পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ෙළු8 প্রবাসী—ভান্দ্র, ১৩৩১ সেই ডাকে বন গিরি উত্তঙ্গ পৰ্ব্বত, মাথা করিয়াছে নত, আত্ম-ভোলা কারুণ্যরসিক শত শত ছুটিয়াছে বিশ্বের কল্যাণে ;– বিরাটু সাম্রাজ্য ছাড়ি’ ধৰ্ম্মরাজ্য স্থাপনের লাগি মহান আকৃতি তাই ধৰ্ম্মাশোক-প্রাণে সিংহাসন ছাড়ি’ তাই আজ রহে জাগি গুণবৰ্ম্মণের গুণ সিংহলে জাভায় চীনের মন্দিরে মঠে—রূপ-তুলিকায় বোধিধৰ্ম্ম তাই ভাষা-হারা কল্যাণের অখণ্ড বধিনে বেঁধেছেন জনে জনে, চীন ভক্তগণ তাই তার নাম জপিছে সদাই । হে শাশ্বত ভারতের মন্ত্রদ্রষ্ট কবি ! তব কণ্ঠে জাগিয়াছে ভারতের সনাতন গান, তব কাব্যে তাই দেখি অপূৰ্ব্ব মহান বিশ্বমানবের রূপচ্ছবি, বাণী তব বিশ্বের ভারতী, ছন্দ তব নাচিতেছে বিশ্বতালে রেখে রেখে তাল, প্রাণ তব বিশ্বদেবে করিছে আরতি বেদনায় বেদনায় জালি দীপ উদার বিশাল ! তাই ত তোমার ডাক সবার মাঝারে পশ্চিম-সাগর হতে পুৰ্ব্ব-সাগরের পরপারে ; নরনারী আনে বহি সমস্তার ভার লভিবারে নির্দেশ তোমার ; যুবা আসে সৌন্দৰ্য্য-স্বষ্টিৰ ক্ষুধা নিয়ে, তব চির যৌবনের ধানমন্ত্র দিয়ে কর তারে আশীৰ্ব্বাদ ; [ ২৪শ ভাগ, ১ম খণ্ড ছোট ছেলে মেয়ে আসে নিয়ে ছোট সাধ বলে “গান কর কবি ! মোর ভালবাসি তুমি গাও, তার নাচে—মুখে স্বর্গ হাসি ! বিরাটের সাথে সহজেরে মিলায়েছ—বিশ্বমানবের বেদনাতে পশেছ সহজ প্রেমে, কাব্য হ’তে কল্যাণের পথে তাই আসিয়াছ নেমে, ধন্ত তুমি, কবি নাম সার্থক তোমার, ভারতগৌরবরবি ! তোমারে করি হে নমস্কার ! হে বিশ্বপ্রেমিক কবিগুরু ! করাল হিংসার মেঘে ছেয়েছে মানব-ইতিহাস, ধ্বংসের বিদ্যুৎফণা লেহি লেহি খণ্ডিছে আকাশ, বজ্ৰে বাজে প্রলয়-ডস্বরু ! তার মাঝে আকম্পিতবুকে, বহিয়া চলেছ উদ্ধে প্রেম শান্তি মৈত্রীর কেতন স্বগের মহিম{-ভরা-মুণে গাহিয়া চলেছ তুমি ষ্টির সঙ্গীত চিরন্তন ! তুচ্ছ তৃণ তুষারপর্বতে করে জয় বনময় ফুলে ফুলে ভরি’ উঠে, শীতের মরণ ছদ্মবেশ, জাগে চিরবসন্তের মৃত্যুঞ্জয়ী চুম্বন আবেশ, আলোকের অগ্রদূত গাহে পার্থী “রাত্ৰি হ’ল দূর ” মহামানবের নিত্য-মিলনের স্বর ঝঙ্কছে গম্ভীর মন্দ্রে প্রাণভরা তব ব্রহ্মবীণ ; সত্যলোকে চিরজীবী, প্রেমলোকে শাশ্বত নৰীন . হে মোদের কবি বন্ধু সাধনার ধন । আত্মার প্রণতি আজি তোমারে করি হে নিবেদন ॥