পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা | কয়েকটি বেহারী ছড়া ও তাদের তর্জমা ԳԵ-Գ শরীর ভেঙে পড়েছে। এখানকার প্রায় সকলেই একটি- আমরা তিনজন ফিরব—আগষ্ট মাসের গোড়ায় কি একটি ছোট-খাট মাতাল বললেই হয়। তাইকানসানী সম্প্রতি একখানি ছবি শেষ করেছেন ; তারএকটা ফোটো দিয়েছেন । এর শরীর ভাল হ’লে আগামী বৎসর ভারতে যাবার বিশেষ ইচ্ছা আছে বললেন ; সঙ্গে পনর-ষোলজন আর্টিষ্ট নিয়ে যাবেন। এরা সব বিজুতুইন সোসাইটির আর্টিষ্ট ইনি আমাদের ছবির একটি একজিবিশ্বন এখানে করতে চান—এবংসরই করতে চান । ছবিগুলি তথা হ’তে আগষ্ট মাসের প্রথমে পাঠান দরকার—বড় তাড়াতাড়ি হবে । আর এক সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পাঠালেও হয়। একৃজিবিশনের মত ছবি হবে কি না জানি না –এ বংসর হবে কি না বলতে পারি না । যদি সম্ভব হয় আপনি তাইকান-সানকে একট। টেলিগ্রাম করে দেবেন। আমরা এখান হ’তে ২১শে জন ছাড়ব । মাঝ-পথে • যাভা হ’য়ে যাব । কালিদাস বাবু স্বাভায় থাকবেন। মাঝামাঝি ফিরব । আমাদের শরীর বড় জখম হ’য়ে গেছে—-সদাই ছুটোছুটি করতে হচ্ছে—বড় তাড়াতাড়ি দেখা হচ্ছে -এত তাড়াতাড়ি দেখা অভ্যাস না থাকায় একটু অস্ববিধা হচ্ছে । এ-দেশট। ঠিক বাংলা দেশের মত—তবে বেশীর ভাগ পাহাড়—বোধ হয় মণিপুরের মত ; লোকুেরাও মণিপুরের মত বড় মিশুক । কিন্তু কোন জিনিস শেখাবার ইচ্ছা এদের বিশেষ নেই। এখানে এসে তাইকান-সানকে দেখে মন বড় খুসী হয়েছে । গুরুদেব ভাল আছেন, তবে বড় ধকল যাচ্ছে, উনি তাই সইছেন—আশ্চৰ্য্য সহ্য কররার শক্তি । সেবক শ্ৰী নন্দলাল বস্তু কয়েকটি বেহারী ছড়া ও তাদের তর্জমা ঐ সুনিৰ্ম্মল বস্তু হারামণি বিভাগে অনেক স্বন্দর ভাব-দ্যোতন পূর্ণ বাংলার গ্রাম্য ছড়া ও গান বার হয়েছে । এ-গুলি বাস্তবিকই বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। নিরক্ষর অথবা কেবল পাঠশালা-পড়া অজ-পাড়াগেয়ে লোকই ঐ-গুলির রচয়িতা । বেহার-প্রদেশের গ্রামে-গ্রামেও মুখে মুখে প্রচলিত অনেক স্বন্দর-স্বন্দর .গান ও ছড়া শুনতে পাওয়া যায়। সেগুলিও ভাব-বৈভবে বড় কম নয় । এখানে মুমি সামান্য কয়েকটি নমুনা দেব । হিন্দি-অনভিজ্ঞ পাঠক পাঠিকার স্থবিধার জন্য বাংলাতেও তর্জমা করে দিলাম । ধান কাটুতে কাটুতে একসঙ্গে স্থর করে মেয়ের দল হয়ত গান ধরেছে— আধা রাতি আগেলি পহর রাতি পিছলি ভিতুসরি পিয়া ছোড়ি গেল গোই— জন্দে জন্দে পিয়া গেলে কুস্রা জনমি বন ভেল গোই— জৈ সেহি সাপবা ছুড়ালে কচুরিয়া, তেসহি পিয়া ছোড়ি গেল গোই— বাংলা,— অৰ্দ্ধ রাতি অতীত হ’ল, রইল বাকি অদ্ধ রাত, • উষায় প্রিয় আসর ছেড়ে উধাও হ’ল অকস্মাং ।