পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তাল ভীম দুৰ্দ্দম ! যুগে যুগে মহাবিক্রম কত দেশ রাজদপে গ্রাসিয়াছ তব গর্তে !— সেই তেজ রাজতন্ত্র ফুকারিয়া মহামন্দ্র, o আস্ফালি’ মহা অ’ক্রোশ, দিশি-দিশি তুলি মহারোষ, উন্মাদ করে গর্জন টুটিতে সলিল-বন্ধন – নাচে তাই ঢেউ, দোলে জল অrছাড়ি আকুলি’ অবিরল, দুৰ্ব্বার ভেঙে ভেঙে ধায় উদাম ঘোর ঝঞ্চয় । উন্মাদ ঢেউ উন্মাদ দোলে দোলে, এল পবমাদ ওই ওই বুঝি বিশ্বে — স্তম্ভিত সব দৃশ্যে । বাধা-ভাঙা ক্ষ্যা • সিন্ধু ! বিশ্রাম নাহি বিন্দু – উদাম চল খলখল, মহারুদ্র ও মহাবল । ( যেন ) সক্রোধ ক্ষ্যাপা শঙ্কর " সতী-কাধে ফেরে ধরা-’পর, হাসে খিলখিল অবিরল— শদা ফেনা ঝরে কলকল, ঘটাবে প্রলয় দুর্জয়, কাপে ক্ৰষ্টি ও র্কশপে ভয় ! সিন্ধু ! মাতায়ে পারাপার এ কি লীলা তব !—সংহার খেলিছে, মেলিছে আস্য, e এ যে দানবের হাস্য ! জস্তানহীন যেন আদি প্রাণ স্বষ্টির সেই অভিযান • আজো লভেনিক সংযম, - 's নাহি ছন্দ ও নাহি ক্রম, আজো নহে সেই তৃপ্ত, গড়ে, ভাঙে, ছোটে ক্ষিপ্ত ! 豪 毒 কুলে দাড়াযেছি ক্ষুদ্র’ বল বল মোরে, রুদ্ৰ ! ঐ প্যারীমোহন সেনগুপ্ত কিবা ক্ৰন্দন, পরিতাপ, কিবা ব্যথা, শোক, কি প্ৰলাপ, ঢেউএ ঢেউ এ ফোলে অনিবারঅজ্ঞেয় কোন দুখভার ? ভেদি’ মোর দেহ-চৰ্ম্মে ও উছাস পশে মৰ্ম্মে,— নহে ক্ৰন্দন, নহে শোক, নঙ্গে তাই ব্যথা, দুখভোগ,— দুৰ্জ্জয় মহা উল্লাস বিশ্বের প্রাণ-উচ্ছাস, মুক ধরণীর প্রাণমন মুক বিশ্বের সে গোপন প্রাণ তব মাঝে চঞ্চল আলোড়িছে বেগে উচ্ছল । তুমি বিশ্ব ও ধরণীর দৃপ্ত পরাণ তেজী বীর । নমামি নমামি মঙ্গপ্রাণ ! নমামি সিন্ধু মহীয়ান ! 聯 榭 ভোরের বেলা, সিন্ধু, তোমার কুলে দাভিয়েছি আজ, ঐ ও নভ-মূলে প্রকাণ্ড এক সোনার থালা ওঠে,— স্বৰ্য্য না কি !—কী অপরূপ ফোটে — আধখানা তার রহে জলের তলে, আধা’র আলোয় জলের সোনা জলে ; লাফিয়ে ওঠে দুষ্ট যেন ছেলে— মায়ের কোলে দাড়িয়ে পড়ে ঠেলে ! সোনার আভা ভাসে, দোদুল দোলে দীর্ঘ দেহে উতল ঢেউ এর কোলে ! বসিয়ে দেছে সোনার যেন থাম— ঢেউর পরে দুলছে অবিরাম । চোখ মেলে চাই ওই স্বদূরে দূরে পেরিয়ে ফেনা পেবিয়ে সে ঢেউ ঘুরে’ উধাও হেরি চক্রবালের রেখা, wo সেইখানেও শেষ তব নেই লেখা !— অসীম স্বনীল অগাধ স্বনীল বারি— চোখ হেরে যায় ধরূতে গিয়ে তারি দেহের অভেসে ; • মন মানে যে হার গভীর উদারতার পেতে পার । • সোনার রবি একটি পাশে হাসে, উধাও বারি চৌদিকে উচ্ছাসে ।