পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ԳՀ প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড পদ্মাবতীতে প্রাপ্ত মণিভদ্ৰ-মূৰ্ত্তি (সম্মুখভাগ ) মহানগরী ছিল, তাহণদের রাজত্ব-কালে ইহার গৌরব ও গরিমার দিন ছিল,—তাহা আমরা বিষ্ণুপুরাণ হইতে জানিতে পারি । ভারতের গৌরব কবি ভবভূতির “মালতী-মাধব” গ্রন্থে আমরা ইহার যেরূপ বর্ণনা পাই তাহা সত্যই সুন্দর । তাহার নাটক হইতে অনুমান করা যায় যে, দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে পদ্মাবতী একটি বৈভবযুক্ত বিশাল নগরী ছিল। প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিৎ আবিষ্কার করিয়া বলিয়াছেন, পদ্মাবতী গোয়ালিয়র রাজ্যেরই অন্তর্গত । মণিম্প্রস-মূৰ্ত্তি ( পশ্চাৎভাগ ) আবিষ্কার-ক র্যাদিসের মতের ঐক্য নাই । মে যেরূপ পারিয়াছেন আবিষ্কাব করিয়া নিজের মত প্রকাশ করিয়াছেন । উইলসন (Mr. Wilson ) সাহেব প্রথমে আবিস্কার করিয়া উজ্জয়িনীকেই পদ্মাবতী বলিয়া স্থির করেন ; কিছুদিন পরে তিনি ঠিক করিলেন–বৰ্ত্তমান ঔরঙ্গাবাদ অথবা বরারের নিকটই কোথাও, পদ্মাবতী হওয়া সম্ভব । বরারের নিকট পদ্মাবতী বলিবার কারণ উইলসন বলেন, মালতী-মাধবের রচয়িত ভবভূতি পদ্মপুর-নিবাসী ছিলেন এবং এই নগরটি বিদর্ভ অর্থাৎ বরার অঞ্চলেই অবস্থিত।