পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্ট্ৰীয়াতে ভারত-সভা—

  • স্বদূর অষ্ট্ৰীয়াতে শিক্ষার্থ ভারতীয় ছাত্রেরা "ভারত-সভা” (Indion Sava) নামক একটি সমিতি গঠন করিয়াছেন । সভার প্রধান উদ্বেগু হইতেছে বক্ততা এবং পুস্তিক প্রচার দ্বারা ঐ দেশবাসীকে ভারতের নৈতিক, দার্শনিক ও ধৰ্ম্মতত্ত্ব বিষয়ক জ্ঞানের পরিচয় প্রদান ψη !

সম্প্রতি একদল ভারতীয় যুবক অষ্ট্ৰীয়ার ভিয়েন-বিশ্ববিদ্যালয়ে বিদ্যাশিক্ষার্ধ গিয়াছেন। উাহীরা বলেন যে, এই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা-শাস্ত্র, সাহিত্য, দর্শন, রসায়ন ও যন্ত্রবিজ্ঞান ইউরোপের অন্তান্ত স্বান হইতে ভালভাবে শিক্ষা দেওয়া হয়। এখানে আর একটি সুবিধা এই যে, এখানকার সাধারণ লোক ও অধ্যাপকের এই সভার সাহায্যে ভারতীয় সভ্যতার ও ভারতবাসীদের জ্ঞানের ও পাণ্ডিত্যের পরিচয় পাইরা ভারতীয় ছাত্রদিগকে বিশেষ আদর করিতেছেন। অষ্ট্ৰীয়ার অনেক লোক এখন ভারতের স্বরূপ জানিতে পারিয়াছে এবং সকলেই ভারতীয় ছাত্রদিগের কার্য্য-কলাপের সহিত সহানুভূতি জ্ঞাপন করিতেছে। সমিতির সম্পাদক শ্ৰীযুক্ত কিশোরীকুমার মাথুর আমাদিগকে জানাইয়াছেন যে, কৰ্ম্মী ও অর্থের অভাবে সমিতির এই অবগুপ্রয়োজনীয় কার্য্যের আশানুরূপ প্রসার হইতেছে না । আমরা আশা করি ভারতের সর্ব সম্প্রদায়ের লোক অর্থ সাহায্য করিয়া এবং পুরাতন পুস্তিক ও সংবাদপত্রাদি দান করিয়া প্রবাসী ছাত্রদের এই প্লভ অনুষ্ঠানটি বাচাইয়া রাখিবেন । প্রবাসী ভারতীয় ছাত্ৰগণও বক্তৃতা ও অর্থাদি সাহায্য করিয়া কৰ্ম্মাদিগকে উৎসাহিত wfo ofton offs: fotai Indien-Sava l'niversitat Wien ! Austria আমরা এই অনুষ্ঠানটির সাফল্য কামনা করি। ঐ প্রভাত সান্যাল আইরিশ সমস্তা— ষে-প্রকারেই হউক আয়ারল্যাণ্ডে শান্তি স্থাপন করা নিতান্ত প্রয়োজন বোধ, হওয়াতে লয়েড, জর্জের মন্ত্ৰীসভা আপৃষ্ঠার সমস্তার মূল গণ্ডগোলের কোনও স্বমীমাংসার ব্যবস্থা না করিয়া নানারকম গোজামিল দিয়া সাময়িক-ভাবে আয়ারল্যাণ্ডে শাস্তিস্থাপন করিতে সমর্থ হইয়াছিলেন । সন্ধিসৰ্ত্তের মধ্যে কতকগুলি এমন মস্ত ফাক রহিয়া গিয়াছিল, বাছার জন্য এখন আবার গোল দেখা দিয়াছে। আল্‌ষ্টারের অরেঞ্জ, দলকে শান্ত করিবার জন্য ১৯২০ খৃষ্টাব্দে ইংরেজ-সরকার আলষ্টার দলের সহিত যে রক্ষা-নিম্পত্তিতে উপস্থিত হন, তাহাতে আলষ্টার جيليام 7رة 2☾ Zፖሯሯሯç $2'NI)áక్షాAZI్సవ్లో

