পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ع-------------ی۔ স্তের চারিটি অঙ্গুলীর অগ্রভাগ সজোরে চাপিয়া ধরিতে ইবে । যথা সপ্তম চিত্রে । ৭ম (খ) যুযুৎস্থ তৎপরে তুরস্তে দক্ষিণাবর্কে অৰ্দ্ধেক ঘুরিয়৷ বামপদ মূখে ও বামে পূর্ণমাত্রায় বিক্ষেপ করিয়া অসিধারীর ক্ষিণ পাশ্বে পতিত হইয়৷ বামঙ্গস্তে বাম-গতিতে ও দক্ষিণ স্ত দক্ষিণ গতিতে স্বকৌশলে ও সজোরে চালনা করিলেই অসিধারীর হস্ত আড়ষ্ট হইয়া পড়িবে এবং সে ভূমিতে তিনোমুখ ইইবে। তদবস্থায় উভয় হস্ত তাহার দক্ষিণ ণিবন্ধ বামাবৰ্ত্তে সজোরে মুচড়াইয়া অসি কাড়িয়া লওয়া নতান্তই সহজ-সাধ্য হইবে। প্রতিকার কল্পে প্রক্রিয়ার প্রথমাবস্থাতেই বাম হস্তদ্বারা যুৎস্থ প্রয়োগকারীর মণিবন্ধে সজোরে আঘাত করিয়া নজ হস্ত মুক্ত করিয়া লইতে হইবে এবং দক্ষিণাবৰ্ত্তে মৰ্দ্ধেক ঘুরিয়া যুযুৎস্ব প্রয়োগকারীর দক্ষিণ পার্শ্বে পতিত ইয়া পুনরাক্রমণের উপক্রম করিতে হইবে। বিলম্ব হইয়া পড়িলে “ব্যাঘ্রথাবার” প্রয়োগে নিজকে ক্ত করিয়া লইতে হইবে। পঞ্চম পাঠ “মোঢ়া”, “দে” প্রভৃতির আক্রমণে তুরস্তে ঈষৎ মোবৰ্ত্তে ঘুরিয়া উভয় হস্তে অসিধারীর মুষ্টি ধরিয়া ফলিতে হইবে যেন উভয় হস্তের বৃদ্ধাঙ্গুলী অসিধারীর লাঠিখেলা ও অসিশিক্ষা ২৩৯ হস্তপৃষ্ঠে পতিত হয় এবং বাম হস্ত অসিধারীর বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে এবং দক্ষিণ হস্ত তাহার কনিষ্ঠাঙ্গুলীর দিকে থাকে ; তৎপরে প্রথমতঃ অসিধারীর মুষ্টি তাহার করতলের দিকে সজোরে বক্র করিয়া তুরস্তে তাহার মণিবন্ধ সজোরে বামাবৰ্ত্তে মুচড়াইয়া দিতে হইবে। যথা অষ্টম চিত্রে । ৮ম (গ) যুযুস্থ তৎপর অতি সহজেই অসিধারীর অসি কড়িয়া লওয়া সম্ভব হইবে। এই প্রক্রিয়ার ফলে অসিধারীর হস্ত সম্পূর্ণ আড়ষ্ট হইয়। যাইবে এবং সে নিজেও ভূমিত্তে পতনোন্মুখ হুইবে । - -