পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] নেপালেও বাঙ্গালীরা বৌদ্ধধৰ্ম্ম-প্রচারে সহায়তা করিয়াছিলেন । কাহ্নপাদ, লুই, ভুম্বক প্রভৃতি বৌদ্ধ লেখকগণের স্মৃতি আমাদের দেশে লুপ্ত হইয়া গিয়াছে, নেপালে কিন্তু তাহারা আজও পূজিত হন । মহামহোপাধ্যায় শাস্ত্রী মহাশয় তথা হইতে র্তাহীদের দেহ সংগ্ৰহ করিয়া মানিয়া বঙ্গসাহিত্যকে অপূৰ্ব্ব সম্পদে মণ্ডিত করিয়াছেন। ইহ ব্যতীত কল্যাণী নগরের শিলালিপি পাঠে অবগত হওয়া যায় যে, পেগানেও তাম্রলিপ্তের বৌদ্ধ ভিক্ষুর অর্ণবযানে গমন করিয়৷ তথায় বৌদ্ধধর্শ্বের সংস্কার করেন। আবgর পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে কষ্টিপাথর—বৌদ্ধধৰ্ম্ম-প্রচারে বাঙ্গালী WS)(26. কাত্যয়ন গোত্রের একজন বাঙ্গালী ব্রাহ্মণ, তাহার বৌদ্ধ ধর্মের প্রতি অমুরাগের জন্ত দেশ হইতে বিতাড়িত হইয়া সিংহলে বোঁধাগম চক্ৰবৰ্ত্তীর পদলাভ করিয়াছিলেন। (খ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্থ কৃত Modoru Buddhisuএর ভূমিকার দ্বিতীয় পৃষ্ঠা দ্রষ্টব্য)। এইরূপে আমরা দেখিতে পাই যে, বঙ্গালীরা পরবর্তী কালের বৌদ্ধধৰ্ম্মের প্রচারে তাহদের শক্তি নিয়োগ করিয়া ধন্য হইয়াঢ়িল । শ্ৰী বিমানবিহারী মজুমদার (মানসী ও মৰ্ম্মবাণী, জ্যৈষ্ঠ ১৩৩১) “কাশ্মীরী মেয়ের চাল কোটা" ললিতমোহন সেন কর্তৃক কাঠ খোদাই