পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ল্যাণ্ডের সহিত পুর্ণযুক্ত করিবেন। এই সালিসী সভায় ইংরেজ, আইরিশ, ও আল্‌ষ্টার মন্ত্রীসভা একজন করিয়া প্রতিনিধি নির্বাচন করিবেন। আইরিশ জাতীয় দল এই প্রস্তাবে সন্মত হওয়াতে এবং সন্ধিসর্তের অঙ্কান্ত সৰ্ত্তগুলিও উভয় জাতি স্বীকার করিয়া লওয়াতে আইরিশ সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। ইংরেজপক্ষে লয়েড, জর্জ - লর্ড বার্কেনহেড, অষ্টেন চেম্বারলেন উইনষ্টন চাৰ্চহিল, স্তার এস্ ওয়ার্লিংটন ইভান্স ; স্তার হামার গ্রিনউড ও স্তর গভর্নহিউয়ার্ট এবং আইরিশ পক্ষে গ্রিফিথ,

  • বার্টন, কলিন্স, ডুগাল ও গাভান ডাফি সন্ধিপত্রে স্বাক্ষর করেন। সন্ধিপত্রে জালুষ্টার পক্ষের কাহারও স্বাক্ষর নাই। যে অংশে আল্‌ষ্টার সংক্রান্ত একটি সত্ত্ব রহিয়াছে অন্ততঃ সেই অংশটুকুতে আলষ্টার-নেতৃবর্গের সন্মতি ও স্বাক্ষর লওয়া উচিত ছিল। কিন্তু তাহা ন লওয়াতে এখন নুতন গোলবোগের স্বষ্টি হইয়াছে।

ইংলণ্ডের প্রধান মন্ত্রী র্যাম্জে ম্যাকৃডোনাল্ড আইরিশ জাতির নিকট ইংরেজ-সরকারের পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করিবার উদেখ আলষ্টারের সীমা পুনরায় নির্দেশ করিবার জন্ত সালিসী নিয়োগের ব্যবস্থা করিতে উদ্যোগী হইয়াছিলেন। কিন্তু আল্‌ষ্টার-সরকার সালিসীসভায় প্রতিনিধি নির্বাচন করিতে অস্বীকৃত হইয়াছেন। আলষ্টার-সরকার বলেন যে, আইরিশ সন্ধিসূত্রের সহিত আলষ্টারের যখন কোনও সম্পর্ক নাই, তখন সন্ধিসত্ত্বের বারো নম্বর ধারা মানিয়া লইতে আলষ্টার বাধ্য নয়। আলষ্টার বখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত, তখন ইংরেজ-মন্ত্ৰীসভার সিদ্ধান্ত আলষ্টার ব্যবস্থাপক-সভা না মানিয়া লইলে আলষ্টারের শাসনকৰ্ত্তাকে সিদ্ধান্ত-অনুসারে সালিসী-সভায় প্রতিনিধি নির্বাচন করিতে বাধ্য করা যায় কি না তাহ স্থির করিবার জন্য ম্যাকডোনাল্ড প্রিভিকাউন্সিলের নিকট এক আবেদন করেন। প্রিভি-কাউন্সিলের জুডিশিয়াল কমিটির বিচারকগণ রায় দিয়াছেন যে, যখন সন্ধি-সৰ্ত্তে আলষ্টারের সন্মতি গ্রহণ করা হয় নাই, এবং ১৯২০ খৃষ্টাব্দে আলষ্টারের সহিত ইংরেজের যে রফা হয়, তাহ যখন বাহাল আছে, তখন তাহাকে উপেক্ষা করিয়৷ ১৯২১ খৃষ্টাব্দের আইরিশ সন্ধি-সন্ত বলবত্তর করা চলে না । এই সন্ধি-সত্ত্ব মানিয়া লইতে হইলে ১৯১৭ খৃষ্টাব্দে পালামেন্টসভা আসৃষ্টারে স্বায়ত্ত-শাসন-প্রবর্ত্তনের জন্ত যে আইন পাশ করিয়াছিলেন, তাহার পরিবর্তন সাধন করিয়া নুতন আইন পাশ না করিলে উপায়াস্তুর নাই। এদিকে আইরিশ সাধারণ-তন্ত্রের সভাপতি কাস্গ্রিভ আল্‌ষ্টার সমস্তার সত্বর একটি মীমাংসায় উপনীত হইবার জন্য ইংরেজ-সৰ্বকারকে তাগিদ দিতেছেন। আইন পাশ করাইয়া লইতে হইলে শুধু শ্রমিকদলের মত লইয়া কাৰ্য্যক্ষেত্রে অগ্রসর হওয়া ম্যাকডোনাল্ড সমীচীন বোধ করেন নাই। তাই আইরিশ সন্ধি-সৰ্বের ইংরেজ-স্বাক্ষরকারীদিগকে ও রক্ষণশীল এবং উদারনৈতিক জননায়কদিগকেও তিনি একটি বৈঠকে উপস্থিত হইয়া এ-সম্বন্ধে একট। চরম সিদ্ধান্তে আসিতে অনুরোধ করিয়াছেন। অন্ত দিকে সহজে কোনও একট। মীমাংসা সম্ভবপর কি না তাহ দেখাইবার উদ্দেষ্ঠে তিনি স্তার জেমসক্রেগ, ও কস্গ্রিভকে লওন-সহরে উাহীর সহিত সাক্ষাৎ করিবার জন্ত আমন্ত্রণলিপি প্রেরণ করিয়াছেন । ১লা আগষ্ট, পালামেন্ট মহাসভায় ভূতপূৰ্ব্ব প্রধান মন্ত্ৰী মিঃ বন্ডউইনের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র-সচিবু মিঃ টমাস বলিয়াছেন যে,প্রিভি-কাউন্সিলের বিচারকগণের রায় বাহির হওয়ার পর ইংলণ্ডের সম্মুখে এক মহা সমস্ত উপস্থিত হইয়াছে। আয়ার্ল্যাণ্ডের সহিত যে সন্ধিসওঁ স্বাক্ষরিত হইয়াছে, তাহার সর্ব পালন করিতে ইংরেজ-জাতি স্বায়তঃ ধৰ্ম্মতঃ বাধ্য।* সৰ্বকার-পক্ষ আশা করেন যে, আলষ্টার-দলের স্ববুদ্ধির উদয় হইবে এবং তাহারা প্রতিনিধি নির্বাচন করিবেন। প্রধান মন্ত্রী আল ষ্টার-জননায়কদিগকে এজন্য বিশেষ অনুরোধ করিবেন। ব্রিটিশ দেশ-বিদেশের কথা—ভারতবর্ষ \»ፃፃ জাতির মঙ্গলের জন্ত নিশ্চয়ই উহার এ-অনুরোধ পালন করিবেন। তবে যদি শুনিতে একান্তই রাজি না হন তখন ইংরেজ-সরকারকে বাধ্য হইয়া আইন পাশ করিয়া লইতে হইবে। ইহাতে হয়ত জtলষ্টারে অশান্তির আগুন জ্বলিবে। আপনার প্রতিশ্রুতি পালনের জঙ্ক এই বিপদের সম্ভাবনা থাকা সত্ত্বেও এই কাৰ্য্যের জন্তই ইংরেজ-সৰ্বকার বদ্ধপরিকর। লয়েড, জর্জ এই প্রস্তাব সমর্থন করিতে গিয়া বলেন যে, তিনি ও উহার সহচরবর্গ এই কাৰ্য্যে শ্রমিকদলের সম্পূর্ণ সহায়তা করবেন। রক্ষণশীল সম্প্রদায় কিন্তু এই প্রস্তাবের বিরোধী। উহার আলষ্টার দলকেই সমর্থন করিবেন। আলষ্টারে কিন্তু ইতিমধেই মহা আন্দোলন উপস্থিত হইয়াছে। কস্গ্রিভ লওনে উপস্থিত হইয়াছেন ; আলষ্টার-নেতা স্তাৱ জেম্স