পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 eb“ প্রবাসী—আষাঢ়, ১৩৩১ না। ফলে আমাদের বালকবালিকা প্রভৃতির পক্ষে কৌতুক-অভিনয় দর্শন, বিশেষ বিপদজনক হয়ে দাড়িয়েছে। অশ্লীলতাহীন কৌতুক-অভিনয় বাংলা দেশে দুর্লভ । শ্ৰীযুক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় ওরফে এস, সি, মুখার্জি বা “ফানিম্যান” শিক্ষিত ভদ্রলোক। ইনি ইংরেজী সাহিত্যে ব্যুৎপন্ন ও মার্জিত রুচির জন্য প্রসিদ্ধ। ইনি শিক্ষিত বাঙ্গালী সমাজে ও ইংরেজ মহলে খুবই সমাদর লাভ করেছেন। ইহার অভিনয় চমৎকার ও কৌতুকরসে ভরপুর ; কিন্তু ইনি অপরের ক্ষতি করে’ অথবা শ্লীলতার সর্বনাশ করে রসিকতার চেষ্টা করেন না। শ্ৰীযুক্ত এস, সি, মুখার্জি সম্প্রতি নুতন উৎসাহে কৌতুক-অভিনয় ক্ষেত্রে নেমেছেন । এবিষয়ে ইনি কু উী ও বিশেষ ক্ষমতাশালী ।

  1. |

喹 [ ২৪শ ভাগ, ১ম খণ্ড কৌতুক-অভিনেতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়