পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য। ] এই প্রচণ্ড তাiড়ত শক্তি উৎপাদনের জন্য যোড় ডান নদীর জলকে বাধিতে হইবে । বাধ হইয়া গেলে ১০,০০০,•••,• • • বর্গ ফুট জল কল চালাইবার এবং ক্ষেত্রে সরবরাহ করিবার জষ্ঠ্য সঞ্চিত থাকিবে । ৬৫-.• • • এক জমি এই প্রকারে একই সময়ে জলসিঞ্চিত হইবে । নদীর জল বিদ্যুতের কল চালাইয়| আলার তাহার স্রোতে ফিরিয়া যাইবে । টাইলেরিয়াস্ হ্রদে কল চালাইলাব জল অনেক-পরিমাণে জমা থাকিবে এবং এই হ্রদ না থাকিলে বাধের খরচ আরো অনেক বেশী পড়িত বলিয়া মনে হয় । 密 এই তাড়িত-উৎপাদক কলটি শেষ হুতয় গেলে পর ইহার দ্বারা যে কতরকমের কাজ হইবে, তাহ! এখনও স্থির হয় নাই । প্যালেষ্টাঙ্গনের কাছাকাছি ৭ মন অনেক স্থান আছে, যেপানে কোন লোক বাস করে না, ৭৭ং এমন অনেক স্থান আছে যেখানে লোকের অবস গিঞ্জি হুইয়া উঠিয়াছে। এইসমস্ত স্থান হুইতে লোক সরাইতে হইলে পতিত জমি সংস্কার করিতে হইবে । বিদুiং-শক্তি ৷ সাহায্যে সকলই সম্ভবপর হইবে বলিয়া মনে হয়। যাতায়াতের সুবিধা, জল সরবরাহ, রেল চালান, আলে-পাথার বন্দোবস্ত, জলাভূমি হইতে পাম্পের সাহায্যে জল নিষ্কাশন ইত্যাদি সবই বিদ্যুতের সাহায্যে হইলে । ইংরেজ-স্বর্ণমেণ্টের অনুমতিতে এই কাজ চলিতেছে, কারণ ইংরেজরাই এখন পালেঙ্গাঙ্গনের পরমেশ্বর-নিৰ্ব্বাচিত অভিভাবক। পিন্হসূ কটেনবার্গ-নামক একজন ইঞ্জিনিয়ার পবিত্র ভূমির মাগোগোড়ী দেপিয়া বিছাৎ-উৎপাদক কলের প্ল্যান তৈরী করিয়াছেন । মোটর-কারের সাহায্যে কল-চালানো— কিছুদিন পূৰ্ব্বে প্রবাসীতে লিপিয়ছিলাম একজন ভদ্রলোক কেমনভাবে তাহার ফোর্ড কারের সাহায্যে একটি ছোট কারপন এবং করাতকল চালান। সম্পতি আল একজন ভদ্রলোক গঙ্গার ওভারলাও গাড়ীর সাহায্যে কেমন করিয়" নন। প্রকার কল চালাইতেছেন, দেখুন। এইপ্রকারে, মাটিৰ্পেড়ে, লাঙ্গল টান! ইত্যাদি অনেক কাজই হইতে পারে। গাড়ীর পিছনে চাকার সঙ্গে পেটি লাগাইয়া কলের চাক তে যুস্থ করিয়া মোটর গাড়ীর সাহায্যে আর একটি কল চলিতেছে পঞ্চশস্ত—বিপদ-বারণ বেড়া GC o (t কল চালানো যায়। পেটি টিল হইয়া গেলে, গাড়ীকে একটু সামনে আগষ্টয়া দিলেই পেটি আবার টান হইয়া যায়। মোটর ইঞ্জিন-সম্বন্ধে র্যহাদের কিছু জ্ঞান আছে, চাহাবা এই ব্যাপারটি ভাল করিয়া বুঝিতৃে পরিবেন এবং উহাদের বাড়ীর গাড়ী থাকিলে ব্যাপারটিকে পরীক্ষা করিয়া দেখিতে পারেন। গাড়া অনেক সময় বাড়ীতে বসিয়া থাকে, সেই-সময় তাহার সাহায্যে কল চালাইলে বেশ দু-পরসী আয় করা যাইতে পারে। ছুরি-কাচি শান দিবার কল ইষ্টতে আবস্তু করিয়া ময়ধ-পেষ, খড়কাটা; f মোটর-কারের চাকার সাহায্যে কল চলিতেছে সুরকা-করা ইত্যাদি নানারকম কল চলিতে পারে। ইহাতে খরচও যে খুব বেশী পড়িবে তাঁহা মনে হয় না । মোটরওয়ালার একবার পরীক্ষা করিয়৷ দেখিলে পাবেন । বিপদ-বারণ বেড়া— উচু রাস্ত বা পুলের ধারে প্রায়ই নান-রকমের মোটর-দুর্ঘটনা হয়। পুলের উপর হইতে হয়ত মোটর-গাড়ী জোরে দৌড়াইয়া নমিতেছে, হঠাৎ গাড়ী নালার মধ্যে গিয়া পড়িল । এইসব জায়গাতে মোটর দুর্ঘটনার শতকরা ৪০টি হয়। পাহাড়ে রাস্তার ধীরেও এইরকম থারাপ জায়গ৷ থাকে। এই সমস্ত বিপদ হইতে গাড়া র: করিবার জন্ত একপ্রকার প্তি, গুগল তl::: বেড়ার আবিষ্কার হইয়ছে, এই বেড়াতে গাড়ী বেশ জোরে আসিয়া পড়িলেও, গাড়ী কোন আঘাত না পাইয়াত থামিয়। যাইবে । গাড়ী যদি অতিরিক্ত জোরে আসিয়া