পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ oやり প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড হালকা এবং কোনরকমেই জলের তলায় যাইবে না। নৌকার দুই প্রান্তে দুইটি ওয়াটারটাইট্‌ কক্ষ আছে, সেই কারণেই নৌকা ডুবিতে পারে না। যে-কেহ এই নৌকা লইয়া নদী বা খালে বেড়াইতে পারে। দুই জন লোকের ভার এই নৌকা বহিতে পারে । আর একজন লোক রসদ-পত্ৰ লইয়াও ইহাতে বেশ যাইতে পারে। বিপদ-বারণ বেড় এই তারের বেড়ায় লাগে, তবে বেড়া প্রথমে খানিকট সামনের দিকে গিয়াই তৎক্ষণাৎ গাড়িকে পিছনের দিকে ঠেলিয়া দিবে। ছাদের উপর মোটর-দৌড়ের স্থান— ইটালির টিউরিন সহরে এক মোটর-কারখানার ছাদের উপর একটা মোটর দৌড় করাইবার রাস্ত নিৰ্ম্মাণ করা হইয়াছে। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১ যাইল। ৭• ফুট চওড়া, ঘুমতিগুলিতে খুব উচু দেওয়াল দেওয়া আছে। এই রাস্তায় গাড়িখানির "বডি" বাদ দিয়া কেবল মাত্র ইঞ্জিমূ এবং কাঠামোখনি পূর্ণ বেগে দৌড় করান হয়। এই রাস্তাটিকে একজনে বহন করিবার মত । হালুক-নেক গেছো মাছ— সিরাম ('orium) মলয়-দ্বীপপুঞ্জের একীি দ্বীপ। এই দ্বীপে এক প্রকার গাছে-চড় মা পাওয়া যায় । এই মা পৃথিবীর অস্ত কোথাং

  • N3नां शृtद्म न] ।

এই মাছ ৯ ইঞ্চি লম্ব। এই মাছ নাকি বেশীর ভাগ সময়ই ডাঙ্গা পোকামাকড় খাইয়াই বিচরণ করে। দুটি পাখনার সাহায্যে ইহার গাছে চড়ে, তবে ডাঙ্গীতে ইহার লাফাইয় চলে । ইহার ৬ ইঞ্চির বেশী লাফাইতে পারে না। তাহদের ফুসফুসের হালকা নৌকা— ছোট ছোট ফঁাকে জলীয় পদার্থ থাকে ও ইহাদেরই সাহায্যেই এই ছবিতে দেখন, একটি বালক কেমন একটি ছোট "ছ" * বাহিরে থাকিয়াও বাচিয় থাকে । নীেক বহন করিয়া লইয়া যাইতেছে । এই নৌকাগুলি নাকি খুব ख...छ ধীড়ীর ছাতে মোটর-দৌড়ের সড়ক পরীক্ষা-রাস্তা বলা যায়। এই রাস্তার উপর মোটরকারগুলি এত ভয়ানক বেগে দৌড়ায় যে, কল্পনা করা যায় না। সড়কের দুই পাশে দেওয়াল ঘুমতিগুলিতে রাস্তাটাও একটু কাত হইয়া আছে ।