পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—তীর-ধনুক খেলা b-8● কিন্তু ইহা ধ্রুব সত্য, যে, স্বাবলম্বন নারীদের পক্ষেও মঙ্গলজনক। শৈশব হইতে বাৰ্দ্ধক্যে মৃত্যু-পর্য্যন্ত নারীর পরমুখাপেক্ষী থাকা ভাল নয়। কোন প্রকৃতিস্থ পিত, স্বামী, ভ্রাতা, বা পুত্ৰ মনে করেন না, যে, তিনি অনুগ্রহ করিয়া কন্যা, পত্নী, ੀ, বা মাতার ভরণ-পোষণ করিতেছেন ; ইহা সত্য। কিন্তু ইহাও সত্য, যে, সকল পিতা, স্বামী,ভ্রাতা বা পুত্র প্রকৃতিস্থ বা আদর্শস্থানীয় নহে। নারী-মাত্রেরই সকল সময়ে ঐক্লপ নিকট-সম্পৰ্কীয় আত্মীয় থাকে না। নারীর স্বাবলম্বনের উপায় থাকিলেই তিনি পিতার স্নেহ, পতির প্রেম, ভ্রাতার প্রীতি, ও পুত্রের ভক্তি হইতে বঞ্চিত হন না । সুতরাং নারীর স্বাবলম্বিনী হইবার জন্য র্তাহার উপার্জনের ক্ষেত্র বিস্তৃততর হওয়৷ ভাল । পরিবারের সহিত যুক্ত থাকিয়া উপার্জন করিতে পারা নারী ও পুরুষ উভয়ের পক্ষেই মঙ্গলকর । যুদ্ধ বর্বর অবস্থার চিহ্ন--বিলীয়মান চিহ্ন বলিতে পারিলে মুখী হইতাম । পুরুষদের অন্ত নানা কৰ্ম্মক্ষেত্রে নারীর প্রবেশ বাঞ্ছনীয় কি না, তাহার আলোচনা করিতে পারা যায় ; কিন্তু যুদ্ধ করা যে নারীর কাজ নয়, সে-বিষয়ে আমাদের সন্দেহ নাই । পুরুযদিগকেও যখন যুদ্ধ করিতে হইবে না, তখন বুঝিব মানুষ সভ্য হইয়াছে । তীর-ধনুক খেলা 鬱 বহুশতাব্দী পূৰ্ব্বে সভ্য জাতিরাও যুদ্ধের জন্য তীরধনুক ব্যবহার করিত। এক্ষণে কোন সভ্য জাতি যুদ্ধের জন্যpএমন কি শিকারের জন্যও, তীর-ধনুক ব্যবহার করে না । কিন্তু ব্যায়াম, ক্রীড়া, ও লক্ষ্য-ভেদ শিক্ষার জন্য পাশ্চাত্য বহু সভ্য দেশে ও জাপানে এখনও ভীরধনুক ব্যবহৃত হইয়া থাকে । পাশ্চাত্য বহুদেশে স্ত্রীলোকেরাও এইসকল উদ্দেশ্বে তীর-ধন্থক ব্যবহার করিয়া থাকে।. প্রয়োজন-মত মনের চাঞ্চল্য নিবারণ করিয়া একাগ্রতাউংপাদনেরও সাহায্য এই খেলায় হয়। -আমরা অনেক সময় চিন্তা না করিয়াই কতকগুলি কাজকে কেবলমাত্র পুরুষোচিত বলিয়া ধরিয়া রাখি ; যেমন অশ্বারোহণ ৷ অথচ অন্য দেশের কথা ছাড়িয়া সমস্ত সপ্তাহ টাইপিষ্টের কাজ করিয়া, রবিবারে শ্ৰীমতী সিমন ব্রানে তীরধতুক খেল অভ্যাস করেন (প্যারিস)