বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃፃ8 প্রবাসী—অশ্বিন, ১৩৩১ নারায়ণচন্দ্র দে ১৯১৪ ) নামক একখানি স্কুল-পাঠ্য ইংরেজি পুস্তক ইনি রচনা করিয়াছেন। ৬/ প্রাণকৃষ্ণ চৌধুরী,—সামান্ত অবস্থা হইতে ইনি বিশেষ উন্নতি লাভ করিয়াছিলেন । উচ্চ শিক্ষার জন্য নিজ ব্যয়ে একটি অভিনব ব্যবস্থ৷ করিয়াছিলেন । নিজ পল্লীস্থ দরিদ্রদের চিকিৎসব্যবস্থা প্রভৃতি কার্য্যের দ্বারা ও অন্যান্য সদগুণের জন্য তিনি এখানে বিশেষ যশস্বী ও প্রতিপত্তিশালী হইয়াছিলেন । তখনকার অনেক সাধারণ কার্য্যের সহিত র্তাহার সম্বন্ধ ছিল । চন্দননগরের একটি ব্রাহ্মণ দলের তিনি দলপতি ছিলেন এবং কয়েক বৎসর এখানকার মেয়রের কার্য্য করিয়াছিলেন । ইং ১৮৮৪ সালে তিনি ‘ভারতের শিক্ষিত লোকদের ফরাসী শিক্ষার আবশ্বকতা বিষয়ে ফরাসী ভাষায় একটি বক্ততা দিয়াছিলেন, তাহাই পরে পুস্তিকাকারে প্রকাশ ২৪শ ভাগ, ১ম খণ্ড করিয়াছিলেন । উচ্চশিক্ষা-বিষয়ক তাহার ব্যবস্থা সম্বন্ধে প্রসঙ্গাস্তরে সবিশেষ লিখিত হইবে । vপ্রমথনাথ মিত্র,—ইনি স্বদীর্ঘ কাল চন্দননগর পুস্তকাগারের অবৈতনিক সম্পাদক ছিলেন । উহার দুঃসময়ে প্রমথ-বাবুর পরিচর্য্যার ফলেই পুস্তকাগার রক্ষা পাইয়াছিল বলিলে অত্যুক্তি হয় না। ইনিও চন্দননগরের একজন হিতৈষী ছিলেন। ‘মহম্মদ মহসীনের জীবনরচিত তাহার রচিত পুস্তক । ইং ১৮৮০ সালে উহা লিখিত হয় । ৮ রায় বীরেশ্বর চক্ৰবৰ্ত্তী বাহাদুর, ইনি পণ্ডিতের বংশে জন্মগ্রহণ করিয়া নিজেও একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন । প্রথমে শিক্ষকতা করিয়া পরে ছোটনাগপুরে স্কুল ইনস্পেক্টার হইয়াছিলেন । ছোটনাগপুরই তাহার কৰ্ম্মক্ষেত্র। তথায় তিনি ইনস্পেক্টাররূপে গমন করিয়া বহুপ্রকারে তথাকার উন্নতি-সাধন-বিযয়ে যে সহায়তা করিয়াছিলেন, তাহাতে তথায় তিনি স্মরণীয় হইয়া আছেন ।