পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ ৫ম যুযুৎস্ক তৎপর অপ্রতিহত-গতিতে অঙ্গ-চালনসহ তুরস্তে দক্ষিণ হস্ত উৰ্দ্ধে ও বাম হস্ত নিম্নের দিকে চালনা করিয়৷ অসিধারীর হস্ত সম্পূর্ণ আড়ষ্ট করিয়া ফেলিবে । যথা ষষ্ঠ চিত্রে । ৬ষ্ঠ (ক) যুযুৎস্থ বিশুদ্ধ পদ্ধতিতে এই কৌশল প্রয়োগ করিতে পারিলে অসিধারীর হস্ত হইতে অসি স্বলিত হইয়া পড়িবে এবং সে নিজেও ভূমিতে পতিত হইবে । প্রতিকার-কল্পে অসিধারী তুরন্তে দক্ষিণবৰ্ত্তে ঘুরিয়া যুযুৎস্থ-প্রয়োগকারীর দক্ষিণ পীশ্বে পতিত হইবে এবং সঙ্গে সঙ্গেই অসি ঘুরাইয়া মস্তক পৃষ্ঠ আক্রমণ করিবে। ృOND) [ ২৪শ ভাগ, ১ম খণ্ড ৬ষ্ঠ (ক) যুযুৎস যুযুৎস্ব-প্রয়োগকারী অসিধারীর হস্ত ধরিয়া ফেলিলে অসিধারী তুরস্তে বাম হস্তে “ব্যাঘ্রথাবা” প্রয়োগ করিয়া নিজকে মুক্ত করিয়া লইবে । চতুর্থ পাঠ “সাও," "বাহের।” প্রভৃতির আক্রমণে তুরস্তে বাম হস্ত দ্বারা অসিধারীর মুষ্টি-পৃষ্ঠে সজোবে চাপিয়া ধরিয়া সঙ্গে সঙ্গেই ঈষৎ বামাবৰ্ত্তে ঘুরিয়া দক্ষিণ পদ পূর্ণমাত্রায় সম্মুখে বিক্ষেপ করিয়া অসিধারীর দক্ষিণ প্রগণ্ডস্থ উৰ্ব্বমিৰ্ম্মে দক্ষিণ ৭ম (ক) যুযুৎস্ব