  • :) زريبي

প্রদেশের স্বাতন্ত্র্য স্বীকৃত হয় এবং উত্তর প্রদেশে স্বায়ত্ত-শাসন-প্রণালী প্রবর্তিত করা হয়। আল ষ্টারের জননায়ক সার জেম্স ক্রেইগ উক্ত প্রদেশের শাসন-পরিষদ ও ব্যবস্থাপক সভ কর্তৃক প্রধান মন্ত্রীর পদে নিৰ্ব্বাচিত হন। কিন্তু আলষ্টারকে আয়ারল্যাও হইতে সম্পূর্ণ বিভিন্ন একটি রাষ্ট্ররূপে স্বীকার করিতে আইরিশ জাতি ভয়ঙ্কর নারাজ ছিলেন। বদিও বা আইরিশ ফ্রিষ্টেটের অধীনে আল ষ্টারে স্বায়ত্ত-শাসন প্রবর্তিত করিতে আইরিশ জননায়কগণ স্বীকৃত হইতে পারিতেন, তথাপি আলষ্টারের যে-সব অংশে রোম্যান ক্যাথলিক সম্প্রদায় ভুক্ত জাতীর দলের লোকই অধিবাসীদিগের মধ্যে সংখ্যানুপাতে অধিক সেই-সমস্ত অঞ্চলও ইংরেজদেগের সহিত আলষ্টারের সন্ধিস্থত্রে আলষ্টার প্রদেশের সহিত জুড়িয়া দেওয়াতে আয়ারল্যাণ্ডে মহা অসন্তোষের সঞ্চার হুইয়াছিল । ইংরেজ সরকার যখন ১৯২১ খৃষ্টাব্দে আইরিশ জননায়কদিগের সহিত সন্ধিস্থত্রের আলোচনা করিবার উদ্যোগ আয়োজন আরম্ভ করিয়াছিলেন তখন আইরিশ জননায়কগণ বলিলেন যে আল ষ্টারের গোলযোগের মীমাংসার একটি পস্থা আবিষ্কৃত না হওয়া পৰ্য্যস্ত ইংরেজদের রাষ্ট্রীয় প্রাধান্ত আয়ারল্যাও স্বীকার করিতে পারে না। কারণ আলষ্টারসমস্তার সহিত আয়ারল্যাণ্ডের জাতীয় সম্মান এমন ভাবে জড়িত যে, তাহাকে কোনওপ্রকারে ক্ষুণ্ণ হইতে দিলে আয়ারল্যাণ্ডের মৰ্য্যাদার হানি হইবে। আইরিশ জননায়কদিগের দৃঢ়তা দেখিয়া ইংরেজসরকায় বাধ্য হইয়া একটা পন্থা আবিষ্কারের চেষ্টা পাইতে লাগিলেন। কিন্তু সে পথের কন্টক হইয়া দাড়াইলেন আলষ্টার-নেতা স্তার জেম্স ক্রেইগ। র্তাহার ভাবগতিক দেখিয়া মনে হইতে লাগিল যে, ইংরেজসৰ্বকারের আবিষ্কৃত পন্থা কাৰ্য্যত গৃহীত হইলে আলষ্টার বিদ্রোহঘোষণা করিতেও কুষ্ঠিত হইবে না। ইংরেজ-সৰ্বকার বাধ্য হইয় গোজামিল দিয়া কাজ চালাইয়া লইবার জন্য কৃতসংকল্প হইলেন এবং লর্ড বার্কেনহেড ও লয়েড, জর্জ সেই গোজামিলের পস্থাও আবিষ্কার করিয়া ফেলিলেন। ১৯২১ খৃষ্টাব্দের শেষাশেষি ল-ন শহরে আইরিশ নেতৃবর্গ সমবেত হইয়া ইংরেজ-সরকারের সহিত যে সন্ধিস্বত্রে আবদ্ধ হন, তাহাতে নানা জটিল সমস্তার মীমাংসা হইয়া গেল : কেবল আলষ্টার-সমস্তার স্বমীমাংসা হয় নাই। এই হযোগে একটা মস্ত গোজামিল দিয়া তখনকার মত কাৰ্য্যসিদ্ধি করাইয়া ইংরেজ-সৰ্বকার একটা মস্ত রাষ্ট্রনৈতিক চাল চালিয়াছিলেন । এই সন্ধিস্বত্রের বারো নম্বর সৰ্ত্তে স্থির হয় যে, আপৃষ্ঠার প্রদেশ আইরিশ স্বাধীন রাজ্যের বহুত৷ স্বীকার করিবে কি না তাহার সম্বন্ধে শেষ সিদ্ধান্তে উপনীত হইবার জঙ্ক আপৃষ্ঠার প্রদেশকে আরও একমাস সময় দেওয়া হইবে। তাহার পর যদি আলষ্টার জাপন স্বাতন্ত্র্য সম্পূর্ণরূপে বজায় রাখিতে চাহে—তবে উক্ত প্রদেশের সীমানা পুনরায় স্থির করিৰার জন্ম একটি সালিসী বসিবে। ফার্মাগ নাগ, টাইরোল, প্রভৃতি ষে-সৰ অঞ্চলের অধিকাংশ অধিবাসী জাতীয় দলভুক্ত সেগুলির অংশ-বিশেষ, প্রজার অভিপ্রায় অবগত হইয়া সেই-অমুসারে এই সালিসী সভা আয়ার