পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্য। ] లూరి ! পরিষ্কার ভাষায় বিস্তৃত, বিবরণ লিখিয়া গিয়াছেন। দ্বিতীয় জন নানা নৃত্তন আবিষ্কার, নুতন রাসায়নিক প্রক্রিয়া উদ্ভাবন ইত্যাদির जुछ প্রসিদ্ধ। কথিত আছে, যে, রেমও লুলী ইংলণ্ডের রাজা তৃতীয় এডওয়ার্ডকে কৃত্রিম উপায়ে স্বর্ণ প্রস্তুত করিয়া দেখান এবং পরে রাজাকে ষাট লক্ষ স্বর্ণমুদ্রা ক্রুসেড যুদ্ধের খরচহিসাবে দান করিতে চাঁহেন। ইহঁাদের পর অনেক রাসায়নিক ইয়োরোপে রসায়ন চর্চা করেন। খৃঃ পঞ্চদশ শতাব্দীতে বেসীল ভ্যালেণ্টাইন নামক এক বেনেডিক্টিন সম্প্রদায়ের খ্ৰীষ্টিয়ান সন্ন্যাসী র্তাহাদের মধ্যে এক বিখ্যাত রাসায়নিক । যে-সকল পুস্তক ইহার নামে প্রচলিত তাহাতে অনেক তথ্য পাওয়া যায়, যাহা ইহার সময়ের পূৰ্ব্বে অজ্ঞাত ছিল । আটিমনি (অঞ্জন) ধাতুর অনেক ধৌগিক পদার্থ, শম্বীয়া, দস্তা, বিস্মথ ধাতু , ম্যাঙ্গানিজ ধাতু, পারদের বহু যৌগিক পদার্থ ইত্যাদি ইনিই প্রথমে বিশদভাবে বর্ণনা করেন। ইহার ব্যক্তিগত ইতিহাস কিছুই জানা যায় নাই । জর্জ রিপলি নামক ইংরেজ খ্ৰীষ্টিয়ান পুরোহিত খৃ: পঞ্চদশ শতাব্দীর আর-একজন প্রসিদ্ধ রাসায়নিক। কথিত । আছে যে, ইনি কৃত্রিম উপায়ে স্বর্ণ প্রস্তুত-করণে এতদূর: কৃতকাৰ্য্য হইয়াছিলেন, যে, জেরুজালেমের সেন্ট জনের নামে অভিহিত খ্ৰীষ্টিয়ান যোদ্ধ-সন্ন্যাসী-সম্প্রদায় ইহার প্রদত্ত বিস্তর স্ববর্ণ-রাশিদ্বারা তুর্কদের বিরুদ্ধে রোডস দ্বীপের যুদ্ধের খরচ চালাইয়াছিলেন । * এতদিন পৰ্য্যন্ত পশ্চিম দেশীয় রাসায়নিকগণের সকল গবেষণা, প্রয়াস এবং অনুসন্ধানের মুখ্য উদ্দেশ্য ছিল দুইটি। প্রথম—হীন ধাতুকে স্বর্ণে পরিণত করা (অ্যালকেমি বা অল-কিমিয়া ) এবং দ্বিতীয়—সৰ্ব্বরোগ ও জরা নাশকারী ঔষধ (এলিক্সির বা অল-ইক্সর ) আবিষ্কার। অন্ত সকল রাসায়নিক আবিষ্কার বা ক্রিয়া-উদ্ভাবন এই প্রয়াসেরই শাখালব্ধ ধন মাত্র । ( আগামী সংখ্যায় সমাপ্য) ক্রী কেদারনাথ চট্টোপাধ্যায় 6 = }\రి