথে পথে ছায়।-ছত্ৰ, হিরণ হরিং পত্র, সিন্ধু বরুণ গঙ্গ! যমুন। দশনে করে’ লয় পাপ । কোথাও গো-গাড়ী আদার ব্যাপাবী 瞻 জাহাজের খোজে চলছে, টঙ্গী এক পাঞ্জ ছক লক্কার মত টলছে । ছুটেছে অশ্ব দুষ্ট— উষ্ট্রের দল পুষ্ট, কোথাও মোটর ভাপ রা উগারি’ দাপটে ছনিয়া দলছে । সাওতাল কুলি কোথাও করিছে আয়োজন আল বাধ বার, খর্জুর-গাছে রজ্জতে বাধা , বংশী ও হাড়ি বাধার। جقم. কাবুলীরা লাঠি হস্তে চলেছে—চাহে না বস্তে ; জননীর কোলে ছোটে ছেলে ওই তোড়জোড় করে” কাদবার । কোথাও চলেছে ওড়ন। উড়ায়ে পরি সাট, সায়া স্বকৃতন টোপ টুপি আর পাগড়ীর সাথে গোল-শির ভ্ৰমে ভুক্তন । চলে পণ্টন মার্চে,— পরমায় সব বাড়ছে, কোথাও লাঙ্গ। সন্ন্যাসী চলে সবকেশী সবলুপ্তম্। কোথাও নিকানো মাটির ছাদেতে বধুরা কাটিছে চরকা, রাঙা পাথরের বুরুজের গায়ে মৰ্ম্মরে-গাপ ঝরকা । রূপসী কৃষক-কন্য। ছুটায় রূপের বন্ত। ; কোথাও ঢেকেছে রমণীর দেহু রমণীয় সব বোরকা । বহু-ভাষী তুমি কথা কও কভু উৰ্দ্দ, ফারসী বাঙ্গ লায়, হিন্দি পস্ক সবে ওয়াকিফ বলে কে তোমারে সামলায় । স্থর সে তোমারে হাতড়ায় ঠুংরী কাজুরী দাদরায় ; ঘটাও সৌখ্য খান্দানী সেখ, . বাবু, শেঠ, লাল, লাঙলায় ।