ক্রেগ অসুস্থ, সেজন্য তিনি বৈঠকে উপস্থিত হইতে পরিবেন ন। উহার পরিবর্তে আলষ্টার অরেঞ্জদলের পক্ষে মাকুইস অফ লণ্ডনডেরি লণ্ডনে উপস্থিত হইয়াছেন । কিন্তু অরেঞ্জদলের যেরূপ অভিপ্রায় দেখা যাইতেছে, তাহাতে বৈঠক নিষ্ফল হইবে বলিয়া মনে হইতেছে4 তখন নূতন আইন স্বজনের ব্যাপার লইয়া মহা আন্দোলন হইবে। এমন কি নব নির্বাচনেরও সস্তাবনা আছে ; পূর্বের গোজামিল দূর করিয়া শেষ সিদ্ধাস্তে আসিতে ইংরেজ-সৰ্বকারকে কত বাধাবিঘ্ন অতিক্রম করিতে হইবে কে বলিবে ? শ্ৰী প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় ভারতবর্ষ দক্ষিণ-ভারতে বন্যা— জল-প্লাবন ভারতবর্ষের বার্ষিক ব্যাপারের ভিতর আসিয়া দ্বাড়াইয়াছে। গত বৎসর বোম্বাই মাত্রাজ প্রভৃতি স্বানে পর্জন্য-দেবের অনুগ্রহ বেশ পুরা-মাত্রাতেই বর্ধিত হইয়াছিল। এবারেও মাত্রাজ বন্যায় ভাসিয়া গিয়াছে । ত্রিবাঙ্কুর কোচিন, কানাড়া, মহীশূর প্রভৃতি স্থান হইতে প্রতিদিন নানারকমের শোচনীয় সংবাদ খবরের কাগজে প্রকাশিত হইতেছে। এই সব সংবাদের ভিতর নিরাশ্রয় গৃহহীন নিঃসম্বল লোকদের সংবাদ ত আছেই; মৃত্যুর সংবাদও বড় অল্প নহে। বহু মৃতদেহ বস্তার জলে ভাসিয়া যাইতে দেখা যাইতেছে। কত গৃহ যে ভূমিসাৎ হইয়াছে তাহার সংখ্যা নাই। এই বস্তার সঙ্গে ভূমিকম্পও ছিল । কোচিনের অন্তর্গত সোরামুরের একটি স্কুলের গৃহ চাপা পড়িয়া ৬৫টি ছাত্র এবং একজন শিক্ষক মৃত্যুমুখে পতিত হইয়াছেন। রেললাইন অনেক স্থলেই ভাঙ্গিয়া গিয়াছে। দেশের সমস্ত কেন্দ্র হইতে বিপন্নদের সাহায্যের জন্ত অর্থ-সংগ্রহের চেষ্ট হওয়া উচিত । বস্তাপীড়িত অঞ্চলকে সাহায্য করিবার জগু ত্রিবাঙ্কুরের রাজসৰ্বকার পঞ্চান্ন হাজার টাকা মঞ্জুর করিয়াছেন। লেজিসলেটিভ এসেমূল্লিতে শ্ৰীযুক্ত রঙ্গস্বামী আয়েঙ্গার বন্যাপীড়িত অঞ্চলকে এক কোটি টাকা দিয়া সাহায্য করিবার জঙ্ক সপারিষদ গবর্ণর জেনারেলের নিকট অনুরোধ করিয়া এক প্রস্তাব উত্থাপন করিবেন বলিয়া নোটিশ ग्निप्झन । বস্তায় তাঞ্জোর ত্ৰিচিনপল্লী কৈয়াম্বার্টুর মালাবার দক্ষিণ-কানাড়া, মহীশূর ত্ৰিবন্ধুর কোচিন প্রভৃতি স্থানই বিশেষভাবে ক্ষতিগ্রপ্ত হইয়াছে। ক্ষতির পরিমাণ ঠিক করা এখনও সম্ভবপর নহে । দিল্লীর দাঙ্গ— সম্প্রতি দিল্লীতে হিন্দু-মুসলমানে ভয়ানক দাঙ্গ হইয়া গিয়াছে। একটি সংবাদে প্রকাশ, ১১ জন হিন্দু হত ও ১৮ জন অহিত এবং ১ জন