পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ο ο 8 প্রবাসী—শ্রোবণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড সভ্যতাও প্রায় সেই বাইবেলের সময়ের মতনই আছে। অস্কাঙ্ক দেশের সভ্যতার উপর দিয়া শতাব্দীর পর শতাব্দী ধরিয়া যেসমস্ত প্রচণ্ড ঝড় বহিয়া গিয়াছে, প্যালেষ্টাইনের সভ্যতাকে তাহ বিশেষ আঘাত করিতে পারে লাই, তাহ এই প্রদেশের লোকদের জীবনধাত্রার প্রথা দেখিয়া বুঝিতে পারা যায়। এই প্রদেশে কলের লাঙ্গলের পরিবৰ্ত্তে এপলও বলদে-টানা-লঙ্গলই ব্যবহার হয়, বিদেশ-ভ্রমণ লোকে গাধার পিঠে চড়িয়াই করে। চামড়ার ভিত্তিতে করিয়া কুয়া বা নদী হইতে লোকে পানীয় জল বহন করিয়া লইয়া আসে। ঘরে ঘরে বিদ্যুতের আলে৷ নাই, তেলের আলো বা বাতিই জ্বলে। বহু শতাব্দী পূর্বে এই দেশের বনজঙ্গল লোপ পাইয়াছে এবং উচ্চভূমি হইতে উর্বর মাটি নীচে ধুইয়৷ আসিয়ছে, কিন্তু লোকে আলস্তবশতঃ উর্বর উপত্যকাগুলিতে কোন. পবিত্র নদী ষোড়ড়ানের পবিত্র জলে মহাত্ম যীশুর দীক্ষা হইতেছে ( গুষ্টাভ ডোরের পোদাই চিত্র হইতে ) 厂亨 *碳、 ... উট এবং মানুসের সাহায্যে পাথর অনিয়! যোড় ডানে বাধ দেওয়া হইতেছে প্রকার চাষবাস করে নাই, তাহtয় ফলে উপতাকাগুলি প্রকাও-প্রকাও জলাভূমি এবং ম্যালেরিয়ার আডড হইয়া উঠিয়াছে। কিন্তু মনে হয় যে বিদ্যুৎ-শক্তির প্রচলনে এক রাত্রির মধ্যে সমস্ত দেশের ভেল বদলাইয়া যাইবে । জলাভূমির জল বাহির করিয়া ফেলা হইবে এবং উপত্যকাতে পরিষ্কার জল সরবরাহের বন্দোবস্তও করাও হইবে । ষোড় ডান নদীর বিদ্যুতের কলে এত অধিকপরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হইবে, যে, মনে হয়, ইউরোপ এবং আমেরিকার লোকেদের অপেক্ষ প্যালেষ্টাইনের লোকের তাড়িত-শক্তিকে অধিকপ্রকায় কাজে লাগাইবে এবং ইহা অপেক্ষাকৃত অল্প ব্যয়েও হইবে । বিশেষজ্ঞের বলেন যে আমেরিকার এবং ইউরোপের ধনী ব্যক্তিরাই রান্না এবং ঘর গরম করার কাজে তড়িৎ ব্যবহার করিতে পারে ত কিন্তু প্যালেষ্টাইনে তড়িত-উৎপাদনের খরচ এত ভয়ানক কম হইবে যে, অতি দরিদ্র লোকেও রান্নাবান্না হইতে উপরে—যোড় ডানের যারমুক জলপ্রপাত, এই শক্তিকে বাধিয়া মানুষের কাজে আরম্ভ করিয়া ঘরের সবরকম কাজই তাড়িতের བཱུན་བཱུ་ག:བྷེ་ཊ། ག“ সাহায্যে করিতে পরিবে, এবং এই দেশের লোকেদের জড়িত উৎপাদনের वादशंब cमथिब्रां भरन श्ब्र cय श्ब्रां नफून ८कांन কল-ঘর স্ববিধার জিনিষ পাইলে তাহা সাদরে গ্রহণ করিবে